নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চিঠি ।

২৬ শে জুলাই, ২০২১ ভোর ৪:৫২

ছবি নেট।

প্রিয়, 
কেমন আছ?
জানি একটা বাজে সময় যাচ্ছে
কেউ নেই ভালো 
কারো মুখে নেই
পুরনো হাসি সেই।

একটা শব্দহীন টানেল এর ভেতর দিয়ে
ছুটে চলছি সকলে
কোন বিশ্রাম নেই
ঘুম নেই
চাওয়া নেই
পাওয়া নেই
শুধু
অন্তহীন ছুটে মরা
কি বিশ্রী এসব!
যা মৃত্যু থেকে তীব্র বেদনাদায়ক
সুখ আমাদের বিপরীত
এর ধারেকাছে আমরা কেউ নেই।

প্রিয়,
জানতে ইচ্ছে করেনা
আমি কেমন আছি?
উপোষ আছি?
না,
দুবেলা খেতে পারছি?
জানো,
আমার জং পড়া হ্যাংগারে
তোমার দেয়া ফতুয়া ঝুলে
বাতাসে নড়ে
রোদ এলে ওর ছায়া পড়ে
দেয়ালের একটা অংশ জুড়ে।

প্রিয়,
মটর দানার মতন ক্ষুদ্র জীবন
শুকিয়ে আঁচার এর ন্যায়
একটা বয়ামে বন্দি 
বিন্দু বিন্দু প্রেম এখন
বাষ্পের সনে উড়ে বেড়ায়
দুঃখের সনে রোজ করে সন্ধি।

প্রিয়,
ইদানীং,
শব্দগুলি চুপ হতে হয় কেমন করে
সে ট্রেনিং এ বড্ড ব্যস্ত
জানি না আবার কবে হচ্ছি এক
কদমে কদমে ফিরবে ছন্দ
আবার কবে
শিমুল ডালে ডাকবে কোকিল
কচি বাঁশঝাড় এ পড়বে জমা
অল্প শিশির।

ভালো থেকো প্রিয়
যতটা পারা যায়
যাপিত জীবন বুঝি
আঁধারে সার্কাস দেখায়
ঝর্ণার বুকে ফ্যাকাশে রোদ্দুর হায় !

২৬ জুলাই ২১। ( সোমবার )




মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর প্রেমময় চিঠি লিখেছেন। আশা করি শীঘ্রই জবাব পাবেন। তবে ই মেইল পাঠালে আরও তাড়াতাড়ি জবাব পেতেন। আপনার চিঠি কবিতা পড়ে আমার জগন্ময় মিত্রের গান 'চিঠির' কথা মনে পড়ে গেল।

বলেছিলে তাই চিঠি লিখে যাই,
কথা আর সুরে সুরে
মন বলে তুমি রয়েছ যে কাছে,
আঁখি বলে কত দূরে!
তুমি আজ কত দূরে?

আর যে ললনার ছবি দিয়েছেন তাকে দেখে বাঙালি মনে হচ্ছে না। বাঙালি সাজে কোন বঙ্গ ললনার ছবি থাকলে ভালো হতো।

২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এখন ই মেইল এর চেয়ে দ্রুত ম্যসেঞ্জার।সেখানে খোঁচা দিয়ে দেখমু নে। জগন্ময় মিত্রের গানটি এককালে খুব শুনেছি। বাঙালি ললনার ছবি দিব কোনদিন ইন শা আল্লাহ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২২

শোভন শামস বলেছেন: সুন্দর কবিতার চিঠি
সাথে থাকবেন।ধন্যবাদ

২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৫

স্প্যানকড বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৩| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালৈা লাগলো । সবাই সুখে থাকুন

২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, সবাই সুখে থাকে না। ভান করে সুখে আছে এই যা ! কবি নাজিম হিকমতের সুখ নিয়া একটা কবিতা আছে পড়ে দেখতে পারেন । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: প্রিয়রা ভালো নেই।

কিন্তু ভালো থাকে ......


তাইনা ???

২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২১

স্প্যানকড বলেছেন: ভালো থাকার নির্দিষ্ট কোন সংগা নেই। ছোট বেলায় লাটিম, নাটাই, ঘুড়ি, মার্বেল পাইলে নিজেরে দুনিয়ার সবচেয়ে সুখি বা ভালো আছি মানুষ ভাবতাম ! এখন কত কিছু পাই তবু সেই ভালো আছি অনুভূতি নাই। বলতে পারেন দিন কে দিন ভোঁতা হয়ে গেছে ক্রমশ । সে যাই হোক। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.