|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
  ছবি নেট।  
যে চোখ আমাকে দেখছে 
খুব যতনে দেখছে 
জানি, সে কি দেখছে 
বাহির দেখে 
বলিসনে মেয়ে 
ভালোবাসি। 
ভালোবাসার তেজ অনেক 
সবাই পারে না সইতে 
সবাই পারে না বইতে 
সবাই পারে না কইতে। 
ঐ যে একদল মরতে বসেছে 
লুটে চলেছে আরেকদল কানার মতন 
রেহাই পাচ্ছে না ভিখারি 
রেহাই পাচ্ছে না ফুটপাত 
এমন কি সারি সারি দোকান থেকে গাড়ি 
ওদের হাতে যতই দাও ধর্মীয় কিতাব
ওরা লুটবেই
এ ওদের জন্মগত স্বভাব! 
যে অধর দীর্ঘদিন ছিল উপোস 
সে আজ কিঞ্চিৎ রোদ মেখেছে 
হয়তো কেউ আজ পুড়বে নিশ্চিত 
অথবা 
নিজেই নিজেকে পুড়িয়ে মারবে 
এমন টা আগুন লেগেছে 
ভেতর বাহির কুঞ্জবনে। 
নিদ্রাহীন লাল চোখ 
বাঁদুরের ডানা ঝাপটানো রাত 
ঐ তো পড়ে আছে সেলফে
খুব যতনে আগলে রাখা সংবিধান 
কিছুটা ধুলো জমা 
ভেতরে বোল্ড অক্ষর ছাপা ! 
ওতে পাবে না হারিয়ে যাওয়া কৈশোর
ঝাল মুড়ি বিকেল 
ওতে লেখা নেই 
তোমার আমার সুখ কিসে 
ঝিরিঝিরি বৃষ্টি জানে 
কিছু কথা একান্ত গোপন 
বুক গহীনে ভীষণ চাপা। 
এখানে যা ঘটছে 
অন্য কোথাও কি তা হচ্ছে? 
কয়জনের হাতে ইস্কাবনের তাস? 
আমার ভোঁতা মগজে 
স্বপ্নের হয়না চাষ! 
কয়জন আছে বেশ! 
ন্যাংটো তুমি 
ন্যাংটো আমি 
সাবাস! 
চোখ খোলা রাখ
ধীরে ধীরে ন্যাংটো হচ্ছে স্বদেশ !  
৭ আগস্ট  ২১।  ( শনিবার  )
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই আগস্ট, ২০২১  সকাল ১১:৫৫
০৭ ই আগস্ট, ২০২১  সকাল ১১:৫৫
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। একদম সত্যি ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২১  সকাল ১১:০১
০৭ ই আগস্ট, ২০২১  সকাল ১১:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। ন্যাংটা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে এই দেশের মানুষ। অনেকে লম্বা কাপড় পড়েও ল্যাংটা। কারণ তাদের চরিত্রের কদর্যের দিকটা পোশাক দিয়ে তারা ঢাকতে পারছে না।