নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
কনডমের ভেতরকার তরতাজা বীর্য শেষবারের মতন দেখল
তারপরে ফ্লাস করে দিল কমোডে
তৃতীয় বিশ্বের জনৈক একজন।
হালাল সাবান দিয়ে ঘষে ঘষে গোসল সেরে
এখন ফুরফুরে
বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে
নজরে দূরের গাছটা
যা দিনকে দিন শুকিয়ে যাচ্ছে
যেখানে পাখির কিচিরমিচির
রোদ ছায়ার খেলা
কিছু আদম সন্তানের জটলা
ওয়াজ মাহফিলের পোস্টার
একজন নেতার ছবি
পুরনো রেস্তোরাঁ জমজমাট
দেখছে বিকেলের শেষটা।
তৃতীয় বিশ্বের আরেক ভদ্রলোক
টিভির স্ক্রিনে চোখ রাখে
বেকার সময় পাড় করে ক্রিকেট দেখে
ভাবতে বসে যায়
পাশা গড়াতে থাকে একই বৃত্তে
ছোট ছোট দান বারবার উঠে।
তৃতীয় বিশ্বের অন্য একজন
রোজ জঞ্জালবিহীন ভোর চায়
বিষাদের ডালপালায়
শ্যাওলা জমে আছে
কে রাখে কার খোঁজ
সেদিকে কে রাখে চোখ!
তৃতীয় বিশ্বের তেমনই একজন
খুব ভালো আছে
টাকা পয়সায় সয়লাব
কাঁচা পাকা পশমের বুক
সব কিছুতে যার দ্বিগুণ সুখ।
তৃতীয় বিশ্বের আরও একজন
খুব চেঁচায়
গলার রগ ফুলে উঠে
হাতের পেশীতে টান
বাঁচতে চায়
দিন দুপুরে সে গুম!
তৃতীয় বিশ্বের বহুজন
তপ্ত রোদ গিলে
এদিক সেদিক ঘুরে
যদি কিছু হয়
তবেই তো জীবন ভেসে যেতো
এ আশায় বারবার মরে।
তৃতীয় বিশ্বে এখনও
আই সিউতে শুয়ে
খোয়াব বুনে কিছু লোক
চাষ করে কিছু আশা
বদলাবে বদলাবে দিন
বন্দুকের নলের নীচে
কি দারুণ ঘুম !
১ আগস্ট ২১। ( রোববার )
০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২
স্প্যানকড বলেছেন: কয়জনের কথা বলব বলেন। এ বলার কোন শেষ নেই শুধু আছে শুরু । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
শাহ আজিজ বলেছেন: বিষাদের ডালপালায়
শ্যাওলা জমে আছে
কে রাখে কার খোজ বিষাদময় উপস্থাপনা , চমৎকার
০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
স্প্যানকড বলেছেন: বিষাদ ঘিরে আছে চারপাশ জুড়ে
প্রতিটি দিন আশায় আশায় মরে !
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
৩| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:১৩
অধীতি বলেছেন: ভিন্নস্বাদের কবিতা
০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:১৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৪| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:২২
রুদ্র নাহিদ বলেছেন: তৃতীয় বিশ্বের মানুৃষদের জীবন যেনো তৃতীয় সারির দলভুক্ত।
০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:১৭
স্প্যানকড বলেছেন: কোন দলের ভেতর পড়ে না। এরা শুধু সসংখ্যা ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৫| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: তৃতীয় বিশ্বের কবিদের সম্পর্কে লেখা উচিত ছিল। আপনি এই ব্যাপারে ভালো লিখতে পারতেন।
০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:২০
স্প্যানকড বলেছেন: এতটা নিশ্চিত ! তৃতীয় বিশ্বের কবিরা দলের হয়ে কাজ করে নইলে নাম, সুনাম এবং পদক কোনটা মিলে না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।
৬| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: কথা ভুল বলেন নাই। নির্মলেন্দু গুন পদক পাওয়ার জন্য যা করেছিলেন। এটা সবার মনে আছে। তৃতীয় বিশ্বে পোড়া কপালিরা জন্মগ্রহণ করে। তার মধ্যে কিছু এদিক ওদিক করে ভালো থাকে বাকিরা ১ম বিশ্বে চলে যায়। ভালো মানুষ থাকে মাইনকার চিপায়।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭
স্প্যানকড বলেছেন: নির্মলেন্দু গুন স্বঘোষিত আওয়ামীলীগের কবি ! এমন বহু কবি আছে থাকবে এই নিয়া এগুতে হবে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৭| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:১১
ইন্দ্রনীলা বলেছেন: থটফুল এন্ড সাহসী বক্তব্য
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮
স্প্যানকড বলেছেন: ইকটু আকটু সাহস রাখতে হয় থাকতে হয় নইলে কিসের মানুষ ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: তৃতীয় বিশ্বে অনেক কিছুই ঘটে। কয়কেজনের জয়গা হয়েছে কবিতায়।