নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লেখালেখিতে যৌনতা, ব্যক্তিত্ব আর ডি এন এ চেক !

১২ ই জুলাই, ২০২১ ভোর ৬:২৫

ছবি নেট।

লেখালেখিতে যৌনতা সেই আদিকাল থেকে চলে আসছে। বড় বড় কবি সাহিত্যিক এগুলা রচনা করেছেন। আপনি সুশীল যখন এত ভাবেন তখন কি জানেন ঘরে ঘরে কত লোক কামসুত্র জেনে বসে আছে?  বাতস্যায়নের কামসুত্রের কত কপি বিক্রি হয়েছে?

আপনি যদি সায়ন্তনী পুততুন্ড এর ছায়াগ্রহ পড়ে থাকেন অথবা নোবেল বিজয়ী গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের  Love in the time of cholera. তাহলে কইবেন কি? এই লোক চটি লেখক! তাঁদের ডি এন এ তে সমস্যা আছে!
আসলে আপনে মার্কেজ রে ধারন করতে পারেন নি। আপনি সায়ন্তনী পুততুন্ড কে বুজতে পারেন নি যা আপনার ব্যর্থতা।  আপনি মুখোশধারী !

এবার আসি আমাদের দেশী কবি নির্মলেন্দু গুনের কবিতায় যখন তিনি বলেন ,

" যেমন প্রত্যহ মানুষ ঘরের দরোজা খুলেই

দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা, তেমনি প্রত্যহ

শাড়ির দরোজা খুলে স্ত্রীকেও উলঙ্গ করে

দেখে নিতে হয়, ভালো করে দেখে নিতে হয়:

-জঙ্ঘায়, নিতম্বে কিংবা সংরক্ষিত যোনির ভিতরে

অপরের কামনার কোনো কিছু চিহ্ন আছে কিনা। "

পড়ছেন তো! তা এখন তাঁর ব্যাক্তিত্ব নাই? তাঁর ডি এন এ খারাপ? এই আপনার ধারণা উনার সম্পর্কে ?

আরও দিতাছি খাড়ান। যখন এ সময় কার ক্রেজ কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত তাঁর এখনও কবিতায় লিখে

"তোমার কথা ভাবলে আজও পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠে "

তখন কি আপনি অস্তাগফেরুল্লাহ বলে তজবি জপা শুরু করেন? আর ভাবেন ছিঃ! কি অসভ্য কবিতা লিখে। এর ডি এন এ চেক করা দরকার।

তা আপনি গুনি এত সুশীল তাঁদের ধারে কাছের কিছু? উত্তর দেন। উত্তর চাই।চুপ কইরা থাকলে খাড়াইয়া মুখের উপর মুতে দিমু। আমি নষ্ট মানুষ একটু ও দেরি করমু না।

আসলে একটা জোকস মনে পড়ে গেল। এক ছেলে সদ্য বিয়ে করেছে। মাস খানেক হলো এর মধ্যে ওর এক দোস্ত ফোন করল। ফোনের মাঝখানে বিবাহিত ছেলেটি কেঁদে দিল। কারণ জিজ্ঞেস করাতে বলে দিল। আরে ব্যাটা তোর ভাবি প্রেগন্যান্ট! এখন মা, বাবা যদি মারে যে আমি এই মেয়ের সাথে সেক্স করছি!

আপনার হাল ঐ বোকাচোদার মতন। আমার ভাষায় সতী খানকি!

এই যে এক কারখানায় ৫২/৫৩ জন মানুষ আগুনে পুড়ে মারা গেল। গেইট তালা দেয়া ছিল। তা শুনে যখন রাগে আমি লিখলাম,

" চুতমারানির কেউ কথা রাখে নাই
গনতন্ত্র থেকে শাসন
চিতকারে কাঁপছে খোদার আরশ
একটু ও হিলে নাই রাষ্ট্রীয় ভবন।

চুতমারানির নেতা থেকে আমলা
খাকি পোষাক থেকে কারখানার বড় কর্তা
কেউ কথা রাখে নাই
অংগার শরীর
সব খানকির পুতে দেখে
বাইচা থাকতে
ছোট জাত!
ছোটলোক!
এ শুনে শুনে গেছে 
মন থাইকা কেউ
কাছে টানে নাই।

ফকিন্নির কিসের জনম?
কিসের ভুবন ?
কুকুর শেয়াল আসত ঘরে
বান তুফানে চাল উড়ে
বৃষ্টির জল নয়নের জল
কয়জন আর চিনে?

