নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ট্রেনের হুইশেলে আচমকা হুশ ফিরে
নইলে এতক্ষণ ধরে নিউরনে তুমি ছিলে
হাঁটতে থাকা সময়
লাল সুরুজ এর সনে
পাল্লা দিয়ে ছুটে।
আমি বরাবর উপভোগ করতে শিখে গেছি উপচে পড়া প্রেম আর বিষাদে ভরা বিরহ।
দুটোই মনে হয় রেল লাইন।
একবার এর উপর চড়ছি পরক্ষণেই অপরটির।
এভাবেই চলবে
এভাবেই একদিন ফুস!
যেমন সুতো ছেঁড়া ঘুড়ি
যখন এ ভাবনা গুলি খুব মগজ গিলে খাচ্ছে
ঠিক তখনই আমার মুঠোফোন কয়েকবার কেঁপে থেমে গেল।
অনেকটা মুতা শেষে শরীর ঝাঁকুনি দেয়ার মতন।
অনিচ্ছা সত্ত্বেও মুঠোফোন বের করলাম।
ঘামে ভেজা স্ক্রিনে যে রমনীর নামটি দেখতে পেলাম।
তার সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে।
কাঁপা হাতে ধুকপুক বুক
তবুও দীর্ঘ একটা শ্বাস ফেলে বোতাম গুলি টিপতে শুরু করে দিলাম
শূন্য, এক, সাত, পাঁচ, নয়, দুই...
এদিকে নিউরনে দাপিয়ে বেড়াচ্ছে
এক দল মেঘ
আমি তোমার পেছন পেছন
একটু ফুরসত নেই
শুধু অন্তহীন ছুটে চলা
যেন থ্রি নট থ্রি রাইফেলের বাট ছুঁয়ে
ক্রমশ খুন হতে প্রস্তুত
হে নারী!
ট্রিগার চেপে ধর
দেখি ,
কাংখিত রক্ত
আর অবসন্ন নোংরা শরীর !
২৪ জুলাই ২১। ( শনিবার )
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। সেই চেষ্টাই করি যাপিত জীবনের গল্প বলি । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪০
শোভন শামস বলেছেন: লিখে যান, জীবনের কথামালার প্রবাহ কবিতা