নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

নসিব !

১১ ই জুলাই, ২০২১ ভোর ৪:২৫

ছবি নেট।

চুতমারানির কেউ কথা রাখে নাই
গনতন্ত্র থেকে শাসন
চিতকারে কাঁপছে খোদার আরশ
একটু ও হিলে নাই রাষ্ট্রীয় ভবন।

চুতমারানির নেতা থেকে আমলা
খাকি পোষাক থেকে কারখানার বড় কর্তা
কেউ কথা রাখে নাই
অংগার শরীর
সব খানকির পুতে দেখে
বাইচা থাকতে
ছোট জাত!
ছোটলোক!
এ শুনে শুনে গেছে 
মন থাইকা কেউ
কাছে টানে নাই।

ফকিন্নির কিসের জনম?
কিসের ভুবন ?
কুকুর শেয়াল আসত ঘরে
বান তুফানে চাল উড়ে
বৃষ্টির জল নয়নের জল
কয়জন আর চিনে?

পায়ে দুই ফিতার চটি
গতরে তেমন দামী কিছু নাই
পকেট খালি
ঘাম জমে
ঘাম শুকায় গায়ে
সব হালায় লুটে।

পেট খালি বারোমাস
দীর্ঘশ্বাস হাঁসফাঁস
ধর্ম কর্ম আমল বলতে তেমন কিছু নাই
যতদুর আছে তা দিয়া কি আর চলে!
তবুও এক বুক আশা
শহীদ মৃত্যু !
চুতমারানির নসিবে যদি জুটে।

১০ জুলাই ২১।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৩

হাবিব বলেছেন:






দ্রোহ থেকে বের হয়ে আসা কথামালা। বাস্তবতার নিরিখে সত্য।

নসীবের ভালো যা কিছু দেখো
তা সবই তোমার কর্ম,
আপনার তরেই সব প্রচেষ্টা
যত আছে ধর্ম ও কর্ম!

১১ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৯

স্প্যানকড বলেছেন: তবুও এক বুক আশা
শহীদ মৃত্যু!
চুতমারানির নসিবে যদি জুটে....

ভালো থাকবেন এবং সুস্থ থাকুন যদিও আমরা কেউ ভালো নাই!

২| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩১

শেরজা তপন বলেছেন: ওরে ভাই এত ক্ষেপলেন ক্যান? :-B

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৫

স্প্যানকড বলেছেন: না ক্ষেইপা উপায় আছে এত গুলা মানুষ পুইড়া মরল ! বিচার কি আর পামু ? ভালো থাকবেন এবং সুস্থ থাকুন তপন দা।

৩| ১৩ ই জুলাই, ২০২১ রাত ১১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখানেও আপনার কবিতায় কিছু শব্দ কানে লাগছে। যে গালি বা শব্দগুলোকে আপনি প্রতিবাদি হিসাবে দেখিয়েছেন, তা প্রতিবাদে সফল নয়!!

১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৮

স্প্যানকড বলেছেন: আজকাল কিছুই সফল হয় না! আর যেগুলো সফল হয় উহা কেন হয় মাথায় আসে না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.