নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রস্তুত তো....!

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

ছবি নেট।

হ্যাঁ!
আমি উলটো পথে চলা মানব
অথবা দানব
আমি দেখেছি,
কেউ একজন গোটা জীবন
এক দুই কাপড়ে কাটিয়ে
গতরটাকে খাটিয়ে খাটিয়ে
কি দারুন নিখুঁত
হাসি মুখে বেঁচে থাকার ছিল তার কৌশল!

কিছু পাবার আশায় সে কখনো
পথে হাঁটেনি
ভেতর জ্বলে যাচ্ছে
পুড়ে পুড়ে ছাই হচ্ছে
সেই কষ্ট লুকিয়ে
আড্ডা দিতে তাকে দিব্যি দেখেছি
দেখেছি বাড়ি ফিরে
খোকার মাথায় হাত বুলিয়ে বলতে
" দেখিছ! দিন ঘুরবে! "
তুই বড় হ
অনেক বড়
আসমানটার চেয়ে বড়
সব ধরে রাখবি
কেউ ছুটতে চাইলে
আরও আঁকড়ে রাখবি
আরও কাছে টেনে নিবি
শুধু তুই বড় হ!

হ্যাঁ !
আমি অতটা বিশুদ্ধতা পাইনি
যা অন্যদের খুব সহজে জুটে
আমি দেখেছি
রাতের পর রাত
একাকী একটা নারী দাঁড়িয়ে বড় রাস্তার ধারে
যার জন্য পার্কের বেঞ্চ
অথবা
সস্তা কোন হোটেলের বেড
ভোর হতে লাল চোখে
ছিটকনি আঁটে
মসজিদ, মন্দিরে প্রভুর ডাকাডাকি
না,
সে ডাকে
সাড়া দেয় না সে।

তার নরম হাত
খোকার মুখ হাতরে চলে
যেন প্রবাহিত শান্ত নদী
বিস্ময়কর তার চাহনি
বিস্ময়কর সে চোখ
যার ভেতর
এত সাইক্লোন
এত কড়া রোদ
জ্বলতে থাকে সংবিধান,
খাক হয়ে যায় দেশ!

হ্যাঁ !
আমি আজ উলট পালট করতে নেমেছি
ক্যাচাল বাজাতে এসেছি
সরে দাঁড়ান
জয় বাংলা! 
আপনাদের মুখে পেচ্ছাব করতে এসেছি!

২৮ আগস্ট ২১ ( শনিবার )

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: শেষ লাইন দুটোতে এসে একেবারে এলোমেলো হয়ে গেল
আপনার ভিতরে ক্ষোভ অনেক বেশী

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৯

স্প্যানকড বলেছেন: এইটা কখন যে ইন্সটল হয়ে গেছে জানি না তবে যাই হোক খারাপ হয় নাই। ভালো থাকবেন তপন ভাই। ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: চ্যাতেন কেন মেয়া ভাই!!!:)

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১১

স্প্যানকড বলেছেন: চ্যাতি নাই কুল আছি ... ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন । ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৫

কামাল১৮ বলেছেন: @সাড়ে চুয়াত্তর,না চ্যাতে উপায় কি।আপনি ব্লক করেন কেন,যুক্তিপূর্বক আলোচনা করেন।অযুক্তিক কথা বললে সমালোচনা করুন।
দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছেন।

৪| ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ কামাল১৮ - ব্লগ কর্তৃপক্ষ যেমন আপনাকে মাঝে মাঝে পর্যবেক্ষণে রাখেন, জেনারেল করেন, হাল্কা শাস্তি দেন একইভাবে আপনি আমার পর্যবেক্ষণে আছেন। কারণ আপনি আসলে একজন ধর্ম বিদ্বেষী মানুষ। এই ব্লগে বহু প্রমাণ আছে এই ব্যাপারে। কর্তৃপক্ষেরও নজরে এসেছে এই বিষয়গুলি। আমিও আপনাকে কয়েকদিন দেখতে চাই, আপনি ইসলাম বিদ্বেষী আচরণ পরিবর্তন করেন কি না। যদি ইসলাম বিদ্বেষী আচরণ না করেন আমি ব্যাপারটা পুনর্বিবেচনা করবো।

আপনি শুধু নাস্তিক হলে আমার কোন সমস্যা ছিল না। কিন্তু আপনার অতীত কর্মকাণ্ড বলে যে আপনি একজন ধর্ম বিদ্বেষী। ভালো হয়ে যান, তখন দেখা যাবে।

৫| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ কামাল১৮ - আপনার ব্লক আমি তুলে নিলাম। কিন্তু দয়া করে আমাদের রসুল (সা) বা ইসলামের প্রতি বিদ্বেষ মুলক কিছু লিখবেন না। সমালোচনা আপনি করতে পারেন। সমস্যা নাই।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো।
আপনার পোস্টে মন্তব্য করা হচ্ছে না দেখলাম অনেকদিন। আসলে পোস্ট সুযোগমত কাছে পাই না। অফিসের ব্যস্ততা সংসার বাচ্চা পোলাপান নিয়া আছি এ মুহূর্তে।
ভালো থাকুন

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু ফিরে আসার জন্য। হুম, ভেবে পাই না কেমনে সামলান এতকিছু? মায়েরা বুঝি এমনই । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.