নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মুমিনুলদের হাঁট বাজার !

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৪০

ছবি নেট ।


কান চলচ্চিত্রের ৭৪ তম আসরের লালগালিচায় হেঁটেছেন রেহেনাম মরিয়র নুর খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং তার সাথে সে সিনেমার কলাকুশলী গন।

ছবি প্রথম আলো পত্রিকা ।

এই ছবিটা খুব ভালো করে দেখেন। খুব ভালো করে চোখ ডলা দিয়া লন।আইচ্ছা এখন দেখা শেষ হইছে। সময় লাগলে আরও নেন সমস্যা নাই। চলেন এইবার আলোচনায়। তার আগে কিছু প্রশ্ন? আমরা কি মুসলিম রাষ্ট্র ? কেউ যদি তার ইচ্ছে অনুযায়ী বস্ত্র পরিধান করে তাতে আপনার আমার সমস্যা? রাস্তায় এত ফকির দেখেন ছেঁড়া কাপড় পরিধান করে আছে তখন কি করেন?

আসলে আমাদের সোসাইটিতে ডাবল ট্রিপল স্ট্যান্ডার্ড টাইপের লোকের অভাব নেই। এখন বাঁধনের এই পোষাক নিয়ে ঝড় উঠা শুরু করছে কমেন্টস বক্সে।এই ছবি দেখে বাংলাদেশীদের নানান প্যাঁচাল। কেন শাড়ী পড়ল না? কেন অমন অর্ধনগ্ন হলেন? দেশের মান ইজ্জত শেষ করে দিল! অস্কারে গেলে শুধু ব্রা প্যান্টি থাকবে! আর পুরষ্কার পেয়ে গেলে নাকি কিছুই থাকবে না! ভাবা যায় আমরা কত মুমিন হয়ে গেছি!

আরে মিয়া এত যে ওয়াজ করতাছ গুগল কিন্তু ঠিকই জানে আপনে মুমিন কয়বার মিয়া খলিফা আর সানি লিওন এর সাথে মোলাকাত করেন।পুরা পরিবার জানে কয়বার সেক্সি শিলা গান দেখেছেন? তখন আপনি মুমিন হয়ে উঠেন না! এখন আসছেন খাউজাইতে!

তার শরীরে কি পড়বে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলার কে?

প্রশ্ন উঠতে পারে এটা বাঙালি ঐতিহ্যের সাথে যায় না। হুম, বুঝলাম।এখন শাড়ী ব্লাউজ পড়লে কি মাওলানা ভাবা শুরু করতেন?

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ রাত ১২:২৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: অনেক ভালো কথা কইছেন। মুমিন মুসলমানে দেশ ভইরা গেছে।

১১ ই জুলাই, ২০২১ রাত ১২:৫১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ রাজন ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ১১ ই জুলাই, ২০২১ রাত ১:১৩

সোহানী বলেছেন: দেশে এতো বেশী মাওলানা, এতো বেশী বুদ্ধিজীবি, এতো বেশী জ্ঞানী মানুষ........ তাই এরকম কিছু কথা কইতেই পারে। তাতে কান দেবার কিছু নাই। কি পোষাক পড়বে তা কি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পড়বে?

সবচেয়ে বড় কথা সে অস্কারের মতো জায়গায় গেছে, এটাই সন্মানের।

১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:১৮

স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি । আসলে যারা বলে এসব তাদের জীবনে অর্জন তেমন কিছু নাই। এইজন্যে অন্যের অর্জন দেশের অর্জনে জ্বলে ফালতুগুলি সব। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ১১ ই জুলাই, ২০২১ রাত ১:২৩

কামাল১৮ বলেছেন: না, আমরা মুসলিম রাষ্ট্র না।আমরা সেকুলার গনতান্ত্রিক রাষ্ট্র।বেশিরভাগ নাগরিক ইসলাম ধর্মে বিশ্বাসী।যার ভাবনা যেমন সে তেমন মানুষ।

১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:১৯

স্প্যানকড বলেছেন: আমরা কোন কিছুতে নাই হুদাই উজাই ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হার বডি
হার চয়েস!!

