নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ভালো জায়গাটা কই ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৫

ছবি নেট ।

কোন এক বিখ্যাত কবির একটা কবিতা পড়েছিলাম। এখন ভাসা ভাসা মনে পড়ছে। যদিও গুগল করে জেনে নিতে পারি কিন্তু আলসেমি লাগছে।

সে যাই হোক কবিতার বিষয় হলো ছোট ছেলে বায়না করছে বাইরে কোথাও বাবার সাথে বেড়াতে যাবে। তা খুব জোরাজোরি করছে।

এক পর্যায়ে বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল " কোথায় যাবি ? " ছোট ছেলের কচি মুখের উত্তর " ভালো কোন জায়গায় ! " বাবা তৎক্ষনাৎ ছেলেকে জবাব দেয় " ভালো জায়গাটা কোথায়? " অত ছোট ছেলে অবাক বিস্ময়ে নতুন এক বাবাকে আবিষ্কার করে। ভাবতে শুরু করে আসলে ভালো জায়গাটা কোথায়? আপনারা কেউ জানেন?

আমি ধরে নিলাম ভালো জায়গা আমেরিকা।  বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ। তা সেখানে কি সবাই ভালো আছে? অত ভালো জায়গায় থেকে আছে সবাই ভালো ? এইতো আমাদের এক ব্লগার অমন দেশে থেকে শান্তি পাচ্ছে? ব্লগে নাকি কি সব তারে নিয়া বলে! বেচারা ব্লগিং করতে এসে স্লেজিং এর শিকার! মনে করেছিল ব্লগে ভালো থাকবে!

অবশ্য এক হাতে তালি বাজে না। দুই হাত লাগে ইহা ধ্রুব সত্য৷ আবার এক হাতে পারবেন কিন্তু সাথে অন্য কিছু লাগবেই লাগবে। যাক সে সব কথা।

এই যে আমরা যারা তৃতীয় বিশ্বে আছি। আমরা মানুষ শুধু নামে। নাকের ফুটা দিয়ে অক্সিজেন ছাড়ি আর টানি এই হচ্ছে কাম ! তা সবাই কি ভালো আছে? না, নেই। সবাই অভিনয় করছে এবং খুব নিখুঁত অভিনয়! ধরবার সাধ্য নেই।

এখানে একটা শ্রেণী ভালো আছে বাকীরা খালি দুই ঠ্যাং এর প্রাণী । এরা মরলেও কি ভালো থাকবে? জানি না, আল্লাহ ভালো জানে? তবে আইডিয়া করছি ঐ এক শ্রেণীর লোকই ভালো থাকবে। তাদের জন্য যেই ওয়াজ মাহফিল হয় আর হুজুর রা যেই লম্বা লম্বা দোয়া মোনাজাত করে তাতেই বেহেশত নিশ্চিত! তারপর তো আছে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা চালায়, বছর বছর হজ্জে যায়। এগুলা তো আর মিছে যাবে না!

আমার মতন গরীবের নুন আনতে পান্তা ফুরায়। ইটটু দ্রব্যমূল্যের দাম বাড়লে কপাল থেকে গোটা শরীর ঘামে চিন্তায়। কেমনে খরচের যোগান হইব? কেমনে চলবে সংসার? দান খয়রাত করলে আর কয়টা মুজিব নোট যায়? আর হজ্জ! সে তো আলোকবর্ষ দূর!

নামাজ রোজা যতদুর করি এর বেশিরভাগ যায় এই চিন্তায় বেতন বাড়ছে না চালের দাম বাড়ছে, বাস ভাড়া বাড়ছে। আর বিয়া-শাদী! উহা ভাবতেই শরীর গরম হওয়ার বদলে ঝিম মাইরা যায় !

ভাগ্যিস! কন্ডমের দাম ঈদ বা পুজা আসলে বাড়ে না। তাই রক্ষা। অবশ্য গরীবের আছে রাজা! তারপর  মারজুকের কবিতা " হাত কখনো বাপের বাড়ি যায় না! "  হাত আছে বলেই গরীব বাঁইচা গেছে। আমি অন্য কিছু কই নাই!
এসব যখন লিখছি পাশের ঘর থেকে আওয়াজ আসছে " খোকা ঔষধ শেষ। " এনে দিছ। আমিও হ্যাঁ, বলে দিলাম অথচ জ্যাব খালি। কি করার পাড়ার ফার্মেসী তে বাকী করা লাগবে। নইলে তো উপায় নেই। আর না হয় ঘুষ বা সিঁদেল চোর হতে হবে। 

যাক ওসব। ছিলাম ভালো জায়গার খোঁজে আর তার ভিতর কি হাইন্দা গেল। আচ্ছা, ভালো জায়গায় কি বাস ভাড়া বাড়ে? ফিবছর বাড়ি ভাড়া? দ্রব্যমূল্য? স্কুলের বেতন? ভালো জায়গায় কি প্রেম এর পর বিচ্ছেদ হয়? খিস্তি গালিগালাজ হয়? নেতারা লুটে যায় নীরবে? যদি তাই হয়, বাল! ভালো জায়গাটা কই ?

