নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জুলাই মাস যায় তুমি কোথায় হায় !

২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:০৬

ছবি নেট।

জুলাই মাসের ভোর
গলে শিশির
ফুটছে কত ফুল
ইটালিয়ান কফি,
রুটি টোস্ট
কোথায় তুমি
জমছে বিরহ জবরদস্ত।

জুলাই মাস হা হুতাশ দুপুর
পিচ গলা রোদ্দুর
হাত বাড়াই
কাছে না পাই
তুমি কেন এতো দূর?

এখন,
চাইছি ভীষণ তোমার সংগ
যাচ্ছে জ্বলে
মন সহ গোটা অংগ
কাঁপছে তোমার অধর
আমার তো
হয়ে যাচ্ছে খবর
গায়ে শখানেক জ্বর!

জুলাই মাসের শেষের দিকের বিকেল
ফুরাচ্ছে সময়
সিগারেটে দম
আসছ না তুমি
বেঁচে আছি
মনে হচ্ছে হাজত জেল !

জুলাই মাস
ধুলো জমা নিয়ন সন্ধ্যা
বইছে বাতাস মন্দা
ছুটছে জোনাক
নিভু নিভু জ্বলে গ্রহ তারা
আসছ না তুমি
আমি দিশেহারা।

জুলাই মাস
কালো নাগিন বেশে রাত
এপাশ ওপাশ চিত কাত
হাওয়া দিচ্ছে ভীষণ ঝাপটা
তোমার শোকে
মন মরা চ্যাপ্টা
এসো জলদি
বাইরে বড্ড
বড্ড বৃষ্টি পাত!

২৯ জুলাই ২১। ( বৃহস্পতিবার )

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৯

মাসউদুর রহমান রাজন বলেছেন: জ্বর তো দেখি যাচ্ছেই না।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৩

স্প্যানকড বলেছেন: ঘরোয়া থেরাপি চালু করেন ! কমে যাবে ইন শা আল্লাহ। বাড়তে বাড়তে সব কমে চোখ বুজে এই ভাবুন । ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৮

মাসউদুর রহমান রাজন বলেছেন: আরে ভাই, আমি তো আমার কথা কই নাই। আপনের কথা কইছি। আপনের তো জ্বর যাইতেছে না।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৩:৪৯

স্প্যানকড বলেছেন: এ জ্বর থাকুক ! বলতে পারেন ইচ্ছে করে জিইয়ে রাখছি ! জ্বর গেলে মন মরা চ্যাপ্টা ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৩| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১:৩৬

সুদীপ কুমার বলেছেন: মন মরা চ্যাপ্টা-নতুনত্ব পেলাম।
ভালোলাগা রইলো।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৩:৫০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৪| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রত্যেক মাস নিয়ে একটা কবিতা লিখে ফেলেন। ব্লগার খায়রুল আহসান ভাইয়ের অনুবাদকৃত অনুবাদ কবিতাঃ জুলাই এই কবিতাটা দেখতে পারেন। মূল কবিতা যিনি লিখেছেন তিনি ১২ মাস নিয়ে অনেক কবিতা লিখেছেন এবং তার এই ধরণের কবিতার সংকলনের নাম দিয়েছেন ' The Months'। ওই মহিলা কবির নাম হেনরিয়েটা করডেলিয়া।

৩০ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপনাকে।অনেক কিছু জানতে পারলাম। আরে না আমি কি সেইসব পারুম নাকি ! যা আছি তাই থাকি । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৫| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৯

হাবিব বলেছেন: সুন্দর হয়েছে।

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.