নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মানুষ !

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩

ছবি নেট ।

মানুষ এক বিস্ময়কর প্রাণী
যারা আজকাল খুব
পাপ পূণ্যের হিসেব নিয়ে ব্যস্ত
মানুষ চিরকাল হয়তো ইশ্বর আছেন কি নেই
ও নিয়ে মাথা ফাটাফাটি রক্ত ঝরাবে
আমি তো দেখছি
মানুষ চিরকাল ঘুমিয়েই গেল
মানুষ হতে পারল কই?

মানুষ নানান রঙ ধরে
নানান ঢং করে
যার ধারে কাছে
অন্য মাখলুকাত নস্যি
একদম বাতাসে উড়া খই।

মানুষ চিরকাল কি যেন খুঁজছে
কি যেন চাইছে
কি এক অমুল্য রতন হারিয়ে যাযাবর
যার জন্য এত জমা করছে এটম
এত জমা করছে বুলেট
মানুষ চিরকাল রক্ত নিয়ে খেলে গেল
মানুষ হতে পারল না সই।

আসলে মানুষ হওয়া বড্ড কষ্টের কাজ
জনম ফুরিয়ে আরেক জনম হাজির হয়
তবু মানুষ, মানুষ হয়ে উঠে না
তবে কি আজ প্রশ্ন করা যায়,
মানুষ তুমি মানুষ হতে কত সময় চাও?
কতটা জনম চাও?
কয়বেলা এ নিয়ে ভেবে যাও?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৪

কামাল১৮ বলেছেন: মানুষ সমস্ত প্রানীকুলের মতই একটি প্রানী।কালের বিবর্তনে মানুষ চিন্তা কে ভাষায় ও লিখায় রুপান্তর করে সমস্ত প্রানীকুল থেকে এক লাফে অনেক এগিয়ে যায়।অন্যান্য প্রানীরা যেমন শিকার করে কাঁচা খায়,মানুষ হাজার হাজার বছর শিকার করে কাঁচা খেতো।
ধর্মগ্রন্থ অনুযায়ী মানুষের ইতিহাস ৮/১০হাজার বছরের কিন্তু ফসিলের আবিস্কার হিসাবে দেড় দুই লাখ বছর।

২| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫৩

স্প্যানকড বলেছেন: আমার কথা মানুষ কি আদৌ মানুষ বা সৃষ্টির সেরা খেতাব ধরে রাখতে পারছে ? ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:৩৮

কামাল১৮ বলেছেন: মানুষ যে সৃষ্টির সেরা সেটা মানুষ ছাড়া আর সৃষ্টির কোন প্রানী মানে।মানুষ যে হারে মানুষ কে মারে,প্রানী কুলের মাঝে আর কোন প্রজাতি নিজ প্রজাতিক্ এভাবে মারে।

৪| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০৫

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! মানুষ ই সবচেয়ে ভয়ংকর আবার মানুষই সুন্দর প্রাণী! ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.