এক কথায় শেষ!!

১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:২০

স্প্যানকড বলেছেন: একদম খাঁটি কথা ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন নুরু ভাই।

৫| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে ইসলামের অবস্থান শুধু নারীদের দেহে, আর দেহ ঢাকা থাকলে চুলে।

পুরুষদের ইসলাম নেই।
পুরুষরা কোট টাই সহ সব পশ্চিমা পোশাক পড়তে পারবে।
৩কোয়াটার, হাফপ্যান্ট, এমনকি লুঙ্গি কাছামেরে খালিগা কোন সমস্যা নেই।
৪-৫ টা বা তার বেশী বিবাহ কোন সমস্যা নাই, যখন তখন তালাক, কোন সমস্যা নেই।
লুচ্চামি পরকিয়া, মানবিক বিবাহ তালাক, ধরা পরলে তাৎক্ষনিক বিবাহ কোন সমস্যা নেই।
ঘরে ৩ বউ রেখে রাতে 'দাসী গমন', কোন সমস্যা নেই।
এমনিতে সারাক্ষন মুখে হারাম হালাল .. বিধর্মিদের সাথে হ্যান্ডসেক করা বিদাত বলে, ছি ছি করে,
কিন্তু বিধর্মি যুদ্ধবন্দি 'গনিমতের মাল' হাতে পেলে সজ্জাসঙ্গি করা করা সমস্যা নেই, দেহে জিব্বা ঢুকালেও হালাল, সে বিধর্মি কাফের হলেও সেটা পুরুষদের জন্য হালাল।

১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:২২

স্প্যানকড বলেছেন: এদের অবস্থা অস্তাগফেরুল্লাহ পাই কই ! ফালতু গুলি মানুষ হবে কবে তাই ভাবি। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৬| ১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:২৬

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের ফেইসবুক মুমিনগণের পরিশ্রম বাড়িয়ে দিলো।

১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:৩৪

স্প্যানকড বলেছেন: একদম ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৭| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৯

ঢাবিয়ান বলেছেন: সব কিছু ধর্মীয় দৃষ্টিকোন দিয়ে না দেখে নিজেরদের সংস্কৃতির দৃষ্টিকোন থেকেও দেখার চেষ্টা করুন। বাধন যেই চরিত্র রুপায়ন করেছে সেই রেহানা মরিয়ম একজন বাঙ্গালী নারী। সিনেমার সেই অত্যন্ত স্ট্রং , সংগ্রামী ও ইন্ডিপেন্ডেন্ট রেহানা মরিয়মকে বাধন যদি কান চলচিত্র উতসবে উপস্থাপন করত তবে সেটা হত দেশের জন্য অনেক বেশি মর্যাদাপুর্ন। এইভাবে পশ্চিমা পোষাক পড়ে লাল গালিচায় হাটার মাঝে আধুনিকতা আছে, পশ্চিমাদের অনুকরন করার প্রবনতা আছে কিন্ত বাঙ্গালী সংস্কৃতি নেই।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৪

স্প্যানকড বলেছেন: বুঝলাম সব।এখন তার কাজ নিয়া আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু পোশাক কেন? সে ওয়েস্টার্ন পড়তে কি পারবে না? পোশাক দিয়ে কি মানুষ বুঝতে পারা যায়? কত নেতা মুজিবকোট পড়ে তাই বলে কি সব মুজিব প্রেমী? বহু আছে গড ফাদার সন্ত্রাসী ! আগের দিন তো তিনি শাড়ী পড়েছিলেন । ভালো থাকবেন এবং সুস্থ নিরাপদে থাকুন।

৮| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৩

শেরজা তপন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। তবে সেখানে সুযোগ ছিল একটু বাঙ্গালী ললনা সাজে যাবার- প্রতিবারতো এমন সুযোগ আসে না।
এমন ছোট-খাট পোষাক পরে অনেকেই সেখানে যায়- বাঁধন তেমন দৃষ্টি আকর্ষন করতে সামর্থ হবে বলে মনে হয় না।

