নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জিওল মাছ !

১৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:২৬

ছবি স্প্যানকড ।

আদি মাতা পিতা গন্দম খেয়ে যে ক্ষতি করেছে
তুমি চুমু খেয়ে এরচেয়ে বেশী ক্ষতি করেছ
আমি এখন উন্মাদ!
আমি এখন মাতাল!
আমি রাত জাগা পাখি
ছুটে চলছি
কুল কিনারা ভাংগা নদীর মতন।

আমার আংগুলে লটকে আছে
থোকা থোকা বসন্ত
তুমি একি সর্বনাশ করলে?
কেন ছুঁতে গেলে তামাক পোড়া
পাতলা দুটি ঠোঁট?
আমার হাল লাঙলের মতন
খুঁড়ে চলেছে নিজেকে অনন্ত।

উফফ!
এই তবে প্রেম?
নাকি
শরীরের ভাষা?
যা ছিল গোপন
এতদিন অচেনা
নাকি
নিষিদ্ধ মাদক
দ্যাখো,
কেমন উথাল পাথাল হচ্ছে শ্বাস
তোমার বাহুডোরে বাঁধা
আমি এক জিয়ল মাছ !

১৪ নভেম্বর ২১ ( রবিবার )

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২২

এপোলো বলেছেন: কবিতার শিরোনামটা আমার কাছে পরিচিত মনে হল। ছোটবেলা থেকেই আমার ধারনা ছিল "জিয়ল মাছ" শব্দটা চট্টগ্রামের নিজস্ব শব্দাবলির অন্তর্গত। আজকে অনেকদিন পর শব্দটা দেখে ছোটবেলা অনেক স্মৃতি মনে পরে গেল।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮

স্প্যানকড বলেছেন: মেলা জায়গায় এই শব্দ এহন চলে। আপনার ছোটবেলার স্মৃতি চারণ করাতে পেরে ভালো লাগছে । ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: তামাক পোড়া ঠোঁট
না খালি কলিজা খানও পুড়তেছে

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৩

স্প্যানকড বলেছেন: গোটা আমি পুইড়া ছাই অবশিষ্ট কিচ্ছু নাই ! হা হা হা.... ভালো থাকবেন আপু।

৩| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুরুটা অন্যরকম হয়েছে।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সব সময়।

৪| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১০

ফুয়াদের বাপ বলেছেন: আবেগের ভাব নিয়ে কবিতা লিখতে কল্পনা শক্তি প্রখর থাকা চাই, যা আপনার আছে। কী অদ্ভূত ভাবে শব্দের গাঁথুনিতে ফুটিয়ে তুলেছেন ভাবাবেগ।

কয়েকটি ভালো লাগা পুংক্তি তুলে ধরছি - আংগুলে লটকে থাকা বসন্ত, তামাক পোড়া পাতলা ঠোট, শরীরী ভাষা না নিষিদ্ধ মাদক...

দারুন কল্পনা শক্তি...

১৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:০১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ফুয়াদের বাপ ! ভালো থাকবেন সব সময়।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৮

মিরোরডডল বলেছেন:





ছবিটা কবির তোলা?
পাতাটা কি সামনে এরকমই দুই রঙের?
অদ্ভুত!!!


০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭

স্প্যানকড বলেছেন:


হুম, ছবিটি আমি তুলেছি। হুম,পাতাটি জীবনের কথা বলছে।ধন্যবাদ, ভালো থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.