নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম উহা অতি উন্নত শিল্প !

০৬ ই জুলাই, ২০২১ ভোর ৪:৩৯

ছবি নেট ।

প্রেম এক ধরনের উন্নত শিল্প। এ শিল্প যে সব ডাল পালা মেলে ধরেছে প্রাণীকুলের সামনে। প্রাণীকুল তাহার ভার সইতে না পেরে নুয়ে পড়েছে নানান অংগে। স্তন থেকে যোনী শেষমেশ জরায়ু নিয়া মেতে আছে।

প্রেম এক ধরনের শিল্প আগেও বয়ান করছি এখনো করছি ভবিষ্যতে ও করব। প্রেম কোন তাবিজ কবচের মতন কিছু না। এর শিকড় বহু শক্ত। মানবকুল এর রসায়ন ধরতে পারছে না।

প্রেম এ ফোর পেইজে আটকে গেছে বর্ষার জলের মতন অথবা পাঁচ হাত বাই পাঁচ হাত খাটে। এরপর একটা সিগারেট হইয়া ধীরে ধীরে জ্বলতে জ্বলতে নিভে গেছে। সে খবর কেউ রাখি না।

এযাবতকাল পর্যন্ত মানব মগজ যা ধারণ করে আছে উহা ফাঁস হয়ে গেলে বিশেষকরে পুরুষজাত টার সর্বনাশ ঘটে যাবে।

চুতমারানি বা চুদিরপো পার্মানেন্ট খেতাব হিসেবে বসে যাবে। প্রেম একটা শিল্প যার ধারেকাছে নরনারী যেতেই পারছেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.