নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যদি কখনো দেখা হয় !

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৭

ছবি স্প্যানকড ।

এ জনমে তোমার সনে স্ব শরীরে সাক্ষাৎ
হয়তো সম্ভব না
এ নিয়ে অত আফসোস করছি না
এখন সাথী বলতে
তামাক পোড়া রাত,
সন্ধ্যা আকাশের শুকতারা, কালপুরুষ,
গলির মোড়ের রেস্তোরাঁর ভীষণ জনপ্রিয় পুরনো কিছু বাংলা, হিন্দি গান,
রিক্সার টুং টাং,
গাড়ির পোড়া জ্বালানি,
ভ্যাপসা গরম,
লোডশেডিং, ছাদের কার্নিশ,
সুরুজ ডোবা লালচে আকাশ,
চার্লস বুকুওস্কি, সুনীল, শক্তি,
সামসুর রাহমান, নির্মলেন্দু সহ
আরো কত গুনীজন 
এবং সবশেষে বিনামূল্যে পাওয়া বাতাস।

ঐ যে বারান্দায় বসে এক মনোযোগে
যে কিশোরটি
পা দুলিয়ে জোরে জোরে পড়ছে
বাংলার ইতিহাস
একাত্তর, শেখ মুজিব
সিজার, নেপোলিয়ন
আলেকজান্দ্রিয়া ঘুরে
সোজা নিউইয়র্কের স্কাইস্ক্রেপার
ওকে দেখে ভীষণ হিংসে হয়
ভেতর জ্বলে
ওর হাতে কত সময়
ওর চোখে কত স্বপন
কত বিস্ময় খেলা করে রোজ।

আসলে তুমি, আমি
ফুরিয়ে যাচ্ছি দিন কে দিন
শুধু একটা দমকা হাওয়া এলেই
জীবন প্রদীপ দুম!
এখন অপেক্ষার পালা
এটাই বলতে পার এক মাত্র অসুখ।

এসবের পরে ও
যদি কোথাও কখনো দেখা হয়ে যায়
দুনিয়া যেহেতু গোল
এই ধর,
চাঁদনি চক বা নিউ মার্কেট।

তুমি বাচ্চার জন্মদিনের জামা কিনতে এসেছ
আমি নীল ক্ষেত ফুটপাতের সস্তা খদ্দের
তোমার চোখে চোখ পড়তেই
দাঁড়িয়ে যাবে সময়
ট্রাফিক সিগনাল চিরতরে বাতি লাল
হাজারো কবিতা রচিত হবে তক্ষুনি
ভেতরকার হরমোনে আচমকা
প্রেমের বারুদ মেশানো বুলেট
যা ছুটে যাবে এ গ্যালাক্সি ছেড়ে
সাত আসমানের উপর
যদি কখনো দেখা হয়
যদি কখনো কথা হয়
যদি কখনো আংগুল ধরে আংগুল
ঠোঁটে ঠোঁটে ভেংগে পড়বে
সমস্ত সীমান্ত একুল ওকুল!


১৩ আগস্ট ২১ ( শুক্রবার )




মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৭

ইন্দ্রনীলা বলেছেন: পুরাই রাত দুপুরে চক্ষে জল আনাই দিলেন।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৪

স্প্যানকড বলেছেন: আহা! দুঃখিত সেজন্য। জেমস এর একটা গানের কিছু কথা আছে না " অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না " সেটা ভাবুন। সত্যি বলতে কি আমি শেষ কবে কেঁদেছি ভুলে গেছি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

একুল ওকুল দুকূলে দেখা হোক......... :P
কবি ও কবিতার আত্মকথার সার্থকতা পাক।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার দোয়া কবুল হোক ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা চমৎকার হয়েছে, গাছ আর ফল অচেনা।
কবিতাও ভালো হয়েছে। বিশেষ করে মাঝের অংশে।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:৫২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমিও চিনি না। ভালো লাগল দেখলাম সবুজ পাতা তারসাথে এমন থোকা থোকা কমলা রঙের ফল ধরে আছে তাই তুলে ফেললাম একখান ছবি। আপনার মতন কি আর হয়! তারপর আপনার যে তথ্যসূত্র থাকে। পড়তে ভালো লাগে। সাবধানে থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি অসারণ। পাঠে যদিও কিছুটা আবেগী হয়ে উঠেছি। কিন্তু কবিতার শব্দগুলো জুড়ালো আবেদন একেকটা গল্পকে উপস্থাপন করে।

৫| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য :) ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন সব সময় এই দোয়া করছি।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৭

হাবিব বলেছেন: হোয়াট এ পয়েম! হোয়াট এ পিকচার! জোস

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার মতন কিন্তু ছবি এবং লেখা হয় না। আমি শুধু চেষ্টা করি আর কি! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৭| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: যদি কেন, দেখা হতেই হবে, যাবে কোথায়।

আপনার প্রেমের কবিতাসমুহ পড়লে মনে হয় আপনি পরকীয়া প্রেমের সামাজিক স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছেন। ইদানীং কবিরা পরকীয়া প্রেম নিয়ে বেশী কবিতা লেখেন।

৮| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩২

স্প্যানকড বলেছেন: কিতা কন ভাই? পরকীয়া নিয়া কাম কাইজ হুহ ! তবে আমাদের উপমহাদেশে পরকীয়া জিনিসটা একটা রোমাঞ্চকর আসন নিয়ে নিছে। আমি পরকীয়ার বিরুদ্ধে। রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ বলেছেন না " যে যাবার তাকে যেতে দাও, যে ফিরবার সে তো ফিরবে " এমন কিছু হয়তো। ঐ জিনিসটা মাথায় রাখি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৯| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২০

