নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড ।
সময় এখন বিপরীতে
তবু্ও বলছি শোন,
বিশ্বাসী হও
প্রেমিক হও
এখনো চুম্বন নেয়া
শ্বাস ঘন হওয়া
এখনো বৃষ্টির সনে
ভিজে যাবে মাথা
দুই ফিতার চটি
সমস্তটা বাকি
যদিও সময় বইছে উল্টো।
জানো,
ইশ্বর একলা খুব ভালো আছেন
নেই কোন ঝামেলায়
কোন অশান্তিতে নাই
নেই জুচ্চুরি ঠকবাজি তে
ইশ্বর পুরুষে যেমনি আছেন
তেমনি নারীতে
এমন কি তৃতীয় লিংগে!
প্রতিটা জড় থেকে প্রাণে
প্রেমে আছেন
বিরহে আছেন
কামনায় কি আছেন?
হয়তো নেই
হয়তো আছেন
তবে সৃষ্টিতে বেশ মউজে আছেন
যদিও সময় বইছে উল্টো।
জানো,
একটা আদম সন্তান
ঘুরে বেড়ায়
কোমরে তাবিজ-কবচ
চিত্র দেখে উন্নয়ন
যদিও সে উদোম ন্যাংটো!
২ জুলাই ২১ ( শুক্রবার )
০২ রা জুলাই, ২০২১ দুপুর ১২:১৩
স্প্যানকড বলেছেন: ইশ্বর এর ঝামেলা ইশ্বর কে সামলাতে দিন। আমরা আমাদের টা সামলাতে পারি কি না সেই নিয়ে থাকি ব্যস্ত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২১ সকাল ১০:৫৫
আলোর_পথিক বলেছেন: কবিতাটা সুন্দর তবে ঈশ্বর একা ঝামেলাহীন, এটা ঠিক নয়! ঈশ্বর যে কত ঝামেলায় সেটা ঈশ্বরই জানেন!