নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এ শহরে কত বাড়িঘর
এর সঠিক তথ্য জানা নেই
তবে কত লোক অবস্থান করছে
তার একটা আন্দাজ করতে পারি।
যে সড়ক টা
অনেক দূরে গিয়ে নদীগর্ভে ঠাঁই নিল
ও হয়তো জানে
কতটা অসুখে সবাই হাসে!
কতটা মুখোশে সবাই বাঁচে !
সড়কটার চারপাশে
চোখ ধাঁধানো সব দালান,
রেস্তোরাঁ, অফিস
বুকে ধুলো কাঁদা জমা সকাল বিকাল
বহু লোকের সমাগম
সবাই ছুটছে
ছুটছে কেবল
এত খিদে এ মানবকুলের
যার বুঝি কোন অন্ত নেই।
এ শহরের বৃক্ষগুলি টিকে আছে কোনমতে
পাখিদের কিচির মিচির
গাড়ির হর্ণে
পৌছে না কর্ণে
ওদের দেখেনি সংগমে মেতে উঠতে বহুদিন।
এখন রাত বেড়ে গেছে
আস্তে আস্তে নগ্ন হতে শুরু করেছে অনেকে
খোলস ভেংগে আসতে পেরেছে
ক্রীতদাস থেকে বাদশা
তুমি, আমি খুব নিকটে
একই বৃত্তে ঘুরে মরছি
জ্বলে উঠা দিয়াশলাই কাঠি
বদলে দিচ্ছি ঠোঁটে ঠোঁটে
সমস্ত জিওগ্রাফি!
২৩ জুলাই ২১। ( শুক্রবার )
২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:১০
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ কামাল১৮ । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৪ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ২:৪৪
কামাল১৮ বলেছেন: পড়লাম এবং ভালো লেগেছে।