নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার পর তোমার স্থান !

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

ছবি নেট।

স্রষ্টার পরে তোমার স্থান
এ বলতে,
আমি একটু কার্পণ্য করবো না
আমি প্রেমিক
আমি বিশাল।

যখন তুমি হাসো
আমি বিস্ময়ে মরি বাঁচি
যখন তুমি কাঁদো
আমার ভেতরে এক সমুদ্দুর নোনা জল
হাজার হাজার ঘুর্নি।

স্রষ্টার পরে তোমার স্থান
এ আমি বাড়িয়ে বলছি না
অথবা
তোমার প্রেমে মজে আছি
সে সুত্রমতে ও না।

যখন তুমি তাকাও
উফফ! কি যে আনন্দ
কি যে আলোড়ন!
সে আনন্দ বার্তা
প্রতিটি রক্তের ফোটায়
সেকেন্ডের চেয়ে কম সময়ে
পৌছে যায় এ খবর
আমার নিউরন মগজে
কি যে সুখ!
যেন ষোল ডিসেম্বর
সাল একাত্তর।

মরার পর হিমাংকের নীচে থাকবো?
না,
ফুটন্ত জলে?
অথবা
দাউদাউ আগুনে?
ওসব মাথায় নেই
স্রষ্টার পর তোমার স্থান
এ নিয়ে ঘুমুতে যাই
জেগে উঠি
বাসে চড়ি
ধুলোমাখি
ডিজেল পোড়া বাতাস শরীরে লাগাই।

দিব্যি এক অজানা সুখে
অফিস করি
আড্ডা দেই
হাসতে হাসতে গড়াগড়ি যাই।

স্রষ্টার পর তোমার স্থান
এ আমার প্রথম এবং শেষ বয়ান
যখন তোমার পুরু ঠোঁট
অভিযান চালায় আমার গোটা দেহে
শরীয়া থেকে অন্য আছে যত আইন
আমি বেমালুম ভুলে যাই।

স্রষ্টার পর তোমার স্থান
সবার উপর প্রেম সত্য !
যার কোন নড়চড় নাই।

১৪ সেপ্টেম্বর ২১।

( মঙ্গল বার )







মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

মিরোরডডল বলেছেন:



আর ইউ ওকে ?
আজ কি বেশী অস্থির ?
এতো বানান ভুল হয়েছে যে আজ !!!





১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

স্প্যানকড বলেছেন: ওকে আছি। বানান গুলি দয়া করে ধরিয়ে দিন। আসলে খুব তাড়াহুড়ো করে লিখা তারপর সে সময় একজন পাশে ছিল যে কিনা বারবার খোঁচাচ্ছিল তাই হতে পারে। আচ্ছা চেক করছি কিন্তু ধরতে পারছি না। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মিরোরডডল বলেছেন:



সঠিক বানানগুলো হবে :
হাসো
কাঁদো
থাকবো
মঙ্গল

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ঠিক করে নিয়েছি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:



থার্ড লাইনে হবে করবো না ।

সে সুত্র মতে ও না।

একটা ওয়ার্ড হবে মনে হয় ।



১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

স্প্যানকড বলেছেন: ইয়া মাবুদ ! এত্ত গুলা ভুল। আসলে প্রেমে পড়লে যে হুশ থাকে না প্রমাণিত ! আবারও ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

ইন্দ্রনীলা বলেছেন: এক্কেরে সোজা প্রিয়তে।

পুরাই অস্থির হয়ে তাড়াহুড়ায় লেখা অস্থির কবিতা।

তবে খাঁটি প্রেমিকের মত হয়েছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ইন্দ্রনীলা। খাঁটি প্রেমিক কি না বলতে পারছি না তবে চেষ্টা করি যতদুর পারা যায়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

ইন্দ্রনীলা বলেছেন: খাঁটি মানে অপকট।

ভন্ডামী না করে বলে ফেলতে পেরেছেন তাই স্যালুট।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৭

স্প্যানকড বলেছেন: চেষ্টা করি যতদুর পারা যায় জীবন আর কয়দিনের ! আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য ধন্যবাদ দেয়া কম হয়ে যায়। শুভেচ্ছা নিরন্তর। আপনাকেও স্যালুট । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

মিরোরডডল বলেছেন:



আপু, খাঁটি প্রেমিকের মত হয়েছে বলছো কেনো ?
স্প্যানকডতো খাঁটি প্রেমিকই !!!

মাঝে মাঝে শব্দ ব্যবহারে ট্র্যাকের বাইরে চলে যায় ।
তাছাড়া সব ঠিক আছে ।
হিজ গট হিজ ইউনিক স্টাইল অভ রাইটিং ।
যেটা ভালো লাগে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিরোরডল। এখন সত্যি লজ্জা লাগছে ! শব্দ ট্র্যাকের বাইরে যায় হয়তো বেশী প্রেমে ডুবে রই বলে। এছাড়া অন্য কিছু নয়। আমার রাইটিং স্টাইল আপনার ভালো লাগে তাতে আমি ধন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

ইন্দ্রনীলা বলেছেন: শুধু খাঁটি প্রেমিকই না খাঁটি মানুষও।

শব্দ ট্র্যাকের বাইরে গেলেও খাঁটি মানুষ খাঁটি মানুষই।


নিজের কাছে খাঁটি আছে সেই অনেক।

তবে কবে যেন লালন শাহ বা ফকির মজনু শাহ হয়ে যায় কে জানে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৭

স্প্যানকড বলেছেন: লালন শাহ বা ফকির শাহ হওয়ার সুযোগ মনে হয় চলে গেছে। তবে হ্যাঁ, একটা সময় খুব বাজে ভাবে গেছে। এখন সে সব মনে হলে ভীষণ হাসি পায়। এটা ঠিক বলেছেন, নিজের কাছে ঠিক থাকতে পারা অনেক। আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উফ! এককথায় অসাধারণ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন দেশ প্রেমিক বাঙালী ভাই।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩

হাবিব বলেছেন: জম্পেস

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.