নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উচ্চতর বিদ্যুৎ !

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

ছবি নেট ।


তোমার ঠোঁট আজ
সব রকমের সুবিধা নিতে চাচ্ছে
আমি বাঁধা দিব না
আমি তো এই চাই
তুমি আমাকে আজ চিনিয়ে ছাড়বে
কিভাবে
হুম, কিভাবে
ভাংতে হয় সমস্ত প্রতিরোধ।

তোমার পুরুষ্টু ওষ্ঠ আজ ভীষণ উষ্ণ
আমাকে পুড়িয়ে ছাড়বে দেখছি
আমি পুড়তে রাজি
জ্বলতে রাজি
আমি তো এই চাই
জ্বলে পুড়ে তবেই না খাঁটি
তবেই না
রক্ত ধমনীর প্রতিটি স্থানে মিশে যাবে
প্রেমের বারুদ।

বাইরে বৃষ্টি ধুলো জলে মাখামাখি
এত জ্যাম
ভেঁপুর শব্দ
সিনেমার গান
কিছুই আজ বিচলিত করছে না
কিছুই আজ টানছে না
কিছুই আজ ঘাটছে না মগজ
অসারতা নেমে আসছে ধীরে ধীরে
শুধু আজ ক্ষয় হওয়া
আজ অন্য কোন নৃত্যে মন লাগানো
হৃদয় বলছে,
এখানেই শেষ হোক জীবন
এভাবেই চলুক
ওষ্ঠে ওষ্ঠে বর্বর ছোবল
শরীরে শরীরে খেলে যাক
উচ্চতর বিদ্যুৎ।

জুলাই ৭ ( বুধবার )

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:১২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: শরিরে উষ্ণতা টের পাচ্ছি!!! :``>>

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:১৪

স্প্যানকড বলেছেন: কন কি তপন দা ! তবে উষ্ণতা থাকা ভালো নইলে জীবন পাইনসা। ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্প্যানকড ভাই
আপনার কবিতা পড়ে আমার
লইজ্জা লাগে !!

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২১

স্প্যানকড বলেছেন: প্রেম করতে গেলে লজ্জা কমাতে হয় আইজকাল মুরুব্বি রা কয়। নির্মলেন্দু গুন সাহেব এর কিছু কবিতা আছে পড়লে তো অস্তাগফেরুল্লাহ কইবেন! কয়দিন আগে দিছিলাম আমার একটা পোস্টে। ওপার বাংলার জনপ্রিয় কবি শীজাত এর " এখনও " কবিতাটি পইড়েন দয়া করে। সোজা কথায়, আমি প্রেম নিয়া আছি কামনা দিয়া বাঁচি ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২২

আমি সাজিদ বলেছেন: বেশ স্পষ্ট এটা। প্লাস

০৮ ই জুলাই, ২০২১ ভোর ৪:৫১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই। মেলাদিন পর কেমন আছেন? ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৫| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৯

ফুয়াদের বাপ বলেছেন: উদাম কাব্য কিন্তু প্রেমাবেগের উষ্ণ বিচ্ছুরন পরতে পরতে। ওষ্ঠ টু ওষ্ঠ যখন দুষ্টুতায় আদিম ছোঁয়া পায় তখনই পাওয়া যায় উচ্চতর বিদ্যুতের শক।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২২

স্প্যানকড বলেছেন: উচ্চতর বিদ্যুৎ এর শক সবার নসিবে জুটে না ফুয়াদের বাপ ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.