![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
সব কিছুর মেয়াদ আছে
বয়স থেকে
প্রেমের
জীবন থেকে শুরু করে
চুমু আদর সোহাগ অব্দি
সব কিছুর।
কয়দিন ধরে গলির কুকুর
অনবরত কুঁইকুঁই করে চলছে
এর ও একটা মেয়াদ আছে।
মা,
পাশের ঘর থেকে আওয়াজ দেয়
সামনে বড় বিপদ আসছে খোকা
শুনছিস না
কুকুরটা কেমন করছে?
আমার বড্ড হাসি পায়
ইতর প্রাণী টের পায়
আমরা সৃষ্টির সেরা পামু না!
মেঘ জমা আকাশ
ভাংতে শুরু করে
দীর্ঘদিন এর গোসসা
অঝোরে নামে জল
ভাবনায় চলে আস তুমি।
এ শহরের ক্ষুদ্র
কয়েক হাত বারান্দায় আমার পায়চারি
তামাক পোড়াতে পোড়াতে
তোমাতে ডুবি।
তোমাকে বাহুতে বন্দি করার
কি যে এক আকুতি
ঠোঁটে নিষ্ফলা চুম্বনের
বারবার একতরফা আহাজারি।
ক্লান্ত শরীর
ঘুমে ঢলে পড়ে
শুধু তোমারে চাওয়ার মেয়াদ
অন্তহীন ভীষণ গভীর।
৯ জুলাই ২১।
০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:০৫
স্প্যানকড বলেছেন: স্বাগতম ! আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভালো থাকবেন এবং ফুর্তিতে কাটুক জীবন।
২| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: মায়েরা ভীষণ ভাল হয়ে থাকেন ।
১০ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৫
স্প্যানকড বলেছেন: মা, মা, মা এবং বাবা। ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং ফুর্তিতে থাকবেন।
৩| ১০ ই জুলাই, ২০২১ রাত ১২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার চমৎকার কাব্যগুলো পড়ে
অভিভূত হই।
১০ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আপনার মতন হয় কই? ছন্দ মেলাতে পারি না। ধন্যবাদ নুরু ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:০১
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। পড়ে ভাল লাগলো। নিরাপদে থাকুন।