নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
আমার কখনো ইচ্ছে করে সমস্ত চিন্তা চেতনা
আগুনে পুড়িয়ে দিব্যি আসমানের দিকে তাকিয়ে থাকি।
আবার এ ও ভাবি
থাকুক না
পরক্ষণেই বিড়বিড় করি
কি লাভ
এত হিসেব কষে?
কি লাভ
এত এত ভেবে
চলছে তো
চলুক না
আচ্ছা ক্ষতি কি!
গলির শেষ মাথায় যার বাড়ি
আর প্রথমে
দুই জনে বিশাল ধনী
মাঝখানে আমি
যেন টাইট জিন্সের প্যান্ট পইড়া আছি
শরীরের হাড্ডি, মাংস দূর থাইকা ও
গণনা করা যায়
তাই
নড়াচড়া করতে কষ্ট হয়
ইদানীং
সেই কষ্ট নানান কামে
আছর ফেলতে শুরু করছে।
মল্লিকা কে বললাম,
কদিনের জন্য হারাতে চাই
কদিনের জন্য নিরুদ্দেশ
দুবাই যাবে?
অথবা বরফের দেশ।
মুখের উপর না করে দিল
নানান কাজের ফিরিস্তি
বাবার শরীর ভালো না
দেশের হালত ভালো না
দুই দিন পর পিরিয়ড!
আমি ও বলে দিলাম
পাশের বাড়ীর রহমত
আবারও বাবা
করোনা দিতে পারেনি
নিশি কামে থাবা !
১১ আগস্ট ২১। ( বুধবার )
১২ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১০
স্প্যানকড বলেছেন: একদম ! বিরক্তিকর । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের প্যারার মানে কিতা।
একটা না একটা দুই নম্বরি কথা থাকবেই
১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১২
স্প্যানকড বলেছেন: ইতা কিতা কন আফা ! শেষের দিকে তো একজনের খুশীর খবর আরেকজনের বিরহ। দুই নম্বরি কিছু নাই। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০৬
অধীতি বলেছেন: কি এক দুর্বিষহ অবস্থায় আছি।