নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুমি নারী রাধা হও কৃষ্ণ হই হেসে।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৬

ছবি নেট ।

তুমি নারী জ্বালা ধরাও
আগুন চেনাও
ছ্যাঁক দাও গোটা দেহে।

তুমি নারী গোপন সুত্র শিখাও
আবরণহীন হও
লজ্জা রেখো না
যম যাতনা হোক মিছে।

তুমি নারী ঢেউ তোল
তুমি নারী বিপদজনক বিদ্যুৎ
ছারখার হই ভিতর বাহিরে।

তুমি নারী ছোবল মারো
প্রেম সুধা ঢালো
চুমু খাও যত পারো তত
বিষ কাটুক বিষে।

তুমি নারী একুল ভেংগে ওকুল গড়
প্রাণে সদা থাক মিশে
তুমি নারী এসো কাছে
বাঁধা দিও না
শস্য হও
লাঙল চলুক বারোমাস
ভাবনা এত কিসে?

তুমি নারী বর্ষা হও
সর্দি-জ্বর আসুক শেষে
তুমি নারী রাধা হও
কৃষ্ণ হই হেসে।

৪ জুলাই ২১।
 

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমস্ত শিল্প কি নারীকে কেন্দ্র করে?

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:২১

স্প্যানকড বলেছেন: নারী ছাড়া শিল্প, সৃষ্টি, প্রেম, বিরহ আরও মেলা কিছু ঘুরতাছে আমি তো একটা চ্যাপ্টার ঘাটতাছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গত কয়েকদিন ধরে রাধা-কৃষ্ণ নিয়ে একটা লেখা দাঁড় করানোর চেষ্টা করতেছি। হচ্ছে না।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:২২

স্প্যানকড বলেছেন: হয়ে যাবে এত টেনশনে যাইয়েন না। দুঃখিত এমন করে বললাম বলে। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। চেষ্টা জারি রাখুন প্লিজ।

৩| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নারী পুরুষ সমান সমান

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৩

স্প্যানকড বলেছেন: হুম, কিন্তু সব ক্ষেত্রে না ভেজাল আছে ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.