নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
দীপান্বিতা,
কার অভিসারের আশায়
তুমি হঠাৎ চঞ্চল
ছুটাছুটি
ঘেমে ঘেমে অস্থির।
দীপান্বিতা,
এক কাজ কর
দরজাটা লক করে
বেমালুম ভুলে যাও চাবির কথা
ঠোঁটে ঠোঁট
হয়ে যাক শাট ডাউন
উষ্ণতা বসত করুক ক্ষণে ক্ষণে।
বিশ্রী এসব চলমান রাত দিন
পালিয়ে যাক মেঘের ভাঁজে
হোক মুক্ত অবসাদ
তোমার নেশায় হই চুর।
দীপান্বিতা,
মৌসুম আসবে যাবে
ফুলে ফলে রসে
প্রেম এক আগ্নেয়গিরি
যা কোনদিন শান্ত হয় না
তুমি ভাবছ মিছে।
দীপান্বিতা ধরা দাও
জানি আমি
তুমি সেই সীতা
তুমি
সেই ঠা-ঠা ভালবাসা
পুরনো আমার রোদ্দুর !
৩০ জুলাই ২১। ( শুক্রবার )
৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২
স্প্যানকড বলেছেন: আপনার ভালো লাগছে ! এই লকডাউনে ইহাই উত্তম থেরাপি। চালিয়ে যেতে পারলে মন্দ নয়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।
২| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো লঙ্কা কাণ্ড বাধাই দিবেন দেখছি। আপনার সীতার উপর তো রাম ছাড়া আরও কারো বৈধ অধিকার নাই। রাবণ তারে অপহরন কইরা লঙ্কায় নিয়া যায়। আপনি সীতারে রুমে লক কইরা প্রেম ভালোবাসা করতে চান আপনার সাহস তো কম না। হাম তুম এক কামরে মে বান্দ হো অর চাবি খো যায়। ববি সিনেমার এই গান থেকে অনুপ্রাণিত হইয়া মনে হয় কবিতাটা লিখছেন। রাম আর লক্ষ্মণ টের পাইলে খবর আছে। আর কাজটা ঠিক হইতেসে কি না সেই নৈতিক দিকটাও একটু ভাইবা দেইখেন। সীতা অরিজিনাল কি না আমার তো সন্দেহ হইতেসে। সীতা তো দেবী লক্ষ্মীর অবতার। সীতার তো যারতার সাথে ফষ্টি নষ্টি করার কথা না।
প্রেমের নেশায় ঘামাই যায় এইটাও শুনি নাই।
৩০ শে জুলাই, ২০২১ রাত ৮:০৬
স্প্যানকড বলেছেন: আমি রাম আমি রাবন সুতরাং সীতা যাইব কই ? না, ঐ গানটা শুনে অনুপ্রাণিত হয়ে লিখি নাই। সীতার কথা মনে করে লিখে ফেললাম তবু সেন্সর করছি নইলে তো অন্য কান্ড ঘটে যেতো । আয় হায় কন কি প্রেমে মানুষ ঘামায় শুকায় কাতরায় আরও কত কি ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
৩| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৪
ইন্দ্রনীলা বলেছেন: এগ্রেসিভ ভালোবাসাময় কবিতা। তবু সীতা ধরা দিলো না।
৩০ শে জুলাই, ২০২১ রাত ৮:০৭
স্প্যানকড বলেছেন: এত সহজে ধরা দিলে তো কবিতা হতো অন্যরকম । সে যাই হোক। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: দ্বিতীয় অংশ টুকু অন্যরকম ভালো।
দীপান্বিতা,
এক কাজ কর
দরজাটা লক করে
বেমালুম ভুলে যাও চাবির কথা
ঠোঁটে ঠোঁট
হয়ে যাক শাট ডাউন
উষ্ণতা বসত করুক ক্ষণে ক্ষণে।