|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
  ছবি নেট। 
আমার কোন কষ্ট নেই
কষ্ট গুলি নষ্ট করেছি
কারো চোখ চোখ রেখে
কারো ঠোঁটে ঠোঁট নেড়ে।  
আমার কোন কষ্ট নেই
কষ্ট গুলি শুকিয়ে নিয়েছি
ফাগুন বাতাসে
ভিজিয়ে নিয়েছি শ্রাবণ জলে। 
আমার কোন কষ্ট নেই
কষ্ট গুলি নষ্ট করেছি
সস্তা বিড়ির ধোঁয়ার সাথে
চায়ের আড্ডায়
রাত দিন খেটে মরে।  
আমার কোন কষ্ট নেই
কষ্ট গুলি না খেয়ে চেঁচায়
হাত পাতে সন্ধ্যা ভোরে। 
আমার কোন কষ্ট নেই
কষ্ট গুলি ছাই চাঁপা  
তাই তো 
ভয়ংকর বাজ আমি 
কষ্টগুলি 
দিব্যি! 
আয়েশি চালে 
এদিক ওদিক ঘুরে। 
আমার কোন কষ্ট নেই
কষ্ট গুলি পালিয়ে গেছে
সকল সীমানা পেরিয়ে 
আসমানের নীলে। 
আমার কোন কষ্ট নেই
সত্যি! 
নাই এক রত্তি 
কষ্ট গুলি কালো 
ভীষণ কালো
গোসল করে কল্পিত ঝিলে।  
পুড়তে চাও
জ্বলতে চাও
তবে 
হাত বাড়াও
দুয়ার খোলা আছে 
সেই কবে থেকে।    
১৫ জুলাই ২১। ( বৃহস্পতিবার ) 
             
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ১৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:২৫
১৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:২৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২|  ১৬ ই জুলাই, ২০২১  সকাল ১০:২১
১৬ ই জুলাই, ২০২১  সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট না থাকলেই ভাল
তয় বিড়ি খাইয়েন না
  ১৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৩২
১৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৩২
স্প্যানকড বলেছেন: এতদূর একটা জীবন এত দুঃখ পোষে কি লাভ ! আমি মদ, গাজা, বিড়ি, পান, ইয়াবা, হালে নতুন আসছে এল এস ডি এগুলার ধারে কাছে নাই । কবিতার কাছে যাই। কবিতারে খাই ( ^ _^ ) ! হা হা হা... মাইন্ড কইরেন না আপু । একটু মজা করলাম আর কি ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩|  ১৬ ই জুলাই, ২০২১  দুপুর ২:১১
১৬ ই জুলাই, ২০২১  দুপুর ২:১১
হাবিব বলেছেন: সহজ সরল সুন্দর
  ১৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৩৩
১৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৩৩
স্প্যানকড বলেছেন: কবিতা এমনই ! ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২১  সকাল ৯:৪০
১৬ ই জুলাই, ২০২১  সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+