নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ইদানীং বুকের ভেতর কষ্ট গুলি
জমাট হয়ে আছে
তুমি ছুঁলেই
ভারী বর্ষণ, ঘর্ষণ
উলট পালট হাওয়া
নতুন দিক দর্শন।
ইদানীং একলা গড়াগড়ি খাচ্ছে বেলা
রোজ এক নিয়মে পার্কে হাঁটা
বাদাম এর খোসা গুলি
চিত কাত উপুড়
ধীরে ধীরে দিনের ক্ষয়
তুমি ছুঁলেই
সব খানে নতুন টোন।
ইদানীং বুকের ভেতর
নানা অসুখ বাসা বেঁধেছে
তুমি ছুঁলেই
বরফ ভাংচুর
হিমশীতল
খুব অনায়াসে আমি খুন !
২১ জুন ২১।
২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৯
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনি যে কষ্ট করে আমার কবিতা পড়েছেন। আর এই অপুর্ব সুন্দর চিত্রকলাটির জন্য আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৩
জটিল ভাই বলেছেন:
কমেন্টে সিনিয়র-জুনিয়রকে একসাথে দেখে ভালো লাগলো
২২ শে জুন, ২০২১ সকাল ১০:২৮
স্প্যানকড বলেছেন: জটিল বাদ ❤️ আপনাকে পেয়েও ভালো লাগলো খুউব। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২১ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন:
ভাল লাগলো তোমার কবিতা ।