| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মগজে মজুদ কিছু গোপন স্মৃতি
গোপন চুমু
গোপন কথা
মাইলের পর মাইল দেয়াল খালি
সেখানে লিখে রাখি
তোমার নাম
অতঃপর
সেই চিরচেনা ঘুম।
মগজে মজুদ তুমি
তোমার হাসি
চৈত্রের খা খা দুপুর
আখের শরবত
রিক্সার টুংটাং
বাসের হর্ণ
রেলের হইসেল
স্কুল ছুটির ঘন্টা
ঝুম বর্ষায় কাঁথার ওম।
মগজে মজুদ শাসন
মিটিং মিছিল
নানান আয়োজন
ঘুড়ি নাটাই
শরতের সাদা আসমান
নদীর ভাংগন
দীর্ঘ শ্বাস
বিড়ির ধোঁয়া
অতঃপর
চিরচেনা মুখ
আজ যা বড্ড বহুদূর !
১০ জুলাই ২১।
১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২|
১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
অধীতি বলেছেন: কি সুন্দর করে বর্ণনা করলেন।
১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ অধীতি । ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+