লাল গালিচায় হাটার মুল বিষয়টা সবার দৃষ্টি আকর্ষন করা- এই পোশাক শুধু আমাদের চুলকানি বাড়াবে, আসল কাম তেমন কিচ্ছু হবেনা।
@ ঢাবিয়ান বেশ ভাল কথা বলেছেন।
আপনি এই লেখাটাই উলটো করে দেন- ছিঃ ছিঃ বিচ্ছিরি! গেল গেল সব গেল টাইপের। অনেক সাপোর্টার পেয়ে যাবেন :) :)

* আমরা আমদেরই বুঝলাম না :(

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৯

স্প্যানকড বলেছেন: আসলে আমরা কনফিউজড সব কিছুতে আর উনি একজন নারী তাই আলোচনা সমালোচনা হচ্ছে। তার সাথের কলাকুশলী কি ধুতি পাঞ্জাবী বা পায়জামা পড়েছে? একদম না। তাহলে বাঁধনের পোশাক নিয়ে এত কেন হইচই? ভালো থাকবেন এবং সুস্থ নিরাপদে থাকুন।

৯| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:০১

গফুর ভাই বলেছেন: যে দেশে বুয়েট থেকে মাওলানা বের হয় , ইঞ্জিনিয়ার কম তাহলে এমনটা হবেই।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩১

স্প্যানকড বলেছেন: ধর্মকে সব খানে টেনে এনে বিপদ বাড়ছে বৈ কমছে না। ভালো থাকবেন এবং সুস্থ নিরাপদে থাকুন।

১০| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:১১

আমি সাজিদ বলেছেন: গফুর ভাই, ইঞ্জিনিয়ার হলে কি মাওলানা হওয়া যাবে না? একটা পেশা আরেকটা বিশ্বাস।

১১| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৬

গফুর ভাই বলেছেন: আসলে এক লাইন এ বলাতে এর অর্থ হয়তো বুঝতে পারেন নাই।আমি অনেকটা রুপক অর্থে ব্যবহার করসি। আসঅলে আমাদের দেশে রিয়েল ইন্টেলেকচুয়াল লোকের দারুন অভাব সেটা তার বহিপ্রকাশ আমার মন্তব্যর মাধ্যমে।এ বাংলায় যে লোক যে কাজের কাজি সে কাজ করতেসে নাহ।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৭

স্প্যানকড বলেছেন: ঠিক কইছেন গফুর ভাই । সোসাইটিতে তাই ভেজাল বেড়ে যাচ্ছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১২| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:২৬

অক্পটে বলেছেন: আমাদের দেশে সব আছে মমিনুল হক আছে, অতিমাত্রায় মমিন মুসলমান আছে, পরিমনি আছে, পাওয়ারফুল পুলিশ অফিসার আছে। প্রদীপের মতো নির্দ্ধিধায় মানব হত্যাকারী আছে, রাতের বেলার ডাকাত আছে, আছে দিনের বেলার ডাকাতও। হাজারো ধর্ষণকারী ঘুষখোর লুটেরা আছে। এরা কেউ আমাদের প্রবলেম না।
প্রবলেম হল আজমেরী হক বাঁধন। আসলে উনি ওখানে কেন গিয়েছিলেন। ওয়াজ নছিহতের মাধ্যমে বিধর্মীদের ইসলামের ছায়াতলে সমবেত করার জন্য?

আমাদের যে জাত, আমাদের হজমশক্তি কম। সবসময় আমাদের মাথায় গ্যাস্ট্রিক থাকে। অস্থির হুজুগে আমরা বেদিশা। বদমাশেরা দেখছে বাঁধনকে আর বেঁধে রাখা যায়নি সে কান পর্যন্ত পৌছে গেল ক্যামনে। তার ইচ্ছায় সে যা ভাল মনে করেছে তা পরিধান করেছে, সুস্থ্য মানুষের এটা মাথা ব্যথার কারণ ছিলনা। কেন আগের দিনত সে শাড়ি পড়েছিল সেই ব্যপারে ওদের বয়ান কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.