নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
দিনের শুরুতে
এক কাপ লাল চা
পাউরুটি টোস্ট
সবশেষে চুইংগাম চিবুতে চিবুতে
ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়ে
আমি নিশ্চিন্তে হাফ ছেড়ে বাঁচি
হাসতে থাকি
হাসির শব্দ এ গ্যালাক্সি ছুঁয়ে
সোজা খোদার আরশের সামনে ধরাশায়ী
আমাকে বাঁচতে হবে
তোমার চুমুর আশায়
বোতাম খসে পড়া শার্টে
নতুন আরেকটি বোতাম।
এখন হাতে কিছু নেই
নতমুখী সারস আমি
দৈনিকের পাতায় চোখ বুলিয়ে
অস্থির হয়ে একটা আইসক্রিম
মুখে ঠেসে
ভেতর শীতল করার ব্যর্থ চেষ্টায় লেগে আছি।
আমাকে বাঁচতে হবে
তোমার আংগুলে আংগুল রাখার আশায়
চোখে চোখ রেখে ভেসে যাওয়ার আশায়
ঢাকা থেকে মিসিসিপির আসমানে একই মেঘ ধরে রাখার আশায়।
শ্রমজীবী মেয়েদের মুখ
খুব ভালো করে লক্ষ্য করি
ঘামে চিটচিট
পরিশ্রান্ত শরীর থেকে মাছের আঁশটের মতন গন্ধ
ফুলের গায়ে এ কেমন মানিয়ে গেল
তা নিয়ে ভাবনায়
রাজধানীর বুকে নিয়ন দেখি।
মাঝেসাঝে ভাবি
পূর্নিমার চাঁদ টা বগল দাবা করি
চাহিবা মাত্র পেয়ে যাবে তুমি
নীল জোছনায় এলোমেলো চুলে
এ এক অন্য তুমি !
রাতের খাবার কালে
পড়শীর উঁচু গলার কথা গিলতে থাকি
একটা লংকা ডলতে ডলতে
পাহাড় ঠেলা শুরু করি
এই তবে সংসার!
এর জন্য জীবন!
হুইশেল দেয় ইন্টার এক্সপ্রেস খুব দ্রুতগামী।
যথারীতি হাজার বারোশ স্কয়ার ফিটের
অগোছালো কামরায়
চোরের মতন সতর্ক অবলম্বন করে
ঢুকে পড়ি
পাঁচ হাত বাই পাঁচ হাত খাটে শুয়ে
চোখ বুজে
তোমার আশায়
দীর্ঘক্ষণ অপেক্ষা করছি।
২৭ জুলাই ২১। ( মংগলবার )
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৪
স্প্যানকড বলেছেন: প্রতিষ্ঠিত কবি হলে সবকিছু জায়েজ হয়ে যায় ? আমি কবি নই। দোষে গুনে মানুষ। যে কি না অল্পতে খুশি অল্পতে হাসে।
যে বিকেল বলে দিয়েছে
আবার ফিরবে সকাল
সে বিকেল এর কসম
চারা বোনা রোদ্দুরে
কবিতা মোর ক্ষত মোছার মলম !
ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
২| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এক তুমির জন্য এত লংকা কান্ড।
#সাড়ে চুয়াত্তর ভাইয়ের মন্তব্য পছন্দ হইছে। প্রেম নিয়ে লিখেন গভীরে যাওয়ার দরকার নাই। গভীর হলো গোপন জিনিস যা একান্তই যার যার ব্যাপার।
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪০
স্প্যানকড বলেছেন: তুমি না থাকলে
সকাল টা এতো মিষ্টি হতো না
মেঘ করে যেতো
বৃষ্টি হতো না। ( অঞ্জন দত্তের গান ) । এইবার বুঝেন তুমির কি শক্তি ! গোপন জিনিস গোপন থাক প্রকাশ হলে নাপাক ! আমার ও সাড়ে চুয়াত্তর ভাই এর কথা ভালো লাগছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৮
মিরোরডডল বলেছেন:
আমাকে বাঁচতে হবে
তোমার আংগুলে আংগুল রাখার আশায়
চোখে চোখ রেখে ভেসে যাওয়ার আশায়
বাহ !
একটা বিষয় খুব মজা পাই দেখে । ছবিপু আর সাচু দুজনেই অনেক ধার্মিক ও কনজারভেটিভ ।
একইসাথে তারা দুজন স্প্যাঙ্কডের খুল্লামখুল্লা কবিতাও পড়ে আবার কমেন্টও করে
যে কমেন্টগুলো খুব মজার হয় । এ দুজন মানুষকে আমার খুব সহজসরল মনে হয় আর তাই ওদেরকে অনেক পছন্দ করি ।
স্প্যাঙ্কডের কবিতাও পছন্দ করি ।
২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫৫
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিরোরডল আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ছবি আপু, সাড়ে চুয়াত্তর তাদের কে আমার খুব ভালো লাগে। মাঝেসাঝে শাসন করে। এগুলা জীবনের অংশ হিসেবে গেঁথে রাখি অন্তর এর গভীরে। উপভোগ করি। জীবব তো খুব ক্ষুদ্র তাই আফসোস ও করি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৪| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিররডডল- স্প্যানকড ভাইয়ের কবিতা লেখার হাত ভালো নিঃসন্দেহে। কিন্তু ওনার এক্স রেটেড কবিতা হজম করতে পারি না। তাই ওনাকে বলেছি যে এগুলি কম লিখতে। বেশী লিখলে মানুষ ওনার সম্পর্কে খারাপ ধারণা করবে। প্রেমের সব কিছু প্রকাশ করতে হয় না। অপ্রকাশিত অনুভুতি প্রকাশিত অনুভুতির চেয়ে বেশী আকর্ষণ তৈরি করতে পারে। বিখ্যাত, অবিখ্যাত সব কবিরাই উত্তেজনার এক পর্যায়ে এই ধরণের কবিতা প্রসব করে ফেলেন। এই ব্যাপারে মাহাত্মা গান্ধী বলেছেন যে তারা যেন এই রকম উত্তেজনা জাগ্রত হোলে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করে নেয়।
আপনি যেমন আমাদের পছন্দ করেন আমরাও তেমন আপনাকে পছন্দ করি। আপনারা অনেক উদার পরিবেশে থাকেন তাই সব কিছু আপনাদের হজম হয়। আমাদের হজম করতে গেলে পেটে গণ্ডগোল হয়, এই যা। তবে খাঁটি কবিতা এবং সাহিত্য আমি পছন্দ করি। কোনটা ভালো কোনটা খারাপ তা বুঝতে পারি। ভালো থাকবেন।
২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৫
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। মিরোরডল উনাকেও আমার পছন্দ হয় সোজা কথা বলে ফেলেন কোন ভনিতা রাখে না।
৫| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো কবিতা। প্রেমের বেশী গভীরে না যাওয়ার জন্য ধন্যবাদ। নারীর চুল, বক্ষ, কোমর নিয়ে পরে লিখবেন। আগে মার্কেটে নিজের অবস্থান ঠিক করে নেন। তখন যা লিখবেন তাই হট কেক। অবশ্য ইতিমধ্যেই আপনি প্রতিষ্ঠিত কবি কি না জানি না। ভুল হোলে ক্ষমা করবেন।