নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আসলে এখনকার দুনিয়া আর কয়েক বছর আগের দুনিয়া বিশাল ব্যবধান এসে গেছে। চাইলেও সেই সুস্থ জীবন ফিরে আনা সম্ভব না মনে হচ্ছে এ মহামারীতে। তবুও জোরপূর্বক আমি টেনে নিয়ে আসার চেষ্টা করি। তেমনই কিছু কর্ম শেয়ার করছি আর কি!
" আঁধারে তুমি রক্তলাল খুব! "
ছবি স্প্যানকড ।
অনেকের মুখ এত মলিন হয়ে আছে সেদিকে তাকাতে কষ্ট হয় সোজা কথা বললে জিন্দালাশ ! অনেকটা এ গাছটির মতন ন্যাংটো হয়ে গেছে। ছিঃ! কি বিশ্রী এ জীবন যাপন !
ছবি স্প্যানকড।
এসব ভাবনা হরহামেশা ঘুরতে থাকে যে আমাদের কবে আসবে কাংখিত মুক্তি ! নাকি চিরতরে রোধ করে দেয়া হয়েছে সে পথ ? এসব ভাবনা ভুলে থাকতে চাই অনেক টা এর মতন।
" এক টুকরো আশা ! "
ছবি স্প্যানকড।
এ কঠিন সময়কে আরও কঠিন করে দিচ্ছে আমাদের সমাজে বসবাস করতে থাকা কিছু মানুষ ! যাদের ছায়া ভাবি, মাথা ভাবি কিন্তু আসলে এরা নিজের চিন্তায় মশগুল ! এসব ভাবনা নিমিষেই গলতে থাকে এ ঝোপঝাড় জংগলে।
" দূর হতে কাছে এসে যাও। গগনে লটকে থাক চাঁদ! "
ছবি স্প্যানকড।
এসব চিন্তা ফুরাবার নয় যদিও জীবন ফুরিয়ে যায় ! হায়! এ জীবন তুমি আফসোস ছাড়া কিছু নও । ভালো থাকবেন সকলে।
২| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯
স্প্যানকড বলেছেন: হুম, কথাটা মাথায় ঘুরছে। এ নিয়ে কাজ চলছে ইন শা আল্লাহ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টের শিরোনামটা কি কোন কবিতার চরণ?