পায়ে দুই ফিতার চটি
গতরে তেমন দামী কিছু নাই
পকেট খালি
ঘাম জমে
ঘাম শুকায় গায়ে
সব হালায় লুটে।

পেট খালি বারোমাস
দীর্ঘশ্বাস হাঁসফাঁস
ধর্ম কর্ম আমল বলতে তেমন কিছু নাই
যতদুর আছে তা দিয়া কি আর চলে?
তবুও এক বুক আশা
শহীদ মৃত্যু !
চুতমারানির নসিবে যদি জুটে। "

আপনার তখন চুলকানি বেড়ে যায়। আবর্জনা লাগে এসব। আপনার মতন কানাচোদা সুশীল সমাজে অনেক বেড়ে গেছে তাই সমাজ গোল্লায় যাচ্ছে। আপনারা আছেন এমন কারখানার মালিক, নেতার পা চেটে জীবন বাঁচাতে। আপনাদের তো এসব কথা তিতা লাগবে স্বাভাবিক!

আমি আমার লেখায় যৌনতা কে খোলাখুলি প্রকাশ করি। পূর্নতা দেই। আপনার সমস্যা হলে দূরে থাকেন।

যাক আপনার মতন সুশীল এর জন্য নয়  যুবক দের জন্য লিখলাম

" তোমার কাম রসে ধুইয়ে ফেলি সমস্ত নষ্টামি "
আর আপনার মতন কানা চোদা সুশীল এর জন্য লিখলাম

কি দারুণ বর্ষাকাল!
পেঁচায় গুনে গাধার বাল!

দয়া করে নিজের ডি এন এ আর ব্যক্তিত্ব চেক করাবেন। আর রাইতের বেলায় স্ত্রীর বস্ত্রে হাত দিবেন না।যৌনতা আপনার জন্য বিলকুল হারাম! অবশ্য এ বয়সে কতদূর আর দাঁড়ায়!













মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ সকাল ৯:৪৯

অক্পটে বলেছেন: সমুচিত জবাব দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। তাকে এ পর্যন্ত কেউ কেউ চেষ্টা করেছে কিন্তু এমন ডোজ আর দিতে পারেনি কেউ।
খুশি হলাম এবং প্রথম হইছি।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১০:০১

স্প্যানকড বলেছেন: প্রথম মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। বিরক্তিকর একটা পারসন যদি এইবার আক্কেল হয়! অবশ্য যার হয়না সাতে তার কি হয় ৭১ এ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছিনা। তবে এ কথা সত্য আপনার লেখায় তেজ আছে।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৪

স্প্যানকড বলেছেন: নবাব সিরাজদৌলা বলেছিলেন " বাঙালি হাসতে জানে না, জানে কাঁদতে! " আমি বলব, হাসুন প্রাণ ভরে। বেজার মুখ আমার ভালো লাগেনা। জীবন যে ক্ষণিকের। অসংখ্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩১

সাসুম বলেছেন: এইগুলা হাবাচন্দ্র। এই মুরুক্কুসুদা রা দুনিয়াতে লাগালাগি ছাড়া আইছে, বিটিভির মত ফুলে ফুলে টোকাটুকি করে। আর হেরা বউর কাপড় উল্টায় না। চুখ বন্ধ করে সহবত করে। এসব দেখা হারাম ।

লেখায় বেজায় পেলাস

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩০

স্প্যানকড বলেছেন: উনারা কেমনে আইছে আল্লাহ ভালো জানে তবে তারিকা মারফত মনে হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন ।

৪| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৫| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১২

জহিরুল সরকার বলেছেন: নির্মলেন্দু গুন মাত্র সেদিন দেহ ত্যাগ করলেন। দেখা যাক 'উলঙ্গ স্ত্রী' 'আর সংরক্ষিত যোনি' র কবিতা পড়ে কতদিন মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

স্প্যানকড বলেছেন: নিজের দিকে খেয়াল দেন নির্মলেন্দু গুন নিয়া নাড়াচাড়া কম করেন । আপনারে কয়জন মনে রাখে সেইটা দেখেন।

৬| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: এক্কেবারে পাইপিং হট লেখা। তবে যেই ডিএনএ বিশেষজ্ঞের জন্য এতো কষ্ট করে লিখলেন, তার এন্টেনাতে সমস্যা আছে, কিছুই ধরা পড়বে না। অপেক্ষা করেন। অচিরেই আমার কথার প্রমাণ পাইবেন। =p~

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

স্প্যানকড বলেছেন: উনার সবকিছু ভোঁতা তয় সাগরেদরা ফালাইতে পারে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৭| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫

শায়মা বলেছেন: এত কিছু জানিনা আমিও ছোট থেকে এমনই শিখেছি এমনই দেখেছি চুপ থাকো এটা পাপ এটা অন্যায় এটা ভুল। তাই তোমার সাথে কেউ অন্যায় করলেও চুপ থাকো। কাউকে ভালোবাসলে ভালো লাগলেও সেটা বলাতেও চুপ থাকো। মেয়ে হলে তো কথাই নেই একদম চুপ। নইলে মা, বোন শ্বাশুড়ি নিজেরাই গলা টিপে ধরে। এমনই দেখেছি এবং স্টিল দেখছি আমাদের দেশে।

