নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
বিকেলটা নিয়ন আলোয় বিদায় হতেই
ভীড় লেগে যায় মিয়া বিবি রেস্তোরাঁয়
দীর্ঘদিন এর ব্যবসা
নানান ধরনের কাস্টমার আসে রোজ
কেউ নিয়মিত কেউ অনিয়মিত।
বুড়োটা ভিতরে ঢুকেই চোখ বুলিয়ে নিল চারপাশে
খাবার এর গন্ধে যে কারো খিদে বেড়ে যাবে
সারি সারি চেয়ার টেবিল
এক কোনায় পুল খেলার আয়োজন
অন্য পাশে বিশাল দুটো ফুলের টব
অবশ্য ফুল গুলি সব প্লাস্টিক আর কাগজের
তার ঠিক উল্টো পথে নারী পুরুষের টয়লেট
এর গা ঘেঁষেই প্যাঁচানো সিঁড়ি
যা উপরে উঠে গেছে।
বুড়োটা আগে আসত মাঝেসাঝে
এখন নিয়মিত
বুড়োটা প্রেমে পড়েছে
সদ্য নিয়োগ প্রাপ্ত ওয়েট্রেস টির
যার বুকের উপরে একটা ব্যাচ
তাতে লিখা জেসিকা।
বুড়োটা অন্যদিকে মনোযোগ দিতে ভুলে যায়
জেসিকার অপেক্ষায়
কখন আসবে সে?
কখন কমবে ওর ব্যস্ততা?
ভিতরে ভিতরে চিতার মতন ছুটছে
জেসিকাকে চাই ওর আজ রাতে অথবা
যে কোন প্রভাতে ।
বুড়োটা একটা ঠান্ডা কোমল পানীয় চেয়ে নিল
আর বিকালের দৈনিক সাথে একটা কলম
ফিসফিস করে ছেলেটিকে বলে দিল
আমি উপরের জানালার ধারের টেবিলে আছি
জেসিকা কে পাঠিয়ে দিও দয়া করে
এর জন্য চশমা পড়া মুজিব ছবি সম্বলিত
কুড়ি টাকা বেশী গেল গচ্চা!
তবুও বুড়োটি খুশী
জেসিকা আসবে খুব শীঘ্রই
আস্তে আস্তে সিঁড়ি ভাংতে ভাংতে
হাঁপিয়ে উঠছে
মনের জোরে ছুটছে
এ দেহ আর কি তা মানে।
দৈনিক এর শিরোনাম
" এ বছর মাঝামাঝি ইরাক থেকে সৈন্য ফেরত আনা হবে "!
তার নীচে স্বামীর পরকীয়া জানতে পেরে স্ত্রীর গলায় ফাঁস।
পুলিশ খুঁজছে স্বামী পলাতক!
এর এক পাশে বিজ্ঞাপন
ছোট লিংগ, ছোট স্তন
আরও বড় করার কৌশল!
বুড়োটি বিরক্ত হয়ে
পৃষ্ঠা উল্টিয়ে
সুডোকুতে মন দেয়ার আপ্রাণ চেষ্টা লাগানোর কসরত করছে
হচ্ছে না
ভিতরে বাহিরে জেসিকা
মনোযোগ তো কেড়ে নিয়েছে সে
ওর মতন বুনো গোলাপ সহজে কি আর মিলে!
উফফ! জেসিকা
বুড়োর কামনা বাসনা সমস্ত ধ্যান।
মিনিট পাঁচেক এর মতন সময় গড়িয়েছে
বুড়োর কাছে লাগছে
এক যুগ বা তারও বেশী
সিঁড়িতে শব্দ শুনতে পাচ্ছে বুড়ো
তাহলে আসছে জেসিকা
উফফ! স্বপনের রাণী
ফ্রেঞ্চ রেড ওয়াইন এর মতন যার নেশা
যেন আন্দালুসিয়ার আকাশে শরত শশী।
এইতো খুব কাছে চলে আসছে হিল জুতোর শব্দ
একদম কাছে
বুড়োর হাত কাঁপছে
বুড়োর পৃথিবী দ্বিগুন গতিতে ছুটছে
বুড়ো এসি চলা সত্বেও ঘামছে
প্রেম বুঝি এমনই
প্রেম বুঝি পাগলাটে ক্ষ্যাপা আজীবন !
বুড়ো উনসত্তুরে এসে তাই ভাবছে!
১৪ জুলাই ২১। ( বুধবার )
১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৫
আমি সাজিদ বলেছেন: হাহা। বেশ।
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৩| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম ভীষণ পাগলাটে আর ক্ষ্যাপা ।
১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২
স্প্যানকড বলেছেন: হুম, একদম। প্রেমে পড়া মানুষ কি যে করে তা সে নিজেও জানে না। ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৪
আরোহী আশা বলেছেন: ভালো