নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ফিনিক্স পাখি !

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

ছবি নেট ।

আমার প্রতিটা প্রহর তুমি নিয়ে নাও
কি দস্যি তুমি!
আমার প্রতিটা শব্দে, বাক্যে
ধেইধেই নেচে বেড়াও
কি সাহসী তুমি!

আমার চোখের পাতায়
যখন রাত নামে চুপিচুপি
তুমি তারে খুব যতনে জাগাও
তুমি তারে নানান সাজে সাজাও
কি নিপুণ কারিগর তুমি!

আমার ক্লান্তিগুলি লাল বাতি
বল যদি
করছি ভীষণ বাড়াবাড়ি
তবে শুনে যাও প্রিয়,
কি সাংঘাতিক রোগ তুমি!
চুমু পেলে তোমার
জ্বলে পুড়ে
আমিও ফিনিক্স পাখি!

১৮ সেপ্টেম্বর ২১। ( শনিবার )

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: ফিনিক্স পাখি!

বাহ বাহ ভাইয়ু!!!!! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ফিনিক্স পাখিরা শেষ থেকেই নবজন্ম লাভ করে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫০

স্প্যানকড বলেছেন: একদম ! প্রেমে পড়া প্রতিটা মানব তখন ফিনিক্স পাখি। ভালো থাকবেন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শব্দচয়ন চমৎকার। কবিতার কথা না হয় বাদই দিলাম। +

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন দেশ প্রেমিক বাঙালী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.