নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চুমু খেতে এক রত্তি পয়সা খরচা হয় না !

২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৬

শিল্পী মনিকা লুনিয়াক ।

তোমাকে কিছু গল্প বলার জন্য বেঁচে থাকা
নইলে
কবে শেষ হয়ে যেতাম
মরু দেখেছ?
শুধু বালু জমা করেছে
এছাড়া কিচ্ছু নেই
একদম ফাঁকা ।

ধরা দাও নারী
ধরা দাও
ক্ষয় হতে চলেছি
পুড়ে যাচ্ছি
গায়ে গতরে ভীষণ জ্বর
ধরা দাও নারী
ধরা দাও
ডুবতে চলেছি
শেকলে বাঁধা
যেন
বাঁচতে চাওয়া কলম্বাসের মুখখানি।

আমার কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকে পড়ে
হাওয়া ও আসে
কম বেশী মিলে
ধুলো জমে
বৃষ্টি এসে বারেবারে মুছে
যতদুর চোখ যায়
যান্ত্রিকতা ধরা পড়ে
তুমি ধরা দাও না
কথা শোন না
এমন কি বলো না
কিসের এত জেদ
এ তোমার কিসের অসুখ
আমাকে পুড়িয়ে মারছ
নির্ঘুম লাল চোখ।

গরম ফুরিয়ে বর্ষা শরত বসন্ত আসে
সব শেষে হাড় কাঁপুনি শীত
ধরা দাও নারী
ধরা দাও
আমিও বেঁধে ফেলি
নিঃসংগতার ভেতর হাজার প্রেম গীত।

জলজ মহিষের মতন
বিলুপ্ত হতে চলেছি
আমার শব্দগুলি বাষ্পীয় নিরুত্তাপ
নিত্যকার সকাল
বিরহ ছবি আঁকে
ধরা দাও নারী
ধরা দাও
তুমি আমার শেষ আশ্রয়
ভিজিটিং কার্ড
নতুন ঠিকানা
জানো তো,
চুমু খেতে এক রত্তি পয়সা খরচা হয় না !

২৭ জুলাই ২১। ( মংগলবার )

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধরা দিবে তারপর না চুমা খাবেন। আগে ধরা দিক তারপর যা মন চায় কইরেন। তবে চুমার লোভে তাড়াতাড়ি ধরা দিতে পারে। সেই হিসাবে কবিতার নাম ও বর্ণনা ঠিক আছে।

তবে প্রেমিকারা কিন্তু প্রেমিকদের অন্য ভাবে ভাঙ্গানি দেয়। তাই চুমু খাইতে পয়সা না লাগলেও প্রেমিকা পুষতে পয়সা থাকা লাগে। তাদের নিয়ে নিত্য নতুন রেস্টুরেন্টে যাইতে হয় আরও কত কি। আপনি ভালো জানবেন। আমি এই ব্যাপারে একেবারেই আনাড়ি। তারপরও একটা চুমার জন্য প্রেমিক অনেক কিছুই করতে পারে। আপনার কবিতা পড়লে ধরা না দিয়া যাবে কই। ধরা দেয়ার পর আরেকটা কবিতা দিয়েন। সেইটার নাম দিবেন। 'ধরসি ধরসি'। :)

২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০

স্প্যানকড বলেছেন: কথা ঠিকই কইছেন ধরা ই দেয় না। চুমা তো দূর কি বাত ! মানে মা আছে নানির পেটে এই হাল আর কি! সহজে যে ধরা দেয় আমি আবার তার কাছে সহজে ধরা দেই না। বন্ধ দুয়ার পছন্দ করি খোলা দুয়ারে যে কেউ হানা দিতে পারে তাই না ! আনাড়ি হইয়া অনেক গোপন কিছু ফাঁস করে দিচ্ছেন সন্দেহ হচ্ছে কিন্তু ! আসলে আছে না " কি যাতনা বিষে বুঝিবে সে কিসে ....... " অমন অবস্থা চলছে। দোয়া কইরেন। এ বাজারে যে হাল তা ভাবলে কমে যায় আয়ুকাল । ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। মিষ্টি হাহাকার!

২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । যাপিত জীবনে কিছুটা হাহাকার থাকা দরকার। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০

ইসিয়াক বলেছেন: বাহ!

২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৪| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৫| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: তাকে কিছু গল্প বলার জন্যই এখনও বেঁচে থাকা
তাকে চুমু খাওয়ার জন্যই এতো অপেক্ষা ...


হাহাকার কবিতায় আর আমার ভেতরেও । কবে জানি এই অপেক্ষার সমাপ্তি হয় !!

২৮ শে জুলাই, ২০২১ রাত ১:৫৩

স্প্যানকড বলেছেন: কোন সমাপ্তি নেই শুধুই হাহাকার ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৬

মাসউদুর রহমান রাজন বলেছেন: চুমা খাইলে কি ভাই জ্বর নামে?

আপনি চুমা খাওয়ার পর বিষয়টা একটু জানায়েন। তাইলে জ্বর উঠলে ঘরোয়া পদ্ধতিতে এই চিকিৎসাটা চালানো যায়। ;)

সুন্দর কবিতা লেখছেন। পড়তে ভালো লাগছে।

২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:০৬

স্প্যানকড বলেছেন: আমার তো কমে যায় ! ট্রাই কইরেন। ভেতরের জ্বর কমে। বাহ্যিক নিয়া চিন্তা করি না খাঁচার আর কি দাম আছে ? অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৭| ২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৭

শোভন শামস বলেছেন: ভাল লিখেছেন

২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:০৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৮| ২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৬

কাওসার মাহমুদ বলেছেন: পদ্ধতিটা খারাপ না।

২৮ শে জুলাই, ২০২১ রাত ৮:০৮

স্প্যানকড বলেছেন: ট্রাই কইরেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.