নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোমার চাহনি যেন
শংখিনির ছোবল মেরে চলেছে
জানি আমি
আর জানে আমার অন্তর্যামী।
তোমার বিম্বোষ্ঠ
তার ঠিক উপরে যে কালো তিল
যা আমাকে ক্রমশ এক আঁধারে নিয়ে চলে
যেখানে আমি ডুবতে বসি
ভাবতে বসি
ঘুমিয়ে পড়ি অজান্তে
খোয়াবে হঠাৎ!
একটা বাথটাব এসে পড়ে
যার পুরোটা জলে ডোবা
বুদবুদ সাবানের ফেনা।
সকাল সাতটা যথারীতি ঘুম ভাংগে
বাস্তবতার মুখোমুখি
দর্পনে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকি
নিজেকে তখন অচেনা লাগা শুরু হয়
ভয় হয় প্রিয়
বড্ড ভীষণ ভয়
যাতে তোমার আফসোস না জন্মে
চেষ্টা চলে
যতটা হতে পারি একদম পরিপাটি!
তোমাকে আমি
আমার মতন গড়ি
ভাংগি
আবার গড়ি
রবিন্দ্রনাথের মতন চাই না
আমি রবিন্দ্রনাথ নই
হতেও চাই না
আমি কেবল আমি
যে তোমার জন্য ধরে যায় আজীবন বাজি।
অফিস ছুটির পর দীর্ঘক্ষণ হাঁটি
যার শুরুতে তুমি শেষেও তুমি
তুমি আসতে থাকো
মেঘ হয়ে
ভাসতে থাক পদ্মের মতন
ভাবনাগুলিতে তুমি খুব ভালো জট পাকিয়ে
দিব্যি সন্ধ্যা নামিয়ে ছাড়
আমি ক্লান্ত পথিক
পোস্তগোলা ব্রীজের উপর দাঁড়িয়ে
এ শহরকে বিষাদ গিলতে দেখি খুব নীরবে
তুমি রহস্যে ঘেরা
বুড়িগঙ্গার ছলাত ছলাত ঢেউ
যাতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত যে কেউ !
১৩ জুলাই ২১ ( মংগলবার )
১৩ ই জুলাই, ২০২১ সকাল ৮:১৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ কামাল ১৮ । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪১
শেরজা তপন বলেছেন: ভালবাসার ফ্যাক্টরি নিয়ে বসে আছেন
বেশ লিখেছেন তো
১৩ ই জুলাই, ২০২১ সকাল ১১:০১
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভালোবাসার ফ্যাক্টরির কামলা আমি তাই দুই চাইর কথা কই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ তপন দা।
৩| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বরাবরের মতো চমৎকার। আপনার কবিতা না পড়লে ভালোলাগেনা। আপনার লেখার ঢং-টা আমার ভিষন পছন্দ।
১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৩
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই। তাই নাকি ! চেষ্টা করি কি কিছু একটা দাঁড় করাতে। পুরোটা আল্লাহর হাতে তারপর আপনারা আছেন। আপনার আমার লেখা ভালো লাগে এতে আমি বহু খুশী সেজন্য আবারও অনিঃশেষ ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকুন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২১ ভোর ৬:০২
কামাল১৮ বলেছেন: সুন্দর প্রেমের কবিতা।কবিতায় ভালোলাগা