নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আজ সন্ধ্যেটা !

১৮ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৫৮

ছবি নেট ।

আজ সন্ধ্যেটা কেমন কুচকুচে কালো
মনে হচ্ছে
ফনা তোলা নাগিন
খুব কাছে গেলেই ফুঁস!
দংশনের ডরে কখনো আমি
পিছে আসিনি
সম্মুখ বরাবর চলেছি 
মৃত্যু তো এক বাতিল বুড়ো
ডাংগায় চিত হওয়া মাছ 
যার একটাই কাজ
যার আসমানে 
আঁধার বারো মাস।

সন্ধ্যেটা হঠাৎ করে হাজির
কালো মার্বেল পাথরে ছটফট বন্দী প্রাণ
দোকানে দোকানে বহুদিন পর
আগর বাতির ঘ্রাণ
চলছে সুরা আর-রাহমান।

আস্তে আস্তে ক্রমশ ভীড় বাড়ছে
আমি ইদানীং ভীড় এড়িয়ে চলি
সদা নত মস্তকে থাকি
মধ্যবিত্তের গোটা জীবনে
এই এক সাজা।

শব্দগুলি  ভাংগা রাস্তার উপর
রিক্সা, টেম্পু, বাস, ট্রাকের মতন চলে
অন্য একটা মাত্রা তোলে
যেন ক্ষুধার্ত আধমরা চিতা।

আজ সন্ধ্যেটা নিজের হলো না
অন্যদের সাথে মিশে গেল
যেমন টা মিশে গোস্তে মশলা
রেস্তোরাঁ গুলি গ্রাহক পেয়ে যাচ্ছে
চারপাশ ঠাসা হরেক রকমের মুখ
চেনা কেউ না।

অথচ
সন্ধ্যেটা হতে পারতো
তোমার আমার দুজনের
হওয়া উচিত ছিল
কিছুটা রঙিন রোমাঞ্চকর।

সখি তুমি আত্মার খুশবু
আমি মাতাল কবি
হতে পারতো শের শায়েরী
এলোমেলো অবেলায় ঝড়।

কিন্তু
হায়! প্রিয়া
কি জালিম
কি কাতিল এ সময়
চারপাশে বিশ্রী সব মল্লযুদ্ধ
তবুও 
তবু্ও
তোমার অপেক্ষায় দুলছে
ভেতর বন্দরে জাহাজের মাস্তুল
নিশপিশ করছে
আফসোসে প্রাপ্তবয়স্ক
সবকটি আংগুল।

১৭ আগস্ট ২১। ( বুধবার )











মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৬

দেয়ালিকা বিপাশা বলেছেন:




সুন্দর কবিতা। একাকিত্বের এবং বাস্তবতার নিদারুণ বহিঃপ্রকাশ।
হাজারো অব্যক্ত কথার স্পষ্ট প্রকাশ।

শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ।মাঝেমধ্যে এমন একলা শুরু হয় যদিও আমি উপভোগ করি আর ভাবনাগুলি এভাবে প্রকাশ করি। সে যাই হোক অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.