নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম এর নাই দাঁড়ি মাত্রা !

১০ ই আগস্ট, ২০২১ ভোর ৬:০৫

( The poet of painting ) Alexey Sulsar (google)

চৈত্রের গরম যেমন ঘামিয়ে তুলে
অথবা ভাজা ভাজা করে আমারে
তুমি ঠিক তাই করে বেড়াচ্ছ
দূর থেকে
কাছে না এসে।

তুমি হয়তো
প্রেমের এসব কথা পাত্তা দাও না
উড়িয়ে দাও বাতাসে
অথবা
ভাবতে থাকো
ছিঃ কি অশ্লীল!

শোন,
আমি এ সময়কার প্রেমিক
মেলা কিছু
মাথায় রাইখা চলি
শ্লীল প্রেম! 
কবে করছে কোন হালায়!
তোমার কসম খেয়ে বলছি,
অথবা
ঐ যে ভুতের গলির
বিলবোর্ডের উপর যে চাঁদ টা লটকে আছে
এখনো মেঘ যারে খায় নাই
তার কসম কইরা বলছি,
একটা সময় পর কাপড় খুলে সব্বাই
পুরা ভাদ্র মাসের কুত্তা হইয়া যায় ।

তুমি হাসাইলা প্রিয়
শ্লীল শব্দটার জাত মারলা আর কি!
জানাইয়া রাখি,
বেলা শেষে তুমি মোর
একমাত্র সহচর।

ইদানীং ভাবি
তোমার পড়নে
সোজা কথায় বিকিনি
টু পিস কাপড়
আমার বক্সার
আগুন লাগা দুপুর
গাংচিল,
নোনা জল সমুদ্দুর
জ্বলে পুড়ে ছারখার।

১০ আগস্ট ২১ ( মংগলবার )

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিকিনি পর্যন্তই থাইকেন আর বেশী উন্মুক্ত না করলেও চলবে।

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭

স্প্যানকড বলেছেন: আমার ও এমন ইচ্ছে কিন্তু যদি সে না মানে তখন ? আম ছালা দুইটাই যাবে ! আজকাল যা দিন পড়ছে বুঝেন ই তো। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন এমন কা...... আজিব চিন্তা ভাবনা

১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৫

স্প্যানকড বলেছেন: অন্যদের মন কেমন? আপু, কি আর কমু যুগের প্রভাব পড়ছে। চিন্তা এক জিনিস বাস্তব আলাদা। বাস্তবে ইহা সম্ভব নয় এ নিশ্চিত থাকেন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা একটু আলাদা প্রকৃতির; অন্যদের থেকে আলাদা। ভালো লাগা রইলো।

১২ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।৷ ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.