নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মল্লিকা কে বলে দিও....

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:২৯

ছবি নেট।

মল্লিকা,
এক যুগ পর এসব বলছি
যেদিন ভর দুপুরে তোমায় চুমু খেয়েছি
মনে হয়নি পাপ করেছি
মনে হয়নি যাবে চলে
মাঝদরিয়ায় আমায় তুমি ফেলে।

কাল সারা রাত এক রত্তি ছিল না ঘুম
খুক খুক কাশি
মাথা ব্যথা ভীষণ জ্বর
চোখ দুটি যেন
বড় রাস্তার ট্রাফিক সিগনাল বাতি
পাশ বালিশটা কে কাছে টেনেছি
নিরাশ করেনি প্রাণ নেই বলে
সংগী হিসেবে প্রতিবার পেয়েছি!

মল্লিকা,
প্রেম আমার
অতীত আলো আঁধার
ফরেস্ট অফিসার হিসেবে যতদুর
এর চেয়ে বেশী তোমার হয়ে আছি
ঘন সবুজ জংগলে খুব মিশে গেছি
ঘুঘুর ডাক, শেয়াল, বাঁদুর, চড়ুই, কাক,
গরু, মহিষ সব মিলিয়ে হুলুস্থুল কান্ড
লোকালয়ে ও যাই
আড্ডা, তাস, অশ্লীল জোকস
সব আছে
শুধু তুমি নাই !

মল্লিকা,
জানি তোমার ওখানে রাত
হয়তো স্বামীর অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে
দেখছ,
শুক তারা, কালপুরুষ, বড় বড় ইমারত এর সারি
অথবা
তার লোমশ বুকে নরম আংগুল ঘুরাচ্ছ
সুড়সুড়ি দিচ্ছ খুউব
হেসে গড়াগড়ি
লাজে রক্ত লাল গাল
দেখছ,
সুডৌল স্তনে একজন তরতাজা পুরুষ
কি করে দিচ্ছে ডুব।

আমার এখানে তুমুল বৃষ্টি ঝড়
এ বছর ভালোই হচ্ছে
পাহাড় ধ্বসে রাস্তা গাড়ি বন্ধ
দু দিন হতে চলল
বিজলি বাতি ও নেই
হ্যারিকেন এর আলো নিভু নিভু
শুনতে পাচ্ছি নিশীথ পাখির ডাক
ঝিঁঝি পোকার গুঞ্জন
গলা ব্যথা
দৃষ্টি শক্তি পাচ্ছে লোপ।

মল্লিকা,
আমার কাঠ গোলাপ,
চামেলি, উর্বশী
খাজুরাহো সুন্দরী
বিদায় প্রিয়তম
বিদায়
আমার কোভিড পজিটিভ
এই হলাম চিরতরে চুপ!

৩ আগস্ট ২১ ( মংগলবার )




মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪২

অধীতি বলেছেন: ওহ! মল্লিকা ফিরে আসো।

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫১

স্প্যানকড বলেছেন: মল্লিকা ফিরে আসে না অন্য কারো হয়ে যায় ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:০২

ইন্দ্রনীলা বলেছেন: মল্লিকাকে এ কি মেসেজ দিলেন। বেচারা তো দেখতেও আসতে পারবে না।

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১:৫৩

স্প্যানকড বলেছেন: দেখতে আসার দরকার নাই । দোয়া করলেই চলবে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:২৭

বারবোসা বলেছেন: স্প্যানকড ভাই,
মল্লিকার হাসব্যান্ড কি জানে আপনার কবিতার কথা?

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১:৫৭

স্প্যানকড বলেছেন: এতদিনে জেনে গেছে হয়তো ! অবশ্য মল্লিকা কি আর বলবে পুরনো প্রেমের কথা। নারী বহুরূপী ( হা হা হা )। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৪| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সত্যিই করোনা নিয়ে একটা সফট প্রেমের কবিতা লিখে ফেললেন। ভেরি গুড। :)

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১:৫৯

স্প্যানকড বলেছেন: চেষ্টা করলাম আর কি ! আপনে কইলেন তো ! যাই হোক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৫| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৩৬

শেরজা তপন বলেছেন: করোনা পজিটিভের ব্যাপারতা সত্যি নাকি?

কবিতা পড়ে মোহিত হলাম।

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ২:০২

স্প্যানকড বলেছেন: এ হচ্ছে কবিতা এখানে সত্যি মিথ্যা কল্পনা অনুভূতির খেলা চলে তবে কিছু অংশ সত্য। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আইচ্ছা কইয়া দিমু !

৭| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ২:০৪

স্প্যানকড বলেছেন: আপনি গন মাধ্যমে আছেন। আপনি পারবেন। সে বিশ্বাস এবং আস্থা আছে। ভালো থাকবেন নুরু ভাই এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:২০

খোলা জানালা। বলেছেন: বেশ ভালো। শুভকামনা রইলো।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৭:৩৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫

বৃষ্টি'র জল বলেছেন: বরাবরের মত নাম না দেখলেও কয়েকটা লাইন পড়েই বুঝে যাই লেখক কে।
ভিষণ ভাললাগল, মল্লিকা আসুক বা না আসুক, লেখক যেন ভাল থাকে, সুস্থ থাকে।
শুভ কামনা :)

০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্যের জন্য। আপনিও ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০১

অক্পটে বলেছেন: মল্লিকা আমার কোন ভাবনার বিষয় নয়। কবিতার শেষ দুলাইন হল ভাবনার বিষয়।
আপনি সুস্থ ও নিরাপদ থাকুন এটা আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। আপনি সুস্থ থাকলে
মল্লিকা বনে ঘুরে আসা যাবে এবং আরো কত কি...
সুস্থ হোন।

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৮:০৩

স্প্যানকড বলেছেন: আমি আলহামদুলিল্লাহ আছি। চিন্তার কোন কারণ নেই। অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে। আপনিও ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.