নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
মনটা তোমার দিকে
এক্কেবারে ছুইটা যায়
পাকাপোক্ত তোমার হইতে চায়
আসতে চাচ্ছে না সহজে
নিজের কাছে।
দেহটাও যাইতে চায়
ভেজাল বাজায়
এলাকার মুরুব্বি,
আড্ডাবাজ জসিম
বড় ভাই খন্দকার সাঈদ
দেখলেই ডাক
খোঁজ খবর লয়
আমার কি এসবে পোষায়
আমার চাই তোমায়।
মনটা আর কথা শোনে না
বুজ মানে না
একবার কয়,
নিজেরে টুকরা টুকরা কইরা
গাংগে ভাসায় দে
পরক্ষণে ভাবে,
বাসের নীচে ফেলে দে
অন্তত থেঁতলে যাওয়া মুখটা দেইখা
যদি তোমার প্রেম আসে
নোনা জমে
আমার কথা বছরে দুই চার বার
যদি মনে ভাসে
এই কম কিসে!
মনটা আজকাল কিছুতেই নিজের হচ্ছে না
তোমার কোলে মাথা রাখতে চায়
তোমার নীচের ঠোঁটে
চুমুর স্পষ্ট দাগ ফেলতে চায়
একটা রগরগে
রোমাঞ্চকর অনুভুতি দিয়ে যায়।
মনটা আর কোনমতে পোষ মানছে না
এ ডাল ও ডাল ঘুরে হয়রান
মনটারে বাইন্ধা রাখলে হয় না
দেহ খানা এগুচ্ছে
কোন স্টপেজ আর থামছে না
আসিতেছে বাঁধা দিও না।
২০ জুন ২১।
২| ২১ শে জুন, ২০২১ রাত ৮:৪৩
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২১ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা