নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোমাকে নিয়ে ভাবলে
বালা মুসিবত
আন্ত নগর রেলের মতন
হুইশেল দিতে দিতে
চোখের আড়ালে লুকায়।
তোমাকে ভাবলে
গা ছমছমে আঁধারে
শরীর গরম হতে শুরু করে
তুমি তো পাহাড়ি নদী
আমি ডুবি ভাসি ভিজে পানকৌড়ি
সারা জীবন এমন লেপ্টে থেকো
ফুল কোমল শরীরে তোমার
কেমন ভোর হওয়া ভোর হওয়া গন্ধ
জেগে রই তাই
তাকিয়ে রই
অনেক আলোর উৎস খুঁজে পাই।
তোমাকে নিয়ে ভাবলে
সময় থেমে যায়
মিছিল থেমে যায়
শান্তি নেমে আসুক
জিরিয়ে যাক গোটা জীবন
রাজ্যের প্রতিটা কোনায় কোনায়
এই দাবিটুকু ইশ্বর যেন মেনে নেন অবলীলায়!
তোমাকে নিয়ে ভাবলে
শত্রু মিত্র হয়ে যায়
নুয়ে পড়া জবা গোলাপে
দখিনা বাতাস
সুর্যের আলো
কি দারুণ নাচে হাসে
দেখলেই মন ভালো হয়ে যায়।
তোমাকে ভাবলে
একলা থাকি না
যদিও নাম জুটেছে অসামাজিক
কেমন আমি পাগলা
কথা বলি দিব্যি
অথচ সে কথার কেউ মাত্রা বুঝে না
বুঝবে কি !
ওরা তো আর তোমায় ভাবে না।
তোমাকে ভাবলে
টের পাই প্রতিটা কোষে বাড়তি শক্তি এসে যায়
নীল জল সমুদ্দুর
গাঙচিল
সূর্যস্নান
পাগল মন
বিরতিহীন এ দৃশ্য এঁকে যায়।
আসলে তোমাকে ভাবলে
জীবন উসুল
মৃত্যু ও জমাট বাঁধা বরফ হয়ে যায় !
১০ নভেম্বর ২১। ( বুধবার )
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩
স্প্যানকড বলেছেন: দেখে ফেললে তো সব খেইল খতম ! অনেক টা বনলতা সেন ! ভালো থাকবেন, ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তুমিডা কিডা তার ছবি দেখতি চাই