বড় হবার সাথে সাথেও এমনটাই মেনেও নিয়েছিও আমরা। বেঁচে থেকেছি কিছু গোড়ামী সীমাবদ্ধতা এবং অন্যায়কেও মেনে নেবার মাঝে। নিজের অজান্তেও মেনে নিয়েছি ভন্ডামীকে। হ্যাঁ এটাকে ভন্ডামীই বলবো আমি।

নিজে অন্যায় করে সাধু সাজে যারা তাদের চাইতে যা করে তা বলার সৎ সাহস যাদের আছে তারাই শ্রেয়।

তাই ভন্ডদের জন্য শুধুই ঘৃনা।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। এয়া শুধু ভন্ড না গলাবাজি ও করে। যা চরম হাস্যকর। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৮| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আরেকটা কথা যা পাপ, অন্যায় সমাজের জন্য বা আমাদের জন্য ভুল মনে হবে তা থেকে যেমনই নিজেকে বিরত রাখা উচিৎ এবং তার পক্ষে যুক্তিও থাকতে হবে। কিন্তু নিজে ভন্ডামী করে অন্যকে নিয়ে মাতবরী করা। হাহ.. করুনা করো এই সব ভন্ডদেরকে।

নির্মলেন্দু গুনকে কে কিভাবে মনে রাখবে সেটা বড় কথা না বড় কথা হলো যে তার নেগেটিভ সমালোচনা করছে সে নিজে কতখানি সাধু বাবা পজিটিভ তা জানা দরকার। :P

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

স্প্যানকড বলেছেন: সাধু বাবা পজিটিভ ! হা হা হা.... ভালো বলছেন আপু।

৯| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৭

রানার ব্লগ বলেছেন: যৌনতা জীবনের অংশ, লেখক কবি সাহিত্যিক সবাই জীবন থেকেই তার তথ্য উপাত্ত নিয়ে থাকেন, মজার একটা তথ্য জানুন বাংলার অনেক লেখকই চিটি সাহিত্য লিখে হাত পাকিয়েছেন। লেখায় যৌনতা থাকাটা অস্বাভাবিক না, কথা হলো কি ভাবে কতটা শৈল্পিক ভাবে যৌনতা প্রকাশ পাচ্ছে।

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫০

স্প্যানকড বলেছেন: গোপন তথ্য ফাঁস করে দিলেন । প্রেমের সাথে কামনা মানে মুদ্রার এপিঠ ওপিঠ । এখন এদের অবস্থা দেখলে মনে হয় উনারা দুনিয়ায় বাতাসে আইসা পড়ছে এত কামেল ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১০| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৪

জটিল ভাই বলেছেন:
কিসব লিখেছেন পড়া যাচ্ছেনা! আপনাকে ১ সপ্তাহের ট্রেইনিং এর জন্য যুক্তরাষ্ট্র পাঠাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এদেশের অনেক দেশপ্রেমিক বিদেশ গিয়া কিছুটা মানুষ হওয়ার চেষ্টা করছে.....

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০১

স্প্যানকড বলেছেন: দেখতাছি দেশ স্বাধীন এর পর থাইকা আছে তবু মানুষ হয় না । দেশপ্রেমিক এর সংগায় এ মাল পড়ে নাকি ! জটিল বাদ !

১১| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫০

সোনালি কাবিন বলেছেন: গায়ে মানে না আপনি মোড়ল টাইপ লোকদের বেদম দিয়েছেন

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৩

স্প্যানকড বলেছেন: এইবার হালকা দিলাম। সামনে বাপ কওয়াইয়া ছাড়মু ! ধন্যবাদ, ভালো থাকবেন।

১২| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: সাবাস বেটা !!!!! একদম হালাল লেখা লিখছ :D









নিচের অংগ মাপ্লেই ডি এন এ র ফ্যাক্ট বাইরায় =p~

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকুন। হা হা হা খাসা কথা বলেছেন।

১৩| ১২ ই জুলাই, ২০২১ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: এর থেকে তীব্র আর সঠিক ভাবে জবাব দেওয়া সম্ভবত না । আপনাকে ধন্যবদ ।
তবে ভোঁতা মস্তিস্কে এই কথা আদৌও ঢুকবে কিনা সন্দেহ ।

পোস্টে প্লাস ।

১৪| ১২ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৪

স্প্যানকড বলেছেন: যার লজ্জা নাই তাকে আর কিচ্ছু বলার নাই।বেহায়া, অকালকুষ্মাণ্ড, নলখাগড়া বলা ছাড়া। ফালতু কোন নাম্বার নাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১৫| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৩

সোনালি কাবিন বলেছেন: বেহায়ারে যতই না করেন, ততই আপনার পদ্যে তার মুখ দেয়া চাই ই চাই। খোয়াড় থেকে বেরুতেই আপনার রসালো পংক্তির টানে এসে সে কমেন্ট করেছে

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৫

স্প্যানকড বলেছেন: বেহায়া তো বেহায়া ! কি আর করা এগুলা আছে বলে মাঝেমধ্যে বিনোদন পাই বিনা পয়সায়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.