নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দায়ী কে ?

১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৬

ছবি নেট।

সরকার তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে কতদূর? যে সোসাইটি এত এত অভাব নিয়ে দাঁড়িয়ে আছে।অভাবে তো স্বভাব নষ্ট হয়ে আছে সেখানে সকল চেষ্টা বিফলে যায়। এ চরম সত্যি ।

আজ আমার এক বন্ধু কুমিল্লা থেকে ঢাকা আসছে দুই জায়গায় পুলিশ চেকে পড়ছে। সে কি করছে দুই জায়গায় ঘুষ দিয়া ঢাকায় সহিসালামতে আসতে পারছে।

এই যে যাহা বর্ননা করলাম এরকম বহু ঘটনা ঘটছে। নিম্ন আয়ের মানুষের বাইরে যাওয়ার কথা বাদ দিলাম।

এখন যে পুলিশটি ঘুষ খেয়ে ছেড়ে দিল সে কি একবারও ভাবল না লোকটি করোনা পজিটিভ কি না? যদিও আমার বন্ধুর করোনা নাই আলহামদুলিল্লাহ। কিন্তু যার আছে তার কথা বলছি। টাকা দিয়ে ও তো করোনা ছড়ায় এখন কোন করোনা পজিটিভ রোগী ঘুষ দিল আপনি নিলেন। কি হতে পারে ভাবছেন একবার? নিজে মরলেন পুরা পরিবার কে মারার দায়িত্ব নিলেন।

আরেকটা ব্যাপার অনেকে করোনা পজিটিভ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো খবরে পড়লাম এক করোনা পজিটিভ রোগী ব্যাংকে যেয়ে সব কাজকর্ম সেরে আসার সময় বললেন " স্যার! দোয়া করবেন আমার করোনা পজিটিভ! "

আবার অনেকে করোনা পজিটিভ হয়ে লুকিয়ে রাখছে যাতে মারা গেলে অন্তত জানাযায় লোক সমাগম হয়! কি আজব না আমরা!

এখন এ অবস্থায় কি করবেন? দেশ হইল এতদুর ক্ষুদ্র একটা দেশ।জনসংখ্যা রাশিয়ার চেয়ে বেশী! তারপর অশিক্ষা, কুশিক্ষা, ধর্মীয় জ্ঞ্যানের অভাব, পেটে খিদা। নানান অসুখে জর্জরিত এ অবস্থার জন্য আসলে কে দায়ী? আপনি? আমি? আমাদের পুর্বপুরুষ? আমাদের নেতা সম্প্রদায়?

এক কথায় আমরা সবাই দায়ী। আমরা নিজেদের পায়ে কুড়াল মেরে আসছি দীর্ঘদিন ধরে এখন এর ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকি।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: টাকা পেলেই হলো তারা ছেড়ে দিয়েছে কারণ তারা চিনে টাকা। ব্যবসা। পুলিশ আর ডাক্তারদের করোনা সচেতন হওয়া দরকার সবার আগে।

১১ ই জুলাই, ২০২১ রাত ১১:১৩

স্প্যানকড বলেছেন: মরলে আসবে পুরা সচেতনতা ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকুন।

২| ১১ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৮

কামাল১৮ বলেছেন: জনগন সচেতন না হলে পুলিশ সচেতন হবে না।পুলিশ দেশের বাইরের লোক না।

৩| ১২ ই জুলাই, ২০২১ রাত ১:২৮

স্প্যানকড বলেছেন: মগজ সচেতন হওয়া দরকার ঐ টায় সঠিক সার পানি পড়লে সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ১২ ই জুলাই, ২০২১ ভোর ৬:১০

কবিতা ক্থ্য বলেছেন: দায়ী- আমি।
দায়ী- আমরা।
কারে কি বলিবো আমি- নিজে অপরাধী।

১২ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৩

স্প্যানকড বলেছেন: আপনার সাহস আছে তাই স্বীকার করেছেন সবার এ ক্ষমতা নাই । ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৫| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১০:০০

রানার ব্লগ বলেছেন: এটাই স্বাভাবিক যে দেশে মানুষিক দৈন্যতা ও আর্থিক দৈন্যতা উভয়ই বর্তমান সেখানে কোন কছুই সঠিক ভাবে হওয়ার উপায় নাই।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৮

স্প্যানকড বলেছেন: সহমত পোষণ করছি । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৬| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৬

ঢাবিয়ান বলেছেন: এইখানেই সভ্য গনতান্ত্রিক দেশের জনগনের সাথে স্বৈরতান্ত্রিক দেশের জনগনের পার্থক্য। আমার এখানে করোনা কেস পাঁচজন হইলেও জনগন দোষ দেয় সরকাররে যে তারা তাদের দ্বায়িত্ব ঠিকভাবে পালন করছে না। আর আমাদের মত দেশে হাজার হাজারে মৃত্যূ হলেও জনগন দায়ী করে নিজেরে =p~ =p~

পোস্টে যেসব ঘটনার বর্ননা দিয়েছেন তা সব কন্ট্রোল করা সম্ভব যদি ক্ষমতায় থাকে যোগ্য ও সৎ ব্যক্তি।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২০

স্প্যানকড বলেছেন: আছে কি কেউ এত কোটির ভিতর যোগ্য ও সৎ ?? ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.