নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
কুমিল্লার ঘটনা থেকে কি বুজতে পারলাম? বুজতে পারলাম যে, সমাজে একদল অসুস্থ দুই ঠ্যাং এর লোক বেড়ে গেছে । এদের নিয়ন্ত্রণ করতে সরকার এবং প্রশাসন ব্যর্থ ! যা একটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ।
আচ্ছা, আপনারে কিছু প্রশ্ন করি। আপনে তো বিরাট মুসলিম ! সুযোগ পেলেই হিন্দু বা অন্য ধর্মের মানুষদের উপর চড়াও হতে বিন্দু মাত্র পিছ পা হোন না। তা এই যে পবিত্র কুরআন ওখানে রাখা হলো তা কে রেখেছে একবার ভেবেছেন ?
একজন হিন্দু যদি রাখে তাহলে প্রশ্ন, জেনে-বুঝে নিজের পায়ে কুড়াল কি মারতে যাবে ?একজন সত্যিকারের মুসলিম সে ও করতে পারে না যদি সে আল্লাহ এবং রাসুল কে মানে! অন্য ধর্মের যারা আছে তারা করবে না কারণ এদের তেমন কোন লাভ নাই। এরকম কর্মকান্ড করার রেকর্ড তাদের নাই। তারা তাদের মতন আছেন।
এখন এক মাস দুই মাস পর যদি জানা যায় কাজটি করেছেন কোন এক নামধারী জনৈক ব্যক্তি যিনি নামধারী মুসলিম! তখন ? তখন কি করবেন ? খুউব তো হিন্দু বাড়ি-ঘর, মন্দির, এমন কি মানুষ পর্যন্ত খুন করে ফেললেন। ইসলামের বহুত বড় উপকার করলেন! কি করবেন তখন? ভাবছেন কিছু ? মাথা মোটার দল !
আচ্ছা, এখন একটু ভিন্ন দিকে যাই। রেল মন্ত্রী মুজিবল হক বলেছেন,
" যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। "
ওদিকে রিজভী বলেছেন,
" দ্রব্যমূল্য থেকে দৃষ্টি সরাতে সরকারই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে ! "
এখন আমার প্রশ্ন রেল মন্ত্রী হয়তো ইংগিত করছেন জামাতি চাপাতি দের। করা যেতে পারে কারণ জামাতি চাপাতির পুর্ব কর্মকান্ড তাই বলে। আর রিজভী তো সরাসরি সরকার এর হাত আছে বলেছেন !
আম জনতা কি ভাববে? কোথায় যাবে? দিন শেষে আপনাদের খানকির পুত বলবে কারণ আসল ব্যাপার কি হইছে তা না জেনেই কই মাছের মতন আপনারা দুই দল লাফিয়ে যাচ্ছেন। এ ব্লেমিং কালচার আইন করে বন্ধ করে দেয়া উচিত। তদন্তের স্বার্থে।
আচ্ছা, রিজভীর কাছে কোন প্রমাণ আছে? তাহলে কেন তিনি এসব বলে বেড়াচ্ছেন? আমি তো মনে করি উনার হো*তে দুইটা সিদ্ধ ডিম ভরে দিলে এসব চুলকানি কমে যাবে।
যাই হোক সরকার ইহা দেখবেন। এই যে এত কিছু হলো সরকার এর তরফ থেকে কেউ কি সেই হামলাতে খুন হওয়া পরিবার এর সাথে দেখা করেছেন? যদি এখনো না করে থাকেন তাহলে আপনি এলাকার মন্ত্রী বা এম, পি আছেন কার বাল ফেলতে?
ঠিক তেমনি বি এন পি জামাতি চাপাতির কেউ গেছেন? যদি না হয়ে থাকে তাহলে মুখ বন্ধ করেন। লজ্জা থাকা উচিত। কোন কাজ না থাকলে চিড়িয়াখানার বানর এর খাচায় ঢুকে পড়ুন অন্তত দাম একটু পাবেন। যদিও এমনিতে আপনাদের এখন কুত্তা ও তুদে না! যত্তসব ইতর শ্রেণীর দুই ঠ্যাং এর লোক সকল রাজনীতিতে এসে ভীড় করছে !
উন্নত বিশ্বে কি এমন হয়? এ দল ও দল না জেনে-বুঝে এমন গাধার মতন কথা বলে? বলে না কারণ তারা সুশিক্ষিত মুর্খ বাচাল নয়।
আমার তো মনে হয় এ সকল রাজনীতিবিদ দের প্রতিদিন ক্লাস করা উচিত কিভাবে জনগনের সাথে কথা বলতে হবে? কি ধরনের আচরণ করতে হবে? এমনিতেই করোনার দাপট তার উপর এসব নলখাগড়ার উৎপাত !
