নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ওরা ইঁদুর বেড়াল ! মানুষ নয় !

১০ ই জুলাই, ২০২১ রাত ১২:৫০

ছবি নেট।

তখন বাংলাদেশ নামক দেশটির মাত্র জন্ম হয়েছে বছর দুই তিন হবে। সে সময়কার কথা বলছি। অবশ্য এ সব কথা আমার বাবার কাছ থেকে শোনা। তারপর আমার এলাকার লোকজনের কাছ থেকেও শুনেছি।

আমাদের এলাকার এক বনেদি পরিবার এর গল্প। তারা চেয়ারম্যান, এম, পি হওয়ার মতন ক্ষমতা রাখে। তো সেই পরিবার এর ঐতিহ্য বাহী একটা পাটকল ছিল। তারা কি করল খুব চালাকি করে গুদাম থেকে বেশির ভাগ পাট বিক্রি করে আর কিছু পাট থাকাকালীন সময়ে রাতের বেলায় নিজেরাই নিজেদের গুদামে পাটকলে আগুন দেয়।

পরবর্তীতে একজন নেতা যে কি না ছিল বংগবন্ধুর কাছের লোক। তাকে ধরাধরি করে বিশাল অংকের ব্যাংক লোন নেয়। পরে এক সময় সেই টাকা আর ফেরত দেন নি এবং পরবর্তীতে ব্যাংকের ম্যানেজার এর সই নকল করে উল্টো ম্যানেজার কে বিপদে ফেলে যার দরুন সেই ম্যানেজার আত্মহত্যা করতে বাধ্য হয়।

সেই বিত্তবানরা আজও বিদ্যমান। তারা সে সময় লন্ডনে বাড়ি কিনে ফেলে এবং গুলশানে আলিশান প্রাসাদ গড়ে তোলে।

এক সময় রাজনীতিতে যোগ দান করেন। এলাকার চেয়ারম্যান, কমিশনার তারাই হয়ে আসছে। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশে দেখবেন এমন বড়লোকদের সংখ্যা বহুত।

রানা প্লাজার সময় আমার এক বিদেশি বন্ধু কৌতুক করে বলেছিল " তোমাদের শিল্পকারখানা গুলোতে ইঁদুর বেড়াল কাজ করে। এদের জীবন নিয়ে কেউ ভাবে না! "

আমি বলেছিলাম এটা বাজে ম্যাটেরিয়ালে তৈরী করা ভবন ছিল। তখন সে বলেছিল, তোমাদের ইঞ্জিনিয়ার আর সরকার কি করে?বিশ্বাস করেন এর কোন উত্তর আমি দিতে পারি নাই।শুধু দীর্ঘশ্বাস ফেলা আর মাথা নত করা ছাড়া।

এত কিছু বললাম কেন জানেন। আজ খবরে দেখলাম এক শিল্পকারখানায় আগুন লেগেছে। আর মালিক পক্ষ গেইটে তালা দিয়ে রেখেছে।

আচ্ছা, দুনিয়ার কোথাও শুনেছেন আগুন লাগলে বা বড় বিপদের সময় কর্মীদের তালা দিয়ে আটকে রাখে।

এই মাদারফাকাররা যেই কর্মীদের হাড় ভাংগা খাটুনির পয়সায় বড়লোক। সেই কর্মীদের সাথে এমন করে আচরণ!

সত্যি! আমার বিদেশি বন্ধুর কথা ঠিক শিল্পকারখানা গুলোতে ইঁদুর বেড়াল কাজ করে। এরা মরলে কার কি !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক !!

১০ ই জুলাই, ২০২১ রাত ১:১১

স্প্যানকড বলেছেন: এই নিয়া আগামীর স্বপ্ন বুনি কেমনে জানা নাই । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন সেলিম ভাই।

২| ১০ ই জুলাই, ২০২১ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্ষমতার কাছে আমরা সবাই অসহায়,
না পারলে আল্লাহ গজব দিবে, আল্লাহ বিচার করবে
এটাই আমাদের সান্তনা ।

......................................................................................
আমরা তো জানি আল্লাহ ভালো মন্দর বিচার করবে,
তাহলে চুপচাপ বসে থাকি ?
তাহলে দুনিয়াতে আদালত কেন ?
গরীবের জন্য যত আইন ! আর ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে
টাকা খরচ করে তা দুর্ঘটনা !!!
বর্তমান দুনিয়ায় করো নিকট ৫ লাখ টাকা রেখে দেখুন আর সহজে
ফেরত পাবেন কিনা ?
এরুপ অবস্হায় কি ভাবতে পারেন ?

১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৪

স্প্যানকড বলেছেন: পাঁচ লাখ তো অনেক বড় এমাউন্ট! পাঁচ /দশ হাজার দিলেই তো আর খবর থাকে না। আমাদের কিচ্ছু করার নেই শুধু দেখে যাওয়া ছাড়া। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ১০ ই জুলাই, ২০২১ সকাল ৯:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ সব কিছুতেই এক্সট্রিমিজমের দিকে ধাবিত হচ্ছে যা খুবই ভাবনার বিষয়। এদেশে পুঁজিবাদের বিকাশ স্বাভাবিক গতিতে হওয়ার কথা ছিল - কিন্তু তা না হয়ে বিকাশ ঘটছে চরম বা এক্সট্রিম গলাকাটা ক্যাপিটালিজমের। মালিকরা শ্রমিকদের মানুষ হিসাবেই মনে করে না ! একইভাবে ধর্ম মডারেটপন্থীদের হাত থেকে বেরিয়ে গিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে কিছু এক্সট্রিমিস্টদের দ্বারা, তারাও অনুসারীদের ব্যবহার করছে ভেড়ার পালের মতো । তাদের অনুসারীরা নিজের বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে ধর্ম ব্যবসায়ীদের দ্বারা অপব্যবহৃত হচ্ছে। আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ যে আমলাতন্ত্রের হাতে সেই আমলাতন্ত্র দুর্নীতির চরমে পৌঁছেছে। এক্সট্রিমিজম সর্বক্ষেত্রেই !

১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৬

স্প্যানকড বলেছেন: এক সময় সব ভেংগে পড়বে তখন যে কি হবে ? তবে সামনে সুখকর কিছু যে হবে না এ খুব ভালো করে বলা যায়। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ১০ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৮

হাবিব বলেছেন: সিস্টেমের গোড়ায় গলদ ভাই। কি করবেন বলুন!

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৩

স্প্যানকড বলেছেন: গোড়ায় আগুন ধরায় দেন! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.