নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দূর হতে কাছে এসে যাও। গগনে লটকে থাক চাঁদ !

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪২

আসলে এখনকার দুনিয়া আর কয়েক বছর আগের দুনিয়া বিশাল ব্যবধান এসে গেছে। চাইলেও সেই সুস্থ জীবন ফিরে আনা সম্ভব না মনে হচ্ছে এ মহামারীতে। তবুও জোরপূর্বক আমি টেনে নিয়ে আসার চেষ্টা করি। তেমনই কিছু কর্ম শেয়ার করছি আর কি!

" আঁধারে তুমি রক্তলাল খুব! "
ছবি স্প্যানকড ।

অনেকের মুখ এত মলিন হয়ে আছে সেদিকে তাকাতে কষ্ট হয় সোজা কথা বললে জিন্দালাশ ! অনেকটা এ গাছটির মতন ন্যাংটো হয়ে গেছে। ছিঃ! কি বিশ্রী এ জীবন যাপন !

ছবি স্প্যানকড।

এসব ভাবনা হরহামেশা ঘুরতে থাকে যে আমাদের কবে আসবে কাংখিত মুক্তি ! নাকি চিরতরে রোধ করে দেয়া হয়েছে সে পথ ? এসব ভাবনা ভুলে থাকতে চাই অনেক টা এর মতন।

" এক টুকরো আশা ! "
ছবি স্প্যানকড।

এ কঠিন সময়কে আরও কঠিন করে দিচ্ছে আমাদের সমাজে বসবাস করতে থাকা কিছু মানুষ ! যাদের ছায়া ভাবি, মাথা ভাবি কিন্তু আসলে এরা নিজের চিন্তায় মশগুল ! এসব ভাবনা নিমিষেই গলতে থাকে এ ঝোপঝাড় জংগলে।

" দূর হতে কাছে এসে যাও। গগনে লটকে থাক চাঁদ! "
ছবি স্প্যানকড।

এসব চিন্তা ফুরাবার নয় যদিও জীবন ফুরিয়ে যায় ! হায়! এ জীবন তুমি আফসোস ছাড়া কিছু নও । ভালো থাকবেন সকলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টের শিরোনামটা কি কোন কবিতার চরণ?

২| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯

স্প্যানকড বলেছেন: হুম, কথাটা মাথায় ঘুরছে। এ নিয়ে কাজ চলছে ইন শা আল্লাহ। ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.