নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তুমি,
জুলাই মাসের জমিন ফাটা রোদ্দুর
গরম চা জুড়ানো ফু
ছুঁলেই ফোসকা পড়ে
ভেতর বাহির থরথর কাঁপে
গোটা শরীর ঘামে।
তুমি তো
আর কাছে এলে না
আসি আসি বলে
ঝুলিয়েই চললে
ফল খাওয়া হলো না।
কবে আসবে তুমি?
ডুবতে বসেছে বেলা
তোমার সেই টাটকা হাসি
আলোকিত চোখ
উফফ ! কি দারুন তুমি
তোমাকে ভেবেই
চমৎকার যায় যায় রাত দিন !
উপায় নাই
অবেলায় তাই
এই গীত গাই
দেখলে তোমায় ভীষণ লোভ হয়
লোভে পাপ
পাপে মৃত্যু
আজকাল এই হচ্ছে ভয় !
আমিও নাছোড়বান্দা
যায় যাক প্রাণ
তোমার সনে থাক
জানো তো,
আগুন বাঁধা পেলে তীব্র হয় !
২৭ অক্টোবর ২১।
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২
ফুয়াদের বাপ বলেছেন: প্রিয়সীর প্রেমে হাবুডুবু প্রায় ডুবন্ত নাক ভাসা নাবিক প্রেমের তীব্র বানে হ্যাঁচকা টানে ঝাটকা মেরে বাহুডোরে জড়িয়ে প্রিয়সীর হৃদয় লেপ্টে রাখে নিজের সুঠাম বুকে।
আপনার অন্যান্ন লেখনীর সাথে মান বজায় রেখে প্রেমময় এই কাব্যর গাঁথুনিও পাঠভোগ্য হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ । ভালো থাকবেন।
৩| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত লোভ ভালা না বাই
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২২
স্প্যানকড বলেছেন: বেশী সংযম ও ভালো না অন্তত প্রেমের ক্ষেত্রে । ভালো থাকবেন আপু ।
৪| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩২
অক্পটে বলেছেন: আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৪
স্প্যানকড বলেছেন: ফাঁকি দিয়া যাইব কই? জগত ঘুরে সেই আমার বন্দরেই তার ঠাঁই । যত করে যাই যাই তত তারে কাছে পাই । ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
ঢাবিয়ান বলেছেন: কারো অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা ঠিক নয় সেটা নেট থেকে নেয়া হলেও ।
২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৮
স্প্যানকড বলেছেন: অনুমতি কার কাছ থেকে পাওয়া যাবে ? যেখান থেকে নিয়েছি সেখানে এমন কিছু উল্লেখ নাই। যার ছবি দিয়েছি উনি কি আপনার পরিচিত কেউ ? ভালো থাকবেন।
৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৫
উদারত১২৪ বলেছেন: হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের ৬টি অলৌকিক ঘটনা হিন্দুস্থানে সর্বপ্রথম যেভাবে ইসলাম প্রচার হয়েছিল বাঙালি সম্পর্কে বাবরের মূল্যায়ন কতটুকু ছিল দেখুনহযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর বিষপান এবং আল্লাহর কুদরতের ঘটনা
২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৯
স্প্যানকড বলেছেন: আপনি একটা পোস্ট দিতে পারেন। এখানে না দিলেও চলবে। ভালো থাকবেন।
৭| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমিই আগুন।
৮| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
স্প্যানকড বলেছেন: হা হা হা ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩২
শোভন শামস বলেছেন: সুন্দর ভাবে মনের কথা বলেছেন