নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুমি সার তুমি ছাড়া অসাড় !

২২ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৩

ছবি নেট।

বাইরে ব্জ্রপাত দমকা তুফান
ঝিরিঝিরি বৃষ্টি
এ সময়ই তো
ভালোবাসা তরতাজা হয়।

ভুলতে পারা যায়
সমস্ত কান্না
দীর্ঘদিনের জমা বেদনা
ধুঁয়ে মুছে কড়া রোদে ক্ষয় ।

চলো প্রিয়া,
গভীর চুম্বনে চুম্বনে কাঁপিয়ে তুলি
গোটা বিশ্ব
সোহাগ শৃঙ্গারে
নেচে উঠুক ফের কৈলাস
মৈথুনে মৈথুনে
হারিয়ে ফেলি সমস্ত যম যাতনা ভয়।

এখানে সব মিলে
শরীর থেকে যৌবন
তোমার জন্য পিপাসিত মন
তোমার জন্য ভরা পুর্নিমা
তোমার জন্য আনচান হাঁসফাঁশ ক্ষণ।

ঐ তো রক্তরাগে পৃথিবী সেজেছে
দূরে সরিয়ে দিয়েছে
যত ছিল দুঃখ
এসো প্রিয়া,
সময় বয়ে যায়
দুজন দুজনে হই বন্দি
আজীবন প্রেম হোক
নিত্যদিনের সংগী।

তুমি ছুঁলেই
আমার ভেতরে জনম নেয়
অলৌকিক সব জলপ্রপাত
আমি ভিজতে থাকি
গলতে থাকি
এ আমার গোপন অহংকার।

তুমি ছুঁলেই
আমি আটলান্টা করি পাড়
নক্ষত্র খচিত আসমান হয়ে যায়
একান্ত আমার।

তুমি না ছুঁলে
ভীষণ লজ্জা হচ্ছে
তবুও বলছি,
শোন,
হলুদ বসন্তে বোনা যৌবন
শুষ্ক কংকালসার
পুংদন্ডটি অন্য কামের
পুরোপুরি অসাড় !

২২ জুলাই ২১ ( বৃহস্পতিবার )

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

আল-ইকরাম বলেছেন: ভাই, খুব ভাল লেগেছে আপনার কবিতা। ভেবেছিলাম শুধু লাইক দিব। কিন্তু কিছু না লিখে পারলাম না। আমার ব্লগে আসার নিমন্ত্রণ রইল।

২২ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । খুশী হলাম জেনে আপনার কবিতা টি ভাল লেগেছে। ইন শা আল্লাহ আপনার ব্লগ পড়তে আসব। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ২২ শে জুলাই, ২০২১ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাইজান
কোন সারের মাঝে কোন সাড়
মিলাইয়া কোন ষাড় বানাইলেন
কিছু্ই বুজতাম পারতাছি না!!!

৩| ২২ শে জুলাই, ২০২১ রাত ১০:৪২

স্প্যানকড বলেছেন: কিছুই হয় নাই প্রসেস জারি আছে ! আবার পড়ুন দয়া করে বুঝে যাবেন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ২২ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা
সার = সার হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যু তে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদে বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়।

সাড় = সাড় /বিশেষ্য পদ/ সংজ্ঞা, স্পর্শবোধ; চেতনা, অনুভবশক্তি; বাহ্যজ্ঞান।

অসাড়= অসাড় /বিশেষণ পদ/ অনুভূতিশূন্য, অবশ,

ষাঁড় = ষাঁড় - [বিশেষ্য পদ] বৃষ, ষন্ড, লম্পট পুরুষ। গোঁয়ার ও অসংযত পুরুষ।

এবার আপনি বলুন কোন সারের সাথে কোন সাড় মিশ্রণ করে কোন ষাঁড় বানাইলেন!!

২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:২৯

স্প্যানকড বলেছেন: এই সার হলো প্রেমের সার। বহুত পুষ্টি আছে এতে কিন্তু সবার নসিবে জুটে না। সাড় বলি নাই বলছি অসাড়। কারো প্রেম চাহিয়া প্রেম না পাইলে অনেকে অসাড় হয়ে পড়ে। কোন কিছুতে জুইত পায় না। কোন ষাঁড় এখন অবদি হয় নাই সব ছারখার হইছে। হা হা হা..... দেখি সামনে হয় কি না ! আজকাল যা দিন চলছে..... আসলে এ কবিতায় একজন প্রেমিকের আকুতিভরা ক্রোন্দন তুলে ধরা হয়েছে। যার প্রেমিকা এখন দূরে। যার কথা এমন ঝড় বাদল বৃষ্টির রাতে খুব মনে পড়ছে। তার কথা ভেবে সে খানিক উত্তেজিত হচ্ছে আবার অসাড়তা অনুভব করছে মনে এবং দেহে। এই হইল কাহানী ! এর বেশী কিছু না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক :)

৫| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কবিতার শিরোনামঃ তুমি সার তুমি ছাড়া অসাড় !

ভালোই ব্যখ্য !! প্রেমের সার !! অসাড়ের উপর আবাদ !! =p~

২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৪

স্প্যানকড বলেছেন: ভাই, ভুল কিছু কইছি? প্রেমিকা সার প্রেমিকা আর প্রেম ছাড়া সব অসাড় ! আবাদি থামবে না চলবে ইন শা আল্লাহ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



কামসুত্র পদাবলীর চাহিদা বাড়ছে ব্লগে?

২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:২৪

স্প্যানকড বলেছেন: আপনার কমেন্ট ব্যান উঠে গেছে জানান দিলেন। ভালো লাগলো । এসব জীবনের কথা। কাম শাস্ত্র বা কলা বিশাল কিছু। এর শুরু আছে শেষ নাই। আপনি হারাইয়া যাইবেন কিন্তু কুল কিনারা পাইবেন না। মরার পরও বিদ্যমান ! এখন আপনার যদি সব অসাড় হয়ে যায় কেমনে কি ? ব্লগে বহু কিছুর চাহিদা বাড়ছে যোগান দিতে আপনি কি পারছেন ? সে যাই হোক পদাবলী পড়তে থাকুন গরম গরম শ্বাস ছাড়ুন কারণ আপনার যা বয়স!

৭| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:২৯

সোনালি কাবিন বলেছেন: কীসব যে লেখেন না, হেতির তো মনে হয় প্যান্ট ভিজে গেছে, তাই কী বলতে কী বলছে :`>

৮| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:২৬

স্প্যানকড বলেছেন: :) :) =p~ =p~

৯| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:৫৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১০| ২৫ শে জুলাই, ২০২১ ভোর ৪:০৭

সোনালি কাবিন বলেছেন: ইসসিরে! খোঁয়াড় থেকে বেরুতে না বেরুতেই দুদুটি বন চটকানা! =p~ =p~

১১| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫৩

স্প্যানকড বলেছেন: এতো সিডকা পোকা ! :) ১৭ বছর ঘুম শেষে মাটির উপরে এসে যেমন চিতকার করে মারা যায় এর হাল অমন! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.