২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩২
স্প্যানকড বলেছেন: হুমায়ুন আজাদ সাহেব এর কবিতা । খুব ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
২| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৯
পুকু বলেছেন: স্পষ্ট বক্তা।বাপের বেটার মতো মেরুদন্ড সোজা করে সত্য বলার জন্য আপনাকে স্যলুট ।
৩| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, যা ঘটছে তাই বলেছি মাত্র ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৪| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫০
সুজায়েত বলেছেন: মানবতার চরম এই অবক্ষয় দেখে প্রকৃত অর্থে সবকিছুর ওপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আজ নিজেকে ঘৃণা করি সবচেয়ে বেশি।
বাংলাদেশের সকল ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা উচিত; কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার বিষয়ের তদন্তে বিদেশী গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে। কেননা সারাদেশে সংখ্যালঘুদের ওপর যে ভয়াবহতা হয়েছে বা একেরপর এক ঘটে চলেছে; সেটির প্রেক্ষাপট রচিত হয়েছে কুমিল্লায়। এবং কারা, কি উদ্দেশ্যে এই পরিস্থিতি তৈরি করলো, সেটির আসল কাহিনী উদঘাটনে বিদেশী গোয়েন্দা সংস্থার কোন বিকল্প নেই। কেননা আমরা দোষারোপের রাজনীতি করে দায় এড়িয়ে যায়। এবং অবশ্যই সেক্ষেত্রে ভারতের RAW, পাকিস্তানের ISI এবং চিনের গওজিয়া অ্যাংকেন বু ব্যাতিত।
এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(FBI), সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA), যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (SIS), অস্ট্রেলিয়ার ASIS, জার্মানির গোয়েন্দা সংস্থা BND সহ বিশ্বের নামকরা অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে পারি। এছাড়া সত্য চাপা থেকে যাবে চিরকাল।
২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১১
স্প্যানকড বলেছেন: বিদেশি গোয়েন্দা কি করবে দেশের কেউ যদি মন থেকে সাহায্য না করে ! এটা তেমন কঠিন কাজ নয় আইন শৃঙ্খলা বাহিনীর ইচ্ছে থাকলেই হলো । ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
৫| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৪
মেহেদি_হাসান. বলেছেন: বাহ খুব সুন্দর বলেছেন তো, সাহস আছে বলতে হবে
২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১২
স্প্যানকড বলেছেন: সাহসের কিছু না এমন করে চুপ থাকতে থাকতে আজ এই দশা ! ভালো থাকবেন।
৬| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: একজন সঠিক হিন্দু কখনোই এই কাজ করবে না; সে জানে এমন আকাজ করলে তার লোকজনর উপরেই কঠিন কিছু নেমে আসবে। এমনকি এটার কারণে তাকে পরকাল বা পরের জন্মে ভুগতে হবে।
একজন সঠিক মুসলিমও এই কাজ করবে না। কারন সে জানে এমন আকাজ করা ইসলামে নিষিদ্ধ। আর এমন আকাজ করে দুনিয়াতে পার পেলেও সে পরকালে পার পাবে না।
তাহলে কারা করতে পারে? যাদের কাছে ধর্মের কোন দাম নাই; যারা ধর্ম-কর্ম-পরকাল ইত্যাদি ইত্যাদিতে বিশ্বাস করে না তাদের দ্বারাই এমন কাজ করা সম্ভব। এরা স্বার্থন্বেসি; নিজেদের স্বার্থের জন্য যে কোন কিছু ব্যবহার করতে পারে।
২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫
স্প্যানকড বলেছেন: অমন ব্যক্তিরা সব সময় ঘাপটি মেরে বসে থাকে সুযোগ পেলেই একটা আকাম করে। এসব ঘাপটি মারা ব্যক্তিদের না আছে কোন ধর্ম। না আছে মানুষের প্রতি প্রেম। ভালো থাকবেন।
৭| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: প্রমান পাওয়া কি অনেক কঠিন?
২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৬
স্প্যানকড বলেছেন: মোটেও কঠিন না আপু কিন্তু ইচ্ছের অভাব দেখছি এই কি রাজনীতি ?
৮| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৭
বিটপি বলেছেন: আর যে যা করুক, কোন সচেতন মুসলিম বা হিন্দু এই কাজ করতে পারেনা। এই কাজ তারাই করেছে, যাদের জায়গা জমি বিষয়ক স্বার্থ আছে। কুমিল্লার ঘটনা আর রংপুরের ঘটনা ভিন্ন। রংপুরের ঘটনা ঘটানো হয়েছে একজন আলা ভোলা অবুঝ কিশোরের না বুঝে ফেসবুকে ইসলাম অবমাননা বিষয়ক পোস্ট দেবার জেরে। তাই রংপুরের ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হলেও দায়ী একই ক্যাটাগরির ব্যক্তি - জায়গা জমি নিয়ে যাদের স্বার্থ আছে।
২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯
স্প্যানকড বলেছেন: মানুষ কেমনে পারে? তাই ভাবি মাঝেমধ্যে। এত নীচে কেমনে যেতে পারে? ভয় হয় সামনে না জানি কি হয় ? ভালো থাকবেন।
৯| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৪
শেরজা তপন বলেছেন: ধর্ম নিয়ে আর কত এইরকম বেতাল ক্যাচাল হবে?
ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছি
২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২১
স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! এখন তো আর সেই অন্ধকার যুগে আমরা নাই তবু কি জন্য মানুষ এসব করছে ? এদের মগজ কি সুস্থ হবে না কোনদিন ? ভালো থাকবেন তপন ভাই।
১০| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩
চলে যায় দিন রয়ে যায় স্মৃতি বলেছেন: ধৈর্য ধরে অপেক্ষা করছি আমরা, দেখি কি হয়।
২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
স্প্যানকড বলেছেন: হুম, গরীবের এই সম্বল ! আশা রাখি ভালো কিছু হবে ইন শা আল্লাহ।
১১| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড,
কথা বলতে যেহেতু ট্যাক্স লাগেনা তাই মুখ চলে , চুপ থাকা যায় না।
তবে কোথায় কখন কি বলতে হবে তা নিয়ে আপনার কথা মতো সবাইকেই প্রতিদিন বাধ্যতামূলক ক্লাস করানো উচিৎ।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪২
স্প্যানকড বলেছেন: এদের আদর্শলিপি প্রতিদিন একবার করে পড়তে দেয়া উচিৎ। ফালতুগুলি আছে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় । ধন্যবাদ, ভালো থাকবেন।
১২| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩০
জটিল ভাই বলেছেন:
আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড,
কথা বলতে যেহেতু ট্যাক্স লাগেনা তাই মুখ চলে , চুপ থাকা যায় না।
তবে কোথায় কখন কি বলতে হবে তা নিয়ে আপনার কথা মতো সবাইকেই প্রতিদিন বাধ্যতামূলক ক্লাস করানো উচিৎ।
প্রশ্ন হচ্ছে,
বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? আর আমরাইবা কি করছি? জটিলবাদ।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭
স্প্যানকড বলেছেন: আমরা তামশা দেখি তামাশায় ভাসি। আমাদের মেরুদণ্ড অনেক আগেই ভেংগে দেয়া হয়েছে তাই এরা সংখ্যায় কম হয়েও অনেক শক্তিশালী ! ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। জটিলবাদ ।
১৩| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩১
বিবেকহীন জ্ঞানি বলেছেন: আপনার মতামত আমার সাথে অনেকটাই মিল।এ নিয়ে আমার একটি পোস্ট আছে।একটু দেখে আসবেন দয়া করে।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ইন শা আল্লাহ পড়ে দেখব। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
১৪| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: এসব বন্ধ হওয়া উচিৎ। ধন্যবাদ পোস্টের জন্য।
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২৯
স্প্যানকড বলেছেন: একদম সত্যি এগুলা বন্ধ হওয়া উচিত। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৫| ২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬
Sherajobs বলেছেন: আপনপর কথায় যুক্তি আছে, তবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ব্যবসায় বাংলাদেশ নাম্বার ওয়ানে। কারন এদেশে টুপির দাম খুব একটা বেশী না।
২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৫
স্প্যানকড বলেছেন: আপনার কথা সত্য ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৬| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: পূজার বেদীতে পবিত্র কুর আন রাখার তীব্র নিন্দা জানাই ( অমানুষের কাজ)। হিন্দুদের উপর আক্রমণের তীব্রতর নিন্দা জানাই। দোষী ব্যক্তিদের শাস্তি হোক । বাংলাদেশের মানুষ শান্তিতে বাস করুক এই কামনা থাকলো ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১১
স্প্যানকড বলেছেন: একদম । ধন্যবাদ, ভালো থাকবেন।
১৭| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০২
অক্পটে বলেছেন: মানুষ কত বেকুব। কি অসাধারণ জ্ঞান নিয়ে এরা মুসলমান হয়েছে। এক ধর্মের গ্রন্থ আরেক ধর্মের কোলে রাখলে কি পাপ হয়!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১২
স্প্যানকড বলেছেন: মানুষ বেকুব বলে দুনিয়া সুন্দর অসুন্দর !
১৮| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: লেখক সহ অনেকের বক্তব্য ইসলামের বক্তব্যের থেকে ভালো,কিন্তু সবাই মুসলমান।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১২
স্প্যানকড বলেছেন: তাই নাকি !
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৩
রিয়া১৯৯ বলেছেন: মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম কাজ করতে পারে।এসব মানুষকে সবার সামনে এনে কঠিনতম শাস্তি দিলে তাহলেই একমাত্র খারাপ কাজ থেকে বিরত থাকবে। আর আমাদের সরকারের কথা নাই বললাম।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৪
স্প্যানকড বলেছেন: মানুষই নীচে নামার একমাত্র ক্ষমতা রাখে আবার উপরে যাবারও। এখন ইচ্ছে যার যার কে নীচে যাবে কে উপরে । ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৮
গফুর মিয়া১৯১ বলেছেন: আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চ’লে যাবে, অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
অধিকারে। চ’লে যাবে শহর বন্দর ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ’লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ
নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।
রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশংকরের
সমস্ত আলাপ হৃদয়স্পন্দন গাথা ঠোঁটের আঙুর
ঘাইহরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল
কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে।
চলে যাবে সেই সব উপকথাঃ সৌন্দর্য-প্রতিভা-মেধা;
এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা
নির্বাধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে
অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে