নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
অর্পা,
তোমার কাজল চোখে
চোখ রেখে
ভেসে যেতে পারি
মরে যেতে পারি
উড়ে বেড়াতে পারি
হাজারটা ভুল ভালে
শুদ্ধতা পেয়ে যেতে পারি।
এ চেনা ফুটপাত, চা চামচের ঘর্ষণ
রিক্সার প্যাডেল, বাসের হর্ণ
টং দোকান,
চারপাশের ভীড়,
ঘাম শুকাতে সদা ব্যস্ত
তিন পাখার দিন রাত ছুটে মরা
ক্লান্ত এফ এম
নানান রাজনৈতিক মার প্যাঁচ
বায়ান্ন বাজার
তিপ্পান্ন গলির শহর
এলে তুমি
হয়ে উঠে চিরশান্ত
অপরুপ সুন্দর ব্যাবিলন!
তোমার ও চোখে কি আছে?
সহস্র যাদু
উত্তাল নদী
দিশেহারা ঢেউ
গুন গুন করা সুর।
অর্পা,
তোমাতে মজুদ
জল ফোয়ারা
যাতে স্নানরত আমি
ভেতরে উদোম নৃত্য
সড়কের পিচ গলা মধ্য দুপুর।
তোমাতে বন্দী আসমান
শত কোটি নক্ষত্র
ভরাট গোলগাল চাঁদ
কোন এক ছাদ
সেখানে দুটি কাক
ঠোঁটে ঠোঁট
গলা ঘাড় ঘষে
মস্ত বড় ডিশ অ্যানটেনা
আমার তো সহ্য হয় না
তছনছ সমস্ত ভাবনা।
অর্পা,
তোমাতে ভর করে
পাতা ঝরা বিকেল
পতংগে ভরা নিয়ন সন্ধ্যা
তরতাজা বহু স্মৃতি
দখিনা বাতাস
খোলা সমস্ত দুয়ার জানালা।
অর্পা,
তুমি এলে
প্রেমের ক্যানভাসে জমজমাট আসর
সুর তুলে ছয় তারের গিটার
মাতাল সেক্সোফোন।
শরীরে চারশ কুড়ি বিদ্যুৎ
নাই কোন লোডশেডিং
আলো আর আলো
হৃদ গহীনে রক্তে লিখা
( O + R )
হাস্যমুখে খেলছে শিশু
জান্নাত আমার
সদা আগে পিছু!
৩০ আগস্ট ২১। ( সোমবার )
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: যাক অবশেষে অর্পা এলো।
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৯
স্প্যানকড বলেছেন: আইতে অইব এছাড়া গতি নাই ! ভালো থাকবেন।
৩| ৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০০
কবিতা পড়ার প্রহর বলেছেন: ঠিক তাই। না আইয়া যাইবো কই?
হ্যামিলনের বাঁশি বাঁজাইছেন।
৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০৫
স্প্যানকড বলেছেন: হ কথা খারাপ কন নাই। এহন সুরের লগে নাচতাছে। নাগিন ডান্স! হা হা হা... ভালো থাকবেন।
৪| ৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩
মিরোরডডল বলেছেন:
অর্পার জন্য একটি গান ।
৫| ৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। গানটা খুব সুন্দর । ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৫১
ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা ।