নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমাকে দেখার পর....

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

ছবি নেট ।

তোমাকে দেখার পর
ভেতর বাহিরে আগুন লেগে যায়
ফাঁকা বুকটা জ্বলসে যায়
কেউ দেখেনা
কেউ বুঝেনা
তোমাকে দেখার পর স্থির থাকা মুশকিল।

একটা শঙ্খচুড় গলায় পেঁচিয়ে
আমি যেন শিবের মতন তান্ডব নৃত্য করছি
বেখেয়াল হলে ফুঁস!

তোমাকে দেখার পর বদলায় মৌসুম
মাঘ পৌষে গরম!
পাঁজরের হাড় ভাংগার কটমট শব্দ
কেউ শুনেনা
না,
এ কোন সিনেমার নয় ডায়ালগ বা বিজ্ঞাপন !

সত্যি!
তোমাকে দেখার পর হুশ থাকে না
যেন তুমি রাণী বিলকিস
আমি পিপাসিত সলোমন !
তোমাকে দেখার পর ঘুম মারা পড়েছে করাতকলে।


৩ নভেম্বর ২১ ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



সামনের দিক খোলা ব্লাউজের ছবি আপনার কবিতার সাথে বেশী মানাতে পারে

০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

স্প্যানকড বলেছেন: মুরুব্বি অস্তাগফেরুল্লাহ !! আশেপাশে কেউ নাই !

২| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

ফুয়াদের বাপ বলেছেন: বাহ! প্রিয়সীর প্রতি আবেগের দারুন বর্হিপ্রকাশ। এমনও প্রেমময় মনের উষ্ণতার ভাপে পুরে খাঁক হবে প্রিয়সীর প্রান।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ ! ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.