নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মাথার উপরকার সুরুজ
পুব থেকে পশ্চিমে
আবার পশ্চিম থেকে পুবে
কোন পরিবর্তন নাই
আমার প্রেমও তেমন
একই নিয়ম মেনে চলছে
সদা তোমাকে চাই।
তোমাকে ভালোবাসা আমার
নিত্যদিনের অভ্যাস
সহজে ছাড়ছে কি
এ প্রেম!
এ চাওয়া!
মরতে রাজি
তবু তোমাকে চাই।
আমি একটা স্বর্গ গড়ে তুলি
যার এক পাশে নদী
অন্য পাশে পাহাড়
ছোট একখান ঝর্ণা
পাখিদের হইচই মাতামাতি
ঝুল বারান্দায় দাঁড়িয়ে তুমি
খোলা চুল
এক রঙের ব্লাউজ
ফুলের ছবি সম্বলিত শাড়ী
আমার বাঙালি মনিকা বেলুচি!
আমি নীচে
খেটেখুটে আরেকটা
স্বর্গ গড়ার চেষ্টায় ব্যস্ত থাকি
তুমি চেঁচিয়ে বলো
জলদি উপরে এসো
তোমারে চাই
কল্পিত স্বর্গের দরকার নাই।
আমাকে ভাসিয়ে নিয়ে যায় বহুদুর
তোমার নিটোল পায়ের মল
যেখানে সদা রোদ্দুর
জলে ভিজে কাক হয়ে
ঘরে ফেরার তেমন কোন দৃশ্য নাই।
আমার তলপেট থেকে মধ্যপেট
ছুঁয়ে ছুঁয়ে
তুমি নিউরনে লিখে চলেছ
প্রেমের কবিতা
যার কোন থামা থামি নাই !
১৫ জুলাই ২১ ( বৃহস্পতিবার )
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪২
স্প্যানকড বলেছেন: আবার জিগায় ! আমার জীবনে প্রেম আসছে বহুবার। আসে যায় তবে আমার তেমন ক্ষতি হয় নাই কারণ কবিতার প্রেমে আছি অন্যকিছুতে মন নাই আর। ধন্যবাদ আপু। গানটা আজ আবার শুনবো। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৩
আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন। পড়ে ভাল লাগলো। নিরাপদে থাকুন।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আবারো ভালোলাগা। আপনি লিখতে থাকুন। আপনার কবিতার ঢং আমার খুব পছন্দ।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালি ভাই। দোয়া করবেন ইন শা আল্লাহ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৪| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:২১
কবীর হুমায়ূন বলেছেন: কমলা রঙের প্রেম কবির হৃদয়ে
রঙিন ঘাসফুলের ছবি এঁকে যায়।
ভাবনারা হেসে ওঠে কতো কথা ক'য়ে
শব্দগুলো নেচে ওঠে পাহাড়ি ঝর্ণায়।
কবিতা ভালো হয়েছে। শুভ কামনা কবি।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আপনার কবিতাও সুন্দর হয়েছে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৫| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৮
মাসউদুর রহমান রাজন বলেছেন: ভাই মনিকা বেলুচ্চি ছাড়া আর কোন নায়িকার নাম ছিল না? না মানে, আমার তো সমস্যা নাই। অনেকেই আপনার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ আনতে পারে। নামটার মধ্যেই তো একটা ‘লুইচ্চা’ ভাব আছে।
কবিতা সুন্দর হইছে।
১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩১
স্প্যানকড বলেছেন: মরিয়ম নাম দিলেও তারা অভিযোগ দিবে কারণ তাদের মগজ এর মৃত্যু ঘটেছে বলে আমি মনে করি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৬| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৮:২২
শোভন শামস বলেছেন: ইতালি আর বাংলার মেল বন্ধন
১৬ ই জুলাই, ২০২১ ভোর ৪:৪০
স্প্যানকড বলেছেন: হুম, অনেকটা সেইরকম ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেম একবার এসেছিলো জীবনে
আমারো দুয়ারও প্রান্তে
সে তো হায় মৃদু পায় এসেছিলো
পারিনিতো জানতে
গানটা শুনেছেন?
কবিতা পড়ে এই গানটা মনে এলো । ভালো থাকুন