নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড।
রাস্তা দিয়ে হাঁটছিলাম আর গাইছিলাম সুমনের অমরত্বের প্রতাশা নাই। নাই কোন দাবি দাওয়া। হঠাৎ এই ঘন সবুজ এর মাঝে থোকা থোকা কমলা রঙের ফল। নজর কাইড়া নিল। গানটার কথা বদলিয়ে দিল। অমরত্ব যদি পেতাম !
ছবি স্প্যানকড
এইবার আরও কাছে গেলাম। আবারও ক্লিক ! আহ!
ছবি স্প্যানকড
এর পর এই একা দাঁড়িয়ে থাকা ওর সাথে নিঃসংগতা বিনিময়।
ছবি স্প্যানকড।
কয়েক কদম পর সে। আহ! একলা কেনরে তুই এমন ঘন সবুজে !
ছবি স্প্যানকড।
এমন হাসি ভুলিয়ে দেয় যাতনা ফাঁসি ! এ অহংকার শুধু একেই মানায় !
ছবি স্প্যানকড ।
নাম জানি না ধাম জানি না কি যে মুসিবত ! তবু সে দৃষ্টি কাড়ে বাতাসে নড়ে সুখের আলামত !
ছবি স্প্যানকড ।
ওরে একটু দাঁড়া হইছ না এত জলদি ন্যাড়া !
ছবি স্প্যানকড ।
এর নাম জানি না তবে কাশফুল এর মতন। অত লম্বা না খাটো । নাম চাহিয়া লজ্জা দিবেন না। এভাবেই কাটছে দিন ধুলো জমা সংগ্রামে রঙিন !
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৭
স্প্যানকড বলেছেন: মেলা কাম কাইজ করি সব কি আর কওয়া যায় ! চুয়াত্তর ভাই কিতা কইলেন?নিজ হাতে ছুঁয়ে নিজ চোখে দেখে তারপর ক্যামেরা তাক করছি। এমনিতেই হয় নাকি এসব! আফসোস! বিচারক আপনে হন নাই। যাক বেটার লাক নেক্সট টাইম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ক্যামেরার চোখ যেমন তীক্ষ্ণ তেমনি আপনার চোখও অনেক তীক্ষ্ণ। আপনার কবিতার প্রেমের বর্ণনা থেকেই তা বোঝা যায়।
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৯
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! এত তীক্ষ্ণ তারপর ও অনেক কিছু ফাঁকি দিয়া যায়। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন এই দোয়া করছি।
৩| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: অচেনা চমৎকার সব ছবি, সুন্দর হয়েছে।
১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৪
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন এই দোয়া করছি।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার প্রেমের ভিন্ন মাত্রা সম্পর্কে জানলাম। আমি তো ভাবছিলাম 'প্রেমের বারুদ মেশানো বুলেট' আর 'সমস্ত সীমান্ত একুল ওকুল করা প্রেম' ছাড়া আপনি আর কিছু বুঝেন না। তরমুজ খাওয়া ছাড়ছেন মনে হয়।
ছবি আপনি তুলে থাকলে খুব ভালো হয়েছে। তবে প্রশংসা আপনার করবো না আপনার ক্যামেরার করবো এটা বুঝতে পারছি না। আমি যদি ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক হতাম তাহলে সাদা কালো ফটোর বদলে আমি আপনার ছবিকে প্রথম হিসাবে ঘোষণা করতাম।