নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আমার স্বভাব তোমার প্রেমে পড়া
তোমার ঝুলিয়ে রাখা
আর ইদানীং আমার হাল
যেন ঝুলে আছে এক টুকরো কাপড়
কোন ধাতব মরচে পড়া হ্যাংগারে
যাতে কেউ কোনদিন হাত বুলায়নি
যাতে কারো চোখ আটকে যায়নি।
আমি ভাবতে থাকি তোমায়
আঁচার শুকানো রোদে
তৃষার্ত পাখির মতন ওড়াউড়ি
উপর থেকে গোত্তা খেতে খেতে
একদম নীচে এসে থামি
যেখানে কেউ নেই
কিন্তু
তুমি রয়ে যাও
তুমি বয়ে যাও
রক্ত থেকে বীর্যে!
বা,
এর চেয়ে বেশী।
চুন খসা দেয়ালে পেন্ডুলাম দুলে
আর কম্পাস দিক নির্দেশ দেয়
আমিও দুলতে আছি
আমিও সুনির্দিষ্ট ইংগিত করছি
ভালোবাসি ভীষণ
ভালো নেই তুমি ছাড়া এখন।
তুমি চাইলে
ঝুলতে রাজি
টলতে রাজি
চলতে রাজি
শত কোটি আলোকবর্ষ পথ।
তুমি চাইলে তো
মরতে রাজি!
হারতে রাজি
যায় যাক প্রাণ তবুও
ধরছি বাজি।
আমার ইচ্ছে তোমাতে নিজেকে লুটিয়ে দেয়া
আমার ইচ্ছে দুটি মন এক হোক
দুটি দেহ এক হোক
নিঃশ্বাসে নিঃশ্বাসে
পুড়ে যাক
জ্বলে যাক মাংস চামড়া
যেমনটা তপ্ত হয়ে উঠে দিনের আলোতে
মরু সাহারা।
তুমি যখন হাসো
যখন তুমি কথা বলো
যখন চেয়ে থাকো এক পলক
অথবা
যখন তুমি খুব কাছে এসে ঘেঁষে দাঁড়াও
তখন
হাজারটা জেট প্লেন গর্জে উঠে
আমি কাঁপতে থাকি
আমার বিশ্ব ডানে বামে হেলে যায়
ভেতরে কি যে এক মায়া জন্মায়
কি যে খেলা শুরু হয়ে যায়
যদি তুমি বুঝতে
সত্যি! তুমি জানলে না
তোমার চুম্বনে মরণ থেমে যায় !
২৮ সেপ্টেম্বর ২১ ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময়
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা। চলতে থাক লেখা..............।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ইন শা আল্লাহ, দোয়া করবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৬
গফুর মিয়া১৯১ বলেছেন: করাত—একদিন করেছি মৃত্যুরে অবহেলা ।
একদিন—একরাত;—তারপর প্রেম গেছে চ’লে,—
সবাই চলিয়া যায়, —সকলের যেতে হয় ব’লে
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৭
গফুর মিয়া১৯১ বলেছেন: আমাকে খোঁজো না তুমি বহুদিন-
কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু –
একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়…
কবি ও লেখক জীবনানন্দ দাশ
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। জীবনানন্দ দাশ আমার একজন প্রিয় কবি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩
সাগর শরীফ বলেছেন: অসাধারণ। ++++