নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
প্রতি আঁধারে
জেগে থাকে কিছু পাখি
চাঁদের গায়ে আবারও স্পষ্ট ঘন দাগ
এসো কাছে
নিঃশ্বাসে নিঃশ্বাসে কেটে যাক
সমস্ত গোসসা রাগ।
তোমায় ছুঁয়ে ছুঁয়ে তলিয়ে যাই
আমার পুরুষ হৃদয় পুরোপুরি মদ্যপ আজ
এসো ছিঁড়ে ফেলি সমস্ত বাঁধন
ফের চুম্বনে চুম্বনে হোক চুরমার
যতনে তুলে রাখা
দীর্ঘদিন এর লাজ।
বারবার আসুক এ অসুখ
আলোকিত হোক
দীর্ঘদিন এর কয়েদি চোখ
জানি তো, তুমি
প্রজাপতির ডানার মতন
বড্ড নাজুক
আমি বেপরোয়া
তোমার নির্দিষ্ট আপন লোক!
চলো,
মুছে ফেলি যত আছে নালিশ
ঘেমে যাক বিছানা বালিশ!
ফের চুম্বনে চুম্বনে
উঠুক কেঁপে ক্ষীণ কটি,
সুখে হাসুক উরু আর বুক
ফের পরিপাটি কেশ
এলোমেলো হোক
প্রেম মানে
যা শালা!
মরে বেঁচে আছি বেশ।
২৬ সেপ্টেম্বর ২১ ( রবিবার )
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
আরাফআহনাফ বলেছেন: বিদ্রোহী প্রেমিকের কয়েদি চোখ!
কবিতা সুন্দর হয়েছে - ভালো লাগলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৪
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
বড্ড বেশী বেপরোয়া মন.......
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি! খুব সাবধানে এগুবেন.... হা হা হা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: লেখেছেন বটে দৃষ্টি চটে
খেলা হয় ভাবনার পটে----------------