নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চলমান খন্ড চিত্র !

২৮ শে জুলাই, ২০২১ ভোর ৫:৩৯

ছবি নেট ।

যে সেলিব্রিটিকে দেখছ
হাসিমুখে তাকিয়ে আছে
ঘন্টার পর ঘন্টা সংলাপ বলছে
এক কথায় বলতে গেলে
উনি আসল নকল
সবমিলিয়ে জট পাকিয়ে
বোকার মতন একটা বাক্স হাতে
প্রেমের ঢোল পেটাচ্ছে ।

এ শহর অনেক কিছু প্রকাশ করে
অনেক কিছু গোপন রাখতে জানে
যে মেয়েটি সবচেয়ে বেশী স্বপ্ন বুনে
বেঁচে আছে
যে এসেছিল মানুষ হবে বলে
সে আজ বহু হোটেল রুমে রাত্রিযাপন করে
সকালে ফার্মাসিতে মায়ের দাওয়াই খোঁজে
এস্কর্ট গার্ল হিসেবে গুগল জানে !

যে লোকটি মাঝ রাত অবদি রিক্সা দৌড়ে
ঘরে ফিরে ঘুমন্ত ছেলের মুখ চুমে
ঘাম শুকাতে শুকাতে ভাত মাখে
সে জানে
এখানে হায়েনা বেশে কত সাহেব হাঁটে
কত রেটের বেটিং চলে
সরাবে নারীতে হৈ-হুল্লোড় জমজমাট
একেকটা রাত নামে।

সত্যি বলতে কি !
এখানে মুখ এর চেয়ে মুখোশ দামী
সংবিধান শুধু মগজ বিক্রির সুত্রতে ঠাসা
এসব কি ওতে মিলে?
জানতে হলে
চোখ খুলতে হয়
কান খাড়া রাখতে হয়
সোসাইটিতে মানুষ কম
মাছের সংখ্যা বেশী
দানব হাংগর, রুই, কাতলা থেকে বোয়াল, পুটি !

২৮ জুলাই ২১ ( বুধবার )

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো একটা মুখোশ দরকার। মুখোশের আড়াল থাকলে ভণ্ডামি করা সহজ। কবিতা ভালো লাগলো।

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৭

স্প্যানকড বলেছেন: দরকার নাই মুখোশ যেমন আছেন তেমন থাকেন প্লিজ । সবাই সবকিছু পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

২| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এ শহর অনেক কিছু প্রকাশ করে
অনেক কিছু গোপন রাখতে জানে


একদম খাঁটি কথা।

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.