নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ওরা চিনে মুজিব নোট !

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৬

ছবি নেট।

সারিবদ্ধভাবে ওরা দাঁড়িয়ে থাকে
মনে হয় রেলের বগি
একটার সাথে আরেকটার গা
অদৃশ্য কোন আংটা রয়েছে
যা যায়না ধরা কিংবা ছোঁয়া
রোজ ঘরে ফিরতি পথে আসার সময় দেখা হয়
আমি স্বভাব দোষে মস্তক নত করি
দৃষ্টি সংযত
আমি ওদের চোখে চোখ রাখতে পারি না
লজ্জা হয়
কানে ইয়ারফোন গুঁজে এক শ্বাসে
পাড়ি দেই সড়ক
অনেকে যেমন টা করে অমন
ওদের বহু নামকরণ ঠিক করে দিয়েছে সমাজ
কিতাব -পুস্তক, ফিল্ম, নাটক পাড়া
ওতেও ঢুকে গেছে
কিন্তু
জাতে উঠতে পারেনি
ওরা বেশ্যা, মাগী, খানকি, বারবনিতা,
আরও কত কি
না কারো বোন,
না কারো মাতা,
না কারো প্রেয়সী অথবা স্ত্রী!

ওরা মুজিব চিনে না
ওরা স্বাধীনতা বোঝে না
ওরা নাগরিক সুবিধা কি
তা নিয়ে ব্যস্ত থাকে না
ওরা শেয়ার মার্কেট বোঝেনা
জানে না কিসে সহজ অর্থনৈতিক মুক্তি
ওরা চিনে পেট
ওরা চিনে খদ্দের
ওরা কোন দল করে না
দেয় না ভোট
ওরা জানে যতদিন যৌবন
ততদিন
কচকচে মুজিব নোট !

১৫ আগস্ট ২১ ( রবিবার )

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৮

ইন্দ্রনীলা বলেছেন: মুজিব কোট শুনেছি মুজিব নোট আজ শুনলাম।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৬

স্প্যানকড বলেছেন: দেশে থাকেন না নাকি ! বাংলাদেশের সব নোটে তাঁর ছবি আছে। তাই ইহা মুজিব নোট । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.