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই ভালো থাকুক

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১

স্প্যানকড বলেছেন: তা কি আর হয়? হয় না আপু। তবুও দোয়া করছি জগতের সকল প্রাণী সুখে থাকুক। ধন্যবাদ আপু। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৩

সোহানী বলেছেন: সত্য, ভালো থাকার উপকরন বদলায় প্রতি মূহুর্তে। আজ যা শ্রেষ্ঠের মাপকাঠি কাল তা নীচের সারির। আর তার পিছনের দৈাড়াতে দৈাড়াতে সবার নাভিশ্বাস।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৪

স্প্যানকড বলেছেন: মানব জীবন টা কাটে ছুটতে ছুটতে । রোজ নতুন চাহিদা নতুন স্বপ্ন অথচ বেলা শেষে সব মিছে সবাই আমরা যাযাবর ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন। ধন্যবাদ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমরা কতটা অসহায় তাই না?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৪

স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসার চাইতে কোনো ভালো জায়গা নাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬

স্প্যানকড বলেছেন: ভালোবাসায় ভেজাল মিশে যাচ্ছে দিন কে দিন যা চিন্তার বিষয় ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৮

শেরজা তপন বলেছেন: যেখানে আছেন সেখানেই স্থির থাকুন- এক সময় ভাল লেগে যাবে। কিচ্ছু করার নাই

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫১

স্প্যানকড বলেছেন: হুম, তাই তো করছি তপন ভাই । ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: তাই তো, ভালো ভালো জায়গাটা কই ???

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

স্প্যানকড বলেছেন: এ প্রশ্ন আমারও ভালো জায়গাটা কই ? ভালো থাকবেন।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুরগিটাকেও বিছানায় জায়গা দেয়া উচিত ছিল।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০

স্প্যানকড বলেছেন: তা তো চিত্রশিল্পী বলতে পারবেন কেন মুরগীর জায়গা হলো না ? তবে এর একটা গল্প আছে। তুরস্কের কবি নাজিম হিকমত তুরস্কের বিখ্যাত এক চিত্রশিল্পী কে তাঁর কবিতায় জিগ্যেস করেছিলেন সুখের সংগা কি? তখন সেই চিত্রশিল্পী এই ছবিটি আঁকে। ভালো থাকবেন।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

জ্যাকেল বলেছেন: সহজ কথা ভালও জায়গা এ জীবনে নাই। এইটা র্জন করতে হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১

স্প্যানকড বলেছেন: তাই তো দেখছি। ভালো থাকবেন।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

নতুন বলেছেন: জায়গার ভালো মন্দ বইলা কিছু নাই্। ভালো মন্দ মানুষের মনে থাকে।

আমার কাছে যেটা ভালো লাগে সেটাই ভালো জায়গা।

৫তারা লাক্সারী হোটেলে বেড়াতে গিয়ে ও ধনী মানুষেরা ভালো জায়গা খুজে পায় না। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।

আবার টিনের ঘরের বারান্দায় বসে চায়ে চুমুক দিয়ে স্বামী স্ত্রী বিকেলের সূর্য ডুবা দেখে মনে করে Life is Beautiful।

এই জন্যই এক কালে এক জ্ঞানী মানুষ বলেছিলো।
“The happiness of your life depends upon the quality of your thoughts.”
― Marcus Aurelius, Meditations

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩

স্প্যানকড বলেছেন: আপনার কথার সাথে একমত কিন্তু ভেতর টা কয়জনের ভালো আছে ? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৯

অপু তানভীর বলেছেন: জায়গা তো না, মানুষ ভাল-খারাপ ! ভাল মানুষ থাকলে জায়গা আপনা আপনি ভাল হয়ে যায় ! খারাপ মানুষের আধিক্যে জায়গা হয় খারাপ ! এমন কোন জায়গা কি আদৌও আছে যেখানে সব ভাল ?
নাই। থাকা সম্ভব না !
অথবা অন্য ভাবে বললে যদি খারাপ না থাকে তাহলে হয়তো ভালর কোন অস্তিত্বই থাকবে না ! খারাপ আছে বলেই আমরা ভালটাকে দেখতে পাচ্ছি ।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১০

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! ভালো মানুষ বিলুপ্তির পথে তাই যত ভেজাল বাড়ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার কথার সাথে একমত কিন্তু ভেতর টা কয়জনের ভালো আছে ? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

বেশির ভাগ মানুষই ভালো নাই, কারন তারা ভালো থাকতে শেখেনাই।

ভালো থাকা মানুষিক একটা অবস্থা, এটা নিজের মনে তৌরি করে নিতে হয়। অন্য কোথাও পাওয়া যাবেনা।

এই বোধটা সবার আসেনা এবং অনেকে সময়ের সাথে জ্ঞানের সাথে অর্জন করে। তারা সমাজিক/অর্থনৈতিক যেই অবস্থাতেই থাকুক তারা সুখে থাকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

স্প্যানকড বলেছেন: ঠিক বলেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.