শেরজা তপন বলেছেন: দারুন লিখেছেন- আপনার সেরা কবিতার একটা( আমার দৃষ্টিতে)

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। তাই নাকি ! চেষ্টা করি আর কি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১০| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: আহালে ভাইয়া।

কবিতা পড়ে তোমার দুঃখ বুঝতে পারছি।


আর সাড়ে চুয়াত্তর ভাইয়ার কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ।


একটা প্রশ্ন দুজনের জন্যই/

প্রাক্তন প্রেম আর পরোকিয়ার মাঝে পার্থক্য কি? উদাহরনসহ ব্যাখ্যা করো। :P

১১| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৯

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। বেশ চিন্তায় ফেলে দিলেন। একেতো প্রাক্তন আর পরকীয়া। তার উপর উদাহরণ। বস্তাটা বেশী ভারী হইয়া গেল না ? এমনিতেই চাপ কমাতে ব্লগে আসি এখন আপনি দিলেন বাড়তি হোম টাস্ক ! আইচ্ছা জানাইতাছি সময় দেন প্লিজ তবে উদাহরণ দিতে পারব কি না জানা নেই কারণ আমি পরকীয়া পছন্দ করি না। আমার সাফ কথা হইলে সব বাঁধন ছিঁড়ে দুজন দুজনার নইলে যার যার রাস্তা তার। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১২| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:০২

শায়মা বলেছেন: এইটাতো আরও এক কাঁঠি উপরে সব বাঁধন আবার ছিড়ে খুড়ে!!!!!!


হায়রে বাঁধন ছেড়া কি আর এতই সোজা!!!

১৩| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু-
মূল পার্থক্য হোল -
প্রাক্তন প্রেম মানুষকে কবি বানায়। পরকীয়া মানুষকে খেলোয়াড় বানায়।
প্রাক্তন প্রেম হোল পাস্ট টেনস। পরকীয়া হোল প্রেসেনট টেনস।
প্রাক্তন প্রেম আসল প্রেম। পরকীয়া প্রেমের নামে ভণ্ডামি।
প্রাক্তন প্রেম হোল কল্পনা। পরকীয়া হোল বাস্তব।

১৪| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: চুয়াত্তরভাইয়া!!!!!!!!!!

যাক বাবা বাঁচলাম!!!!!!!

চিন্তায় পড়ে গেছিলাম তো!!!!!!!!


যাক পাস্ট টেন্সে তাইলে নো টেন্স!!!!!!!! :P

থাক গলা টেপা প্রত্যাহার করা হলো! :)

এবারের মত গলাটা বাঁচলো ভাইয়া! :)

আরেকটা প্রশ্ন আমার বিজ্ঞ ভাইয়া.....

পাস্ট টেন্স যদি প্রেজেন্টে এসে দাঁড়ায় তখন তো আবার মহা টেন্স!!!!!!!!!!! :((

১৫| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপা -

অতীত যখন বর্তমানে চলে আসে তখন 'নীল ফিতে বাঁধা সেই কিশোরীর বেণী' জাতীয় কবিতা লেখাই একমাত্র সমাধান। আমাদের কবি স্প্যানকড ভাইও এই ধরণের অনুভুতি নিয়ে এই কবিতাটি লিখেছেন। তবে ওনার সামনে ওনার প্রাক্তন পড়লে উনি প্রেমের বারুদ মেশানো বুলেট দিয়ে সমস্ত সীমান্ত একুল ওকূল করে দিবেন। সীমান্ত বলতে কবি কি বুঝিয়েছেন এটা কবির কাছ থেকে জেনে নেবেন। উনি ডাবল ডিমের অমলেট আর তরমুজ খেয়ে কি লেখেন না লেখেন সব আমি বুঝি না। :)

গলা বাঁচানোর জন্য একুল-ওকূল দুই কুল রক্ষা করে উত্তর দিলাম। মনে হয় এ যাত্রা গলাটা বেঁচে গেল। :P

১৬| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৪

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ু!!!!!!!!

তুমি চাইলে কুটনীতিবিদ বা কুটমন্ত্রী হতে পারতে। :P

দাঁড়াও আজ কালের মধ্যেই লাল ফিতে সবুজ হলুদ চুড়ি মুড়ি সব নিয়ে আসছি!!! :P

১৭| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০৫

স্প্যানকড বলেছেন: আমি বেঁচে গেছি শায়মা আপুকে উত্তর দেয়া থেকে ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই।কোন সীমান্ত বা বর্ডার থাকবে না প্রেমের বেলায় সব উন্মুক্ত। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৮| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২৯

শায়মা বলেছেন: স্প্যানকড ভাইয়া তোমার প্রেমিকার কি সীমান্তের ঐ পার বিয়ে হয়ে গেছে?

আহারে ভাইয়া এত দোউড়ালে তবুও ধরতে পারলে না??? ঐ পার চলে গেলো! :(

১৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৪৪

স্প্যানকড বলেছেন: এই জন্যই তো কোন বেড়িবাঁধ, সীমান্ত কিছুই রাখমু না সব উঠাইয়া দিমু ভাবছি। আপু, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন।

১৯| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: সব উঠাতে গিয়ে আবার নিজেই পিঠ টান দিও না।

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৫

স্প্যানকড বলেছেন: আপু কি যে বলেন ! " প্রেম পেলে আমিও ফুপিয়ে কাঁদি ! " ওসব দু নম্বরিতে নাই। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.