নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
প্রেম হলো কুকুর ছানা
এর যত্ন নিতে হয়
কোলে নিতে হয়
আদর চুমু খেতে হয়
গোসল করাতে হয়
করতে হয়।
যেমন যত্ন কর তুমি তোমার চুলের
একটু পেকে গেলে রঙ নিয়ে খেলা কর
কপালের বলি রেখা লুকাতে
হাতের, গালের চামড়া টানটান করতে
দিন রাইত ভেবে মরছ
প্রেম অনেকটা এরকম
প্রকাশ হয়েই পড়ে
এর যত্ন নিতে হয়
অথবা
বলতে পারো,
প্রেম,
মিশরীয় নারীর ভরাট স্তন,
ভারী নিতম্ব গরম মাংস টুকরো
যার জন্য পাগল সিজার!
আলো আঁধার পেরিয়ে
মধ্য গগনে জ্বলজ্বলে চাঁদ
এ ও বলা যায়
থমথমে কাবুল
ন্যাংটো ক্লাসনিকভ!
একটু এদিক সেদিক হলে
রক্তারক্তি খুন।
প্রেম হলো নাগ নাগিনীর খেলা
ছিনালিপনা
মিথ্যে বাহানায় ভরা নানান অজুহাত।
আবার এ ও ধরা যায়
গেছো বেড়াল
যাকে খাবার দিতে হয়
পানি দিতে হয়
মাঝেসাঝে রেড ওয়াইন, বিয়ার
নইলে
কোলে উঠে করে পেচ্ছাপ!
১৫ আগস্ট ২১ ( রবিবার )
২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:১১
স্প্যানকড বলেছেন: গেছো বেড়াল ! রেড ওয়াইন, বিয়ার না হলে জমে না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন।
৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩০
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ বেশ তো~ প্রেমের জবরদস্ত সব সংজ্ঞা দিয়েছেন!
১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৭
স্প্যানকড বলেছেন: কি আর করা চারপাশের যা অবস্থা ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।
৪| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:০০
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!!
কুত্তা বিলাই ছাগল পাগল সব নিয়ে চলে আসলে দেখি!!!!!!!!!!!!
১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৯
স্প্যানকড বলেছেন: আপু, এগুলা জীবনের একটা অংশ কি না তাই আর কি ! সে যাই হোক ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৫| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রেম,
মিশরীয় নারীর ভরাট স্তন,
ভারী নিতম্ব গরম মাংস টুকরো
যার জন্য পাগল সিজার!
কেউ কেউ ছ্যাত করে উঠতে পারে কিন্তু।
প্রেম হলো নাগ নাগিনীর খেলা
ছিনালিপনা
মিথ্যে বাহানায় ভরা নানান অজুহাত।
এইটুকু ভালো
১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৮
স্প্যানকড বলেছেন: ছ্যাত করে উঠুক আমার কিচ্ছু যায় আসে না ! আমি আমার মত প্রকাশ করছি। মনে হয় কেউ ধরে না ওসব জিনিস খালি হাওয়া থাইকা বাচ্চা পয়দা করে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সাকলাইন আর পরীমণির প্রেমকে কিসের সাথে তুলনা করা যায